নো ফোন পলিসি থাকছে বিয়েতে, এক ঝলকে দেখে নিন সিড-কিয়ারার বিয়ের খুঁটিনাটি

Published : Feb 07, 2023, 10:19 AM IST
siddharth kiara

সংক্ষিপ্ত

২০২১ সালে বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল। তাদের বিয়েতে ছিল এই নো ফোন নীতি। অথিয়া শেঠি ও কেএল রাহুল সম্প্রতি এই নিয়মই অনুসরণ করে বিয়ে করেছেন। তেমনই সিদ্ধার্থ ও কিয়ারাও হাঁটলেন একই পথে।

দীর্ঘ জল্পনার পর আজ সাত পাকে বাঁধা পড়বেন সিড কিয়ারা। সম্পন্ন হলে বলিউডের আরও এক গ্র্যান্ড ওয়েডিং। ৫ ফেব্রুয়ারি থেকে চলছে উৎসব। মেহেন্দি, সঙ্গীতের পর এবার বিয়ের পালা। সূর্যগড় প্রসাদে বসেছে বিয়ের আসর। ঘনিষ্ঠি বন্ধু ও আত্মীয়ের উপস্থিতিতে বিয়ে করবেন তারা। মাত্র ১০০ জনের উপস্থিতিতে বিয়ে করবেন তার। বিয়েতে নিমন্ত্রিতদের জম্য বিলাসবহুল বন্দোবস্ত করছেন সিদ্ধার্থ ও কিয়ারা। এই কারণে ৮০টি বালাসবহুল ঘর নিয়েছেন তারা। যার ভারা শুরু ২০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা পর্যন্ত। তবে বিয়ের অনুষ্ঠনে যোগ দিতে গেলে বিশেষ নীতি মেনে চলতে হবে অতিথিদের। থাকছে নো ফোন নীতি।

২০২১ সালে বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল। তাদের বিয়েতে ছিল এই নো ফোন নীতি। অথিয়া শেঠি ও কেএল রাহুল সম্প্রতি এই নিয়মই অনুসরণ করে বিয়ে করেছেন। তেমনই সিদ্ধার্থ ও কিয়ারাও হাঁটলেন একই পথে। এখন প্রশ্ন হল কী এই নো ফোন নীতি? বিয়ের নিয়ম অনুসারে, সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন না অতিথিরা। বিয়েতে উপস্থিত সকল সদস্য, হোটেল কর্মী কেউই মোবাইল ফোন থেকে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় দিতে পারবেন না বলে জানা গিয়েছে।

এদিকে, জাঁকজমক পূর্ণ আয়োজন করা হয়েছে কিয়ারা-সিড-র বিয়েতে। বিয়ের মেনু থেকে ডেকরেশন- সবেতে থাকছে চমক। মেনুতে যেমন থাকবে ডাল বাটি চুর্মা তেমনই চীনা, থাই ও কোরিয়ান খাবারের কাউন্টার আছে। আছে ২০ ধরনের ডেজার্ট। তেমনই প্রাসাদ সাজানো হয়েছে বিশাল জাঁকজমক ভাবে। শাড়ি ও লেহরিয়া দোপাট্টার স্টল, হস্তশিল্প-সহ নানান স্টল আছে।

তেমনই ইতিমধ্যে সকলেই পৌঁছে গিয়েছেন বিয়ের আসরে। করণ জোহর, শাহিদ কাপুর, মীরা রাজপুত, আকাশ আম্বানি, ঈশা আম্বানি, জুহি চাওলা থেকে আরও অনেকে। সিদ্ধার্থ ও কিয়ারা-র বিয়েতে অতিথিদের জন্য রয়েছে বিশেষ আয়োজন। মরুভূমি সফল থেকে শুরু করে খাবার স্টল- সবেতে চমক রয়েছে এই সিদ্ধার্থ ও কিয়ারার অনুষ্ঠানে। আজ জয়সলমীরের প্রাসাদে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই দুই। আজ সম্পন্ন হবে গ্র্যান্ড ওয়েডিং। আজ বিয়েতে রয়েছে নানান আয়োজন। আর কয়েক ঘন্টা পরই সাত পাকে বাঁধা পড়বেন তারা। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে অনু্ষ্ঠান। মেহেন্দি, সঙ্গীত শেষে আজ সাত পাকে ঘোরার পালা।

 

আরও পড়ুন

কেমন ছিল সিড-কিয়ারার সঙ্গীত, দেখে নিন কী ছিল প্লে লিস্টে, কেই-বা করল পারফর্ম

নতুন সংসার পাতবেন জুহুর এক বাংলোতে, দেখে নিন তাঁদের নতুন বাড়ির মূল্য কত

সিদ্ধার্থ-কিয়ারার জুটি নিয়ে বিশেষ মন্তব্য, দেখে নিন কী বললেন জুহি চাওলা

 

PREV
click me!

Recommended Stories

কিক ২-এর ভিলেনের চরিত্রে দেখা দেবেন কে? সামনে এল বড় আপডেট, জেনে নিন এক ক্লিকে
Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল