বাবার বয়সী অভিনেতার সঙ্গে অন্তরঙ্গতা, রানির সাহসী দৃশ্য নিয়ে আজও সরগরম টিনসেল টাউন

৪৫-শে পা দিলেন রানি মুখোপাধ্যায়। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। একের পর এক সুপারহিট সিনেমার জনপ্রিয় মুখ রানি মুখার্জি। তবে বয়স বড় অভিনেতার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যের জন্য আজও পেজ থ্রি-র শিরোনামে রানি মুখার্জি।

Web Desk - ANB | Published : Mar 21, 2023 2:11 PM
18

বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায় জীবনের ৪৪ টি বসন্ত পেরিয়ে ৪৫বছরে পা দিলেন। অভিনেত্রীর ফ্যান ফলোয়ারের সংখ্যা আকাশছাঁয়া। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।

28

জনপ্রিয় বলি নায়িকা বলি ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন একরাশ স্বপ্ন নিয়ে। 'রাজা কি আয়েগি বরাত' ছবিতে বলিউডে অভিষেক হয় রানির। তারপর থেকেই একের পর এক সুপারহিট সিনেমার জনপ্রিয় মুখ রানি মুখোপাধ্যায়। 

38

অভিনেত্রীর একাধিক সুপারহিট সিনেমা দর্শকদের মন কাড়লেও রানির জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল 'ব্ল্যাক' সিনেমাটি। তবে জনপ্রিয় সিনেমাতে অমিতাভ বচ্চনের সঙ্গে রানি মুখোপাধ্যায়ের ঠোঁটঠাসা চুম্বনের দৃশ্য নিয়ে আজ সরগরম সোশ্যাল মিডিয়ার পাতা।

48

একাধিক চ্যালেঞ্জিং দৃশ্যে অভিনয় করে মানুষের মন জয় করে নিয়েছেন অমিতাভ বচ্চন। তেমনই ব্ল্যাক ছবিটিও তার মধ্যে অন্যতম। তবে ব্ল্যাক সিনেমাতে অমিতাভ বচ্চনের সঙ্গে রানি মুখোপাধ্যায়ের ঠোঁটঠাসা চুম্বনের দৃশ্য অনেক বেশি নজর কেড়েছিল। যা নিয়ে বি-টাউনে চর্চা অব্যাহত।

58

ব্ল্যাক ছবিতে রানি মুখোপাধ্যায়কে একজন স্পেশ্যাল চাইল্ডের চরিত্রে অভিনয় করেছিলেন। রানি মুখার্জির অভিনয় তার কেরিয়ারে মাইলস্টোন তৈরি করেছিল। অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন সমালোচকরা। বিনা ডায়লগে শুধুমাত্র নিজের অভিনয় দক্ষতা দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন রানি।

68

ছবিতে অমিতাভ বচ্চনকে একজন স্পেশ্যাল চাইল্ড ট্রেনারের চরিত্রে দেখা গিয়েছিল, যা অভিনেতার কাছে বড় চ্যালেঞ্জিং ছিল। ছবিটি মুক্তি পাওয়ার পর একাধিক পুরস্কারও পেয়েছিলেন অমিতাভ ও রানি মুখার্জি। তবে রানি ও অমিতাভের চুম্বন দৃশ্য নিয়ে আজও চর্চা চলেই আসছে বলিউডে।

78

অমিতাভ ও রানির এই চুম্বনের দৃশ্য যে ভীষণ ভাবে চ্যালেঞ্জিং ছিল, তা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। এমনকী হাঁটুর বয়সি মেয়ের সঙ্গে চুম্বনের দৃশ্যের জন্য আলাদা ভাবে মানসিক প্রস্তুতি নিতে হয়েছিল বিগ বি-কেও । এমনকী ছবিটি নিয়েও কড়া সমালোচনার মুখেও পড়তে হয়েছিল অমিতাভ বচ্চনকে।

88

বরাবরই নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন রানি মুখোপাধ্যায় । ‘দেবদাসের’ পর অমিতাভের সঙ্গে ‘ব্ল্যাক’ ছবিতে কেরিয়ারের মোড় ঘুরে গিয়েছিল রানি মুখার্জির । বরাবরই তার অভিনয় নজর কাড়ে দর্শকদের। এরপর থেকে পিছনে ফিরে তাকাতে হয়নি বলিউডের ‘মর্দানি’-কে। একটা সময়ে চুটিয়ে সিনেমা করলেও এখন খুব বেশি দেখা যায় না। তবে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে ফাটিয়ে অভিনয় করে দর্শকমন জিতে নিয়েছেন রানি মুখোপাধ্যায়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos