অনুষ্কা শর্মা
এই তালিকায় আছেন অনুষ্কা। নিজেকে কীভাবে সুস্থ রাখেন, তা প্রায়শই জানিয়ে থাকেন ভক্তদের। নিজের জিমের ছবি যেমন পোস্ট করেন, তেমনই নিজের যোগা অনুশীলনের ছবি পোস্ট করেও বারে বারে খবরে এসেছেন অনু্ষ্কা শর্মা। গর্ভাবস্থাতেও সুস্থ থাকতে যোগা করতেন অনুষ্কা। তার ঝলক মিলেছে সোশ্যাল মিডিয়ায়।