Published : Mar 21, 2023, 11:29 AM ISTUpdated : Mar 21, 2023, 12:02 PM IST
নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন উরফি জাভেদ। বিশেষ করে শিরোনামে থাকতে নগ্ন হওয়াটা যেন জলভাত উরফির কাছে। বারেবারে নগ্ন হয়ে হাতে-কলমে তা প্রমাণ করে দিচ্ছেন ফ্যাশনের রানি উরফি জাভেদ।
ফের নেটদুনিয়ার চর্চায় চলে এলেন উরফি জাভেদ। তাকে নিয়ে চর্চা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা। পোশাকের কারণে শিরোনামে থাকেন উরফি জাভেদ।এই পোশাকের জন্যই বারবার চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ফ্যাশনিস্তা।
210
পোশাক বিতর্ক আর উরফির নাম থাকবে না তা আবার হয় নাকি। নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন উরফি জাভেদ। বিশেষ করে শিরোনামে থাকতে নগ্ন হওয়াটা যেন জলভাত উরফির কাছে।
310
বারেবারে নগ্ন হয়ে হাতে-কলমে তা প্রমাণ করে দিচ্ছেন ফ্যাশনের রানি উরফি জাভেদ। সর্বদাই তার কীর্তি নিয়ে চর্চা চলছে নেটদুনিয়ায়।এখন বলি নায়িকাদেরর মতোই তার পরিচিতি।
410
উরফি জাভেদ মানেই নতুন নতুন চমক। নোংরা কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। কেউ অশ্লীল, তো কেউ নোংরা বলে কটাক্ষ করেছেন উরফিকে। যদিও সমালোচনায় মোটেই কান দেন না অভিনেত্রী।
510
অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য সর্বদাই লাইমলাইটে থাকেন উরফি।প্রাক্তন বিগ বস প্রতিযোগি উরফি জাভেদের নয়া লুক নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। যা দেখে রেগে আগুন হয়েছেন ভক্তরা।
610
অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য একাধিকবার চরম কটাক্ষের মুখে পড়েছেন উরফি জাভেদ। অন্তর্বাস ছাড়াই রাস্তায় বেরিয়ে শোরগোল ফেলে দিয়েছেন উরফি। শুধু প্যান্ট পরে রাস্তায় বেরোতেই ধেয়ে এসেছে কটাক্ষ।
710
লাল চুল, ঠোঁটে লিপস্টিক, বক্ষযুগল মোড়া স্টার ও লাভসাইন দিয়ে। সাহসী পোশাকে নতুন ফোটোশ্যুটের ছবি শেয়ার করতেই নিমেষে তা ভাইরাল হয়েছে। ফ্যাশনিস্তাকে দেখে ছিঃ ছিক্কারে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। উরফির এই পোশাক এবং সাজগোজ দেখে লাইক ও কমেন্টের সংখ্যা আকাশছোঁয়া। লাল চুলে পেত্নি তকমা জুটেছে উরফির। তবে উরফি কোনও মন্তব্য করেননি।
810
মন যেটা চায়, সেটাই তিনি করেন। তাকে আটকানোর সাধ্য কারোর নেই। কারণ ফ্যাশন নিয়ে তার মতো এক্সপেরিমেন্ট আর কে-ই বা করে। তাকে নিয়ে চর্চা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা।
910
সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী ফাইজান আনসারির থেকে আইনি নোটিশ পেলেন ফ্যাশনিস্তা,এমনকী মুম্বই ছাড়া করানোর হুমকী পেলেন উরফি। ফাইজান জানিয়েছেন, উরফি জাভেদ যদি মুম্বইয়ে থাকতে চান, তাহলে তাকে তার সীমা ও শর্ত পরিবর্তন করতে হবে। অন্যথায় তাকে থাকতে দেওয়া হবে না।
1010
এবার উরফির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন ফাইজান। ফাইজানের মতে, উরফি জাভেদ ইসলামকে অপমান করেছেন। ইতিমধ্যেই বিষয়টি আদালতে পৌঁছেছে। ফাইজান সংবাদমাধ্যমেও জানিয়েছেন, উরফির সঙ্গে দীর্ঘদিন ধরেই লড়াই চলছে। অনেক মসজিদ ও কবরস্থানেও চিঠি দিয়েছি। এমনকী দিল্লি ও মুম্বইতে চিঠি দিয়েছি। উরফিকে নোংরা মেয়ে বলেও মন্তব্য করেছেন। এমনকী তাকে সতর্ক করে এও বলে দিয়েছেন জীবনধারা পরিবর্তন না করলে তিনি তাকে মুম্বইতে থাকতে দেবেন না।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।