১ বছরে পা দিল একরত্তি মেয়ে মালতী, ধামাকাদার সেলিব্রেশন কীভাবে করলেন নিয়াঙ্কা, জানালেন তারকা জুটি

চোখের পলকে যেন বছর পার। দেখতে দেখতে এক বছরে পা রাখল নিক-প্রিয়ঙ্কার একরত্তি মেয়ে মালতি মেরি চোপড়া জোনাস। প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের মেয়ে মালতীর জন্মদিন কীভাবে সেলিব্রেট করলেন তারকা দম্পতি, তা ফাঁস করলেন নিক জোনাস ।

 

Web Desk - ANB | Published : Jan 14, 2023 1:25 PM
110


সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। মধ্য রাতেই নিজের ইনস্টাগ্রামে মা হওয়ার খুশির খবর সকলের সঙ্গে শেয়ার করে নিলেন গ্লোবাল আইকন প্রিয়ঙ্কা চোপড়া। মা  হওয়ার পর থেকেই তাকে ঘিরে অনুরাগীদের কৌতুহল তুঙ্গে।
 

210


বছর ৪০ এর কোঠায় হলেও বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা  চোপড়া । সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। 

310


দেখতে দেখতে এক বছরে পা রাখল নিক-প্রিয়ঙ্কার একরত্তি মেয়ে মালতি মেরি চোপড়া জোনাস। প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের মেয়ে মালতীর জন্মদিন কীভাবে সেলিব্রেট করলেন তারকা দম্পতি, তা ফাঁস করলেন নিক জোনাস ।
 

410

একবারে নিজেদের স্টাইলে মেয়ের প্রথম জন্মদিন সেলিব্রেট করেছেন এই তারকা দম্পতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালতীর জন্মদিনের কথা ফাঁস করেছেন নিক জোনাস। জন্মানের সময়ের প্রায় ৩ মাস আগে সন্তানের জন্ম হয়েছে নিয়ঙ্কার। সেই কারণেই নিক-প্রিয়ঙ্কার কন্যাসন্তানকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

510

এপ্রিল মাসেই সন্তান প্রসবের কথা ছিল। কিন্তু তার ৩ মাস আগেই সন্তানের জন্ম দিয়েছেন সারোগেট মা। এবং সেই কারণেই চিকিৎসকদের কাছে  হাসপাতালেই থাকতে হয়েছিল একরত্তিকে। মালতির জন্মের ১০০ দিন পর তাকে বাড়িকে নিয়ে আসেন প্রিয়ঙ্কা চোপড়া।
 

610


বিশ্বের সবচেয়ে ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন প্রিয়ঙ্কা চোপড়া। কখনও লস অ্যাঞ্জেলস, তো কখনও লন্ডন-এইভাবে নিজেকে ব্যস্ত রেখেছেন প্রিয়ঙ্কা চোপড়া। তবে কাজ-ব্যস্ততা সব সামলেও বেশিরভাগ সময়টা মেয়ে মালতীর সঙ্গেই কাটান প্রিয়ঙ্কা চোপড়া। 

710

তাদের সন্তানকে একঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।  মেয়ের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করলেও মালতির মুখ আড়ালেই রেখেছেন প্রিয়ঙ্কা চোপড়া।  কাজের ফাঁকে এইভাবেই মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রিয়ঙ্কা চোপড়া। মা ও মেয়ের আদুরেপনার ছবি নেটদুনিয়ার হটকেক।
 

810


মালতির ছয় মাস থেকেই নতুন বাবা ও মা  প্রতিটা আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করে চলেছেন নেটদুনিয়ার পাতায়। মালতির প্রথম জন্মদিন সম্পর্কে বলতে গিয়ে নিক জানিয়েছেন , সপ্তাহান্তে ১ বছর পা দিয়েছে মেয়ে মালতী। আমরাও উদযাপন করেছি।

910

নিক সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, মালতী জীবনের শুরুতেই একটা কঠিন সময় পেরিয়ে এসেছে। তাই আমাদের স্টাইলেই উদযাপন করেছি। ও একমাত্র সুন্দর, আশ্চর্যজনক, সবচেয়ে সেরা। সকলেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন একরত্তিকে।

1010

বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে সরগরম বি-টাউন। বর্তমানে বলিউডের গ্লোবাল আইকন প্রিয়ঙ্কা চোপড়া। যিনি শুধু বলিউডে নয়, হলিউডেও নিজের কাজের প্রশংসা কুড়িয়েছেন। নিজের চেয়ে বয়সে ১০ বছরের ছোট হলিউড পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে লস অ্যাঞ্জেলসে রয়েছেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা। কিছু না কিছু করেই হোক লাইমলাইটে থাকতে পছন্দ করেন প্রিয়ঙ্কা চোপড়া।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos