কেমন ছিল সিড-কিয়ারার সঙ্গীত, দেখে নিন কী ছিল প্লে লিস্টে, কেই-বা করল পারফর্ম

সঙ্গীতের অনুষ্ঠান ছিল বেশ জাঁক-জমক পূর্ণ। সেলেবদের পরিবার নববধূর জন্য একটি বিশেষ পারফরম্যান্স রেখেছিল। তেরা গোরি নল থেকে রাঙ্গসারি পর্যন্ত গান বেজেছে সঙ্গীতে। বেজেছে রাঁঝা, মন ভররায়া, কাভি তুমে, তেরা বান জাউঙ্গা, সে না-র মতো গান বেজেছে পর পর।

আর কয়েক ঘন্টা পরই সাত পাকে বাঁধা পড়বেন তারা। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে অনু্ষ্ঠান। মেহেন্দি, সঙ্গীত শেষে আজ সাত পাকে ঘোরার পালা। সিড-কিয়ারা তাদের বিয়েছে গ্র্যান্ড আয়োজন করেছেন। বিয়ের আসর বসছে রাজস্থানের ঐতিহ্যবাহী সূর্যগড় প্যালেসে। সবেতেই যেন রাজকীয় ছোঁয়া থাকছে। সূর্যগড় প্রাসাদ মাত্র ১০০ জনের উপস্থিতিতে বিয়ে করবেন তার। বিয়েতে নিমন্ত্রিতদের জম্য বিলাসবহুল বন্দোবস্ত করছেন সিদ্ধার্থ ও কিয়ারা। এই কারণে ৮০টি বালাসবহুল ঘর নিয়েছেন তারা। যার ভারা শুরু ২০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা পর্যন্ত।

সিদ্ধার্থ ও কিয়ারা দুজনই ফিল্মি দুনিয়া বেশ জনপ্রিয়। দুজনের একাধিক হিট দিয়েছেন বলিউডে। ফলে তাদের বিয়ে নিয়ে দর্শকদের যে আগ্রহ থাকবে তা বলার অপেক্ষা রাখে না। এদিন সঙ্গীতের অনুষ্ঠান ছিল বেশ জাঁক-জমক পূর্ণ। সেলেবদের পরিবার নববধূর জন্য একটি বিশেষ পারফরম্যান্স রেখেছিল। তেরা গোরি নল থেকে রাঙ্গসারি পর্যন্ত গান বেজেছে সঙ্গীতে। বেজেছে রাঁঝা, মন ভররায়া, কাভি তুমে, তেরা বান জাউঙ্গা, সে না, মেহেন্দি লাগাকে রাখা, সাজন জি ও পাতিয়ালা পেগে-র মতো গান বেজেছে পর পর। গ্র্যান্ড আয়োজন করা হয়েছিল

Latest Videos

এদিকে ২০১৮ সালে লাস্ট স্টোরি ছবির পার্টিতে সাক্ষাৎ হয়েছিল কিয়ারা ও সিদ্ধার্থের। শের শাহ ছবি থেকে বাড়ে ঘনিষ্ঠতা। ২০১৯ সালে নতুন বছরের ছুটি উপভোগ করতে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন তারা। দীর্ঘদিন সম্পর্কে থাকলেও জনসমক্ষে প্রেম নিয়ে কিছু বলেননি। একবার কফি উইথ করণের অনুষ্ঠানে সিদ্ধার্থ বলেন, কিয়ারা আডবানির নম্বর তার ফোনে কি নামে সেভ করে। জানিয়েছিলেন তাঁর ফোনে স্পিড ডায়েলে নাকি আছে কিয়ারার নম্বর। এদিকে একবার কপিল শর্মার শো-তে কিয়ারাকে কপিল প্রশ্ন করেছিলেন তাঁর ব্যক্তিগত জীবন নয়। কিয়ারা বলেছিলেন, বিয়ের পর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললেন তিনি।

সে যাই হোক, এদিকে বিয়ের পর এদের পর নানা পরিকল্পনা রয়েছে। বিয়ের পর জুহুতে শিফট করবে তাঁরা। সেখানে সমুদ্রমুখী বাংলোতে বাঁধতে নতুন সংসার। এক রিপোর্ট অনুসারে ৩,৫০০ বর্গফুটের বাংলোতে নতুন সংসার বাঁধতে চলেছেন তাঁরা। সম্পত্তির মূল্য প্রায় ৭০ কোটি। এই বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত এখনও পালি পাহাড়ের বাড়িতেই থাকবেন তারা। সে যাই হোক, এখন সকলেই সিড-কিয়ারার বিয়ের দিকে তাকিয়ে।

 

আরও পড়ুন

নতুন সংসার পাতবেন জুহুর এক বাংলোতে, দেখে নিন তাঁদের নতুন বাড়ির মূল্য কত

সিদ্ধার্থ-কিয়ারার জুটি নিয়ে বিশেষ মন্তব্য, দেখে নিন কী বললেন জুহি চাওলা

কত কোটির মালিক করিনা কাপুর, সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে আপনারও

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury