Ileana D’Cruz: প্রকাশ্যে আনলেন প্রেমিকের ছবি, ভক্তদের সঙ্গে পরিচয় করালেন তাঁর হবু সন্তানের বাবার সঙ্গে

বিতর্ক চলছে দীর্ঘদিন। এবার প্রকাশ্যে এল ইলিয়ানা ডিক্রুজের প্রেমিকের ছবি। সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।

বেশ কিছুদিন ধরে খবরে ইলিয়ানা ডিক্রুজ। কদিন আগে নিজেই জানান তা মা হওয়ার কথা। একটি ছবি পোস্ট করে ঘোষণা করেছিলেন, তিনি গর্ভবতী। এদিকে ইলিয়ানা ডিক্রুজের বিয়ের ছবি কখনও সামনে আসেনি। তাই কার সন্তানের মা হচ্ছেন তিনি, তা নিয়ে সকলের মনে জেগেছে প্রশ্ন। এই সকল বিতর্ক চলছে দীর্ঘদিন। এবার প্রকাশ্যে এল ইলিয়ানা ডিক্রুজের প্রেমিকের ছবি। সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।

ইলিয়ানা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, একজন বিদেশী ছেলের পাশে বসে ইলিয়ানা। বিভিন্ন ভঙ্গীতে ছবি তুলেছেন নায়িকা। তলায় লেখা ডেট নাইট। ছবিতে ইলিয়ানার প্রেমিকের পরনে কালো রঙের শার্ট। আর নায়িকা পরেছেন লাল পোশাক। ঠোঁটে লাল গাঢ় লিপস্টিক আর চুল খোলা।

Latest Videos

এই ছবি পোস্ট করতেই তা ভাইরাল হয়েছে। সকলের মনের প্রশ্ন দূর হয়েছে। সকলেই জানতে চেয়েছিলেন ইলিয়ান প্রেমিক কে। এবার মিলল এই প্রশ্নের উত্তর।

এদিকে কদিন আগে ইলিয়ানা নিজের প্রেগনেন্সি জার্নির ছবি পোস্ট করেন এবং সঙ্গীর প্রশংসাও করেন। লেখেন, আমি ভাবিনি যে আমি এই অভিজ্ঞতার জন্য যথেষ্ট ভাগ্যবান হব। তাই আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আপনার ভিতরে বেড়ে ওঠা একটি জীবন অনুভব করাটা কতটা সুন্দর তা আমি বর্ণনা করা কঠিন। বেশিরভাগ দিন আমি আমার বাম্পের দিকে তাকিয়ে অনুভূত হয়ে যাই। আমি শীঘ্রই আপনার সঙ্গে দেখা করব।

তিনি আরও লেখেন, যে দিনগুলো আমি নিজের প্রতি সদয় হতে ভুলে যাই, এই সুন্দর মানুষটি সতর্ক হয়ে যাম। তিনি আমাকে ধরে রেখেছেন, যখন তিনি অনুভব করেন আমি ভাঙতে শুরু করেছি। আমার চোখের জল মুছে দেয়। আমাকে হাসায়। সে জানে কোন মুহূর্তে আমার কী প্রয়োজন। সব কিছু আর এত কঠিন মনে হয় না।

বিয়ের আগে মা হওয়ার সাহস দেখিয়ে সকলের নজর কেড়েছে নায়িকা। নিজেই নিজের গর্ভাবস্থার কথা জানিয়েছেন। একটি ছবি পোস্ট করে সে কথা জানিয়েছিলেন। সেই ছবিতে দেখা গিয়েছিল, মাম্মা লেখা একটি লকেট। এই ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘তোমাকে দেখার অপেক্ষায় আছি আমার ছোট্ট সোনা।’ এর পর থেকে তাঁর ব্যক্তিগত জীবন রয়েছে খবরের শীর্ষে। সকলেই তাঁর প্রেমিককে দেখার অপেক্ষায় ছিলেন। সে সাধ অবশেষে পূরণ হল।

 

আরও পড়ুন

Nabanita Das: পরনে নীল শাড়ি, হাতে শাঁখা ও পলা- এমন সাজে ছবি পোস্ট করতেই কটাক্ষের শিকার নবনীতা

কঠিন সময় পাশে ছিল না কেউ, সহকর্মীদের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন রাহুল রায়

Parineeti-Raghav: প্রকাশ্যে রিসেপশনের ভেনু, দেখে নিন কোথায় হবে রাঘব ও পরিণীতির রিসেপশন পার্টি

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মেয়রের গ্রেফতারের দাবীতে পথে শুভেন্দু
Narendra Modi : গ্রামবাসীদের জন্য বিশেষ সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন কী বললেন তিনি
'যা করার প্রথম পাঁচ দিনে করে দিয়েছে মমতার পুলিশ', সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হতেই মন্তব্য সুকান্তর
ফের উত্তপ্ত! BGB-কে তাড়া করল গ্রামবাসীরা, ছুটে আসলো BSF | India Bangladesh | Malda | Bangla News
RG Kar কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সাজা ঘোষণা সোমবার | RG Kar case update today | Sanjay Roy