ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিশ্বব্যাপী তার প্রচুর ফলোয়ার, কখনো উন্মুক্ত বক্ষ বিভাজিকায় তো কখনো টোনড ফিগারে দর্শকদের নজর কাড়েন তিনি, তিনি আর কেউ নন, সুপারস্টারদের কাইলি জেনার। কারদাশিয়ান এই তারকা বরাবরই বিনোদন খবরের শিরোনামে জায়গা দখল করে থাকেন তার সেক্সি আউটফিটে। তার খুল্লামখুল্লা পোশাক এবং লোভনীয় ফটো দিয়ে ভক্তদের মুগ্ধ করতে কখনই ব্যর্থ হন না কাইলি। পোষাক দিয়ে নজর তো কাড়েন পাশাপাশি কাইলি কসমেটিকসের প্রতিষ্ঠাতাও তিনি।
24
কাইলি জেনার
দুই সন্তানের মা কাইলি মঙ্গলবার ব্রুকলিন মিউজিয়ামের মাগলার কোটারিসিম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন রত্নখচিত মুকুট এবং একটি কালো গাউন পরে। কাইলির এই আউটফিটে সকলের নজর চুরি করেন তিনি।
34
কাইলি জেনার
প্রয়াত ফরাসি ডিজাইনার থিয়েরি মাগলার যিনি মৃত্যুর আগে পর্যন্ত "গ্ল্যামাজন" হিসাবে উল্লেখিত ছিলেন, তারই রাজকীয় কালেকশনের একটি পোশাক উক্ত অনুষ্ঠানে পরার জন্য বেছে নিয়েছেন কার্দাশিয়ান তারকা।
44
কাইলি জেনার
কাইলি, যিনি নিজেকে ইনস্টাগ্রামে নিজেকে "মাগলার কিং" বলে অভিহিত করেন, তিনি এদিন কালো,গাউনের সাথে দামি পাথর খচিত হেডপিস পড়েন যার সঙ্গে ছিল পালকযুক্ত মারমেইড-স্টাইলের সিলুয়েট এবং পশম দিয়ে ছাঁটা লম্বা কালো গ্লাভস।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।