সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী ফাইজান আনসারির থেকে আইনি নোটিশ পেলেন ফ্যাশনিস্তা,এমনকী মুম্বই ছাড়া করানোর হুমকী পেলেন উরফি। ফাইজান জানিয়েছেন, উরফি জাভেদ যদি মুম্বইয়ে থাকতে চান, তাহলে তাকে তার সীমা ও শর্ত পরিবর্তন করতে হবে। অন্যথায় তাকে থাকতে দেওয়া হবে না।