নিজের হাতেই সব চুল কেটে ফেললেন হিনা খান! অভিনেত্রীর মায়ের কান্না দেখে চোখে জল নেটিজেনদের

Published : Jul 04, 2024, 09:17 PM IST
Hina Khan

সংক্ষিপ্ত

নিজের হাতেই সব চুল কেটে ফেললেন হিনা খান! অভিনেত্রীর মায়ের কান্না দেখে চোখে জল নেটিজেনদের

নিজের হাতে সমস্ত চুল কেটে ফেলেছেন হিনা খান! স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী। মারণ রোগের আক্রান্ত হওয়ার খবর নিজেই শেয়ার করেছিলেন সমাজ মাধ্যমে। নেওয়া হয়ে গিয়েছে প্রথম কেমোও।

এবার নিজের হাতে সমস্ত চুল কেটে ফেললেন অভিনেত্রী। সেই ভিডিও দেখেই চোখে জল চলে এল অনুরাগীদের। নিজের হাতে চুল কাটছেন আর সেই ভিডিও সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন হিনা।

বরাবরই ভীষণ মনের জোর রয়েছে তাঁর। নিজের অসুস্থ হওয়ার খবর সমাজ মাধ্যমে দিয়ে বলেছিলেন 'আমি জিতবই'।

ভিডিওতে দেখা গিয়েছে বাড়িতেই হেয়ার ড্রেসারের সাহায্য নিয়ে নিজের চুল কাটছেন হিনা। তবে গোটা ভিডিওতে হিনা হাসিমুখে থাকলেও। মেয়েকে চুল কাটতে দেখে কেঁদে ফেলেছেন তাঁর মা। মাকে কাঁদতে দেখে হিনা বলেছেন, " এতো শুধু চুল, তুমিও তো কতবার চুল ছোট করেছো।"

 

 

ভিডিওটি শেয়ার করে হিনা লিখেছেন, 'মায়ের কান্না আপনারা শুনতে পাচ্ছেন। জীবনে যা কল্পনা করার সাহসও হয়নি, আজ তার সাক্ষী থাকলেন তিনি। এই কঠিন রোগের সঙ্গে লড়ছেন বহু মানুষ। বিশেষ করে মহিলাদের জন্য এই লড়াই আরও কঠিন। আমাদের জন্য চুলটাই মুকুটের মতো। এই মুকুট আমরা কখনওই খুলে ফেলতে চাই না। কিন্তু কঠিন লড়াই লড়তে গেলে নিজের গর্ব ও নিজের মুকুট মাথা থেকে খুলে ফেলতে হয়। এই লড়াই জিততে গেলে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আর আমি এই লড়াই জয় করার সিদ্ধান্ত নিয়েছি।" হিনা আরও বলেছেন, " চুল ফের গজাবে, ভ্রুও গজাবে, কিন্তু মনের জোর একই থাকবে। ঈশ্বর আমাকে জয়ী হওয়ার শক্তি দিন। আমার জন্য প্রার্থনা করুন"।

PREV
click me!

Recommended Stories

শীঘ্রই আসছে '৩ ইডিয়টস'-র সিক্যুয়েল, নতুন ছবির নাম বিরাট চমক, প্রকাশ্যে এল নয়া তথ্য
ট্রেলার জুড়ে ভরপুর প্রেম কাহিনী, মুক্তি পেল কার্তিক-অনন্যা অভিনীত 'তু মেরি ম্যায় তেরা' ছবির ট্রেলার