Published : Jun 21, 2023, 09:49 AM ISTUpdated : Jun 21, 2023, 10:40 AM IST
পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস। সাধারণ মানুষ থেকে প্রধানমন্ত্রী, সকলে আজ অংশ নিয়েছেন যোগ দিবসের অনুষ্ঠানে। এই বিশেষ দিনে রইল ১০ বলি তারকার কথা। এই সকল তারকা প্রায়শই যোগার কারণে খবরে আসেন।
যোগা হল মালাইকার সৌন্দর্য ও ফিটনেসের সিক্রেট। প্রায়শই নিজের যোগার অনুশীলনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খবরে আসেন মালাইকা। বিভিন্ন যোগা পোজের ছবি শেয়ার করে থাকেন নায়িকা।
210
শিল্পা শেট্টি
নিজের ফিটনেসের কারণে প্রায়শই খবরে আসেন শিল্পা শেট্টি। আর তাঁর ফিটনেস সিক্রেট হল যোগা। যোগার ওপর বইও লিখেছেল শিল্পা শেট্টি। প্রায়শই নিজের যোগার অনুশীলনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খবরে আসেন শিল্পা।
310
করিনা কাপুর খান
মেদ কমাতে হোক কিংবা ফিট থাকতে যোগার ওপর ভরসা করেন করিনা কাপুর খান। প্রায়শই নিজের যোগার অনুশীলনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খবরে আসেন। ফিট থাকতে নিয়মিত যোগা করেন নায়িকা।
410
সুস্মিতা সেন
শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকতে যোগার ওপর ভরসা করেন সুস্মিতাও। তিনি নিয়মিত যোগা করে থাকেন। তাঁর যোগাসনের ঝলক প্রায়শই মেলে সোশ্যাল মিডিয়ায়। নিজের অনুশীলনের ছবি একাধিকবার পোস্ট করতে দেখা গিয়েছে নায়িকাকে।
510
আলিয়া ভাট
ফিটানেস ফ্রিক নায়িকার তালিকায় আছেন আলিয়া। নিজেকে সুস্থ ও ফিট রাখতে যোগার ওপর ভরসা করেন। তিনি প্রায়শই নিজের যোগা অনুশীলনের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। শরীর ও মন উভয় সুস্থ রাখতে যোগাই তার কাছে একমাত্র অস্ত্র।
610
মীরা রাজপুর
শাহিদ পত্নী ও মডেল মীরা নিজের ফিটনেসের জন্য প্রায়শই থাকেন খবরে। সুস্থ থাকার জন্য নিয়মিত যোগা করেন মীরা। তাঁর ফিটনেস ও বিউটি সিক্রেট হল যোগা। একথা একাধিক বার নিজেই জানিয়েছিলেন নায়িকা।
710
মৌনি রায়
আকর্ষণীয় চেহারার জন্য সব সময় খবরে থাকেন মৌনি। শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকতে যোগার ওপর ভরসা করেন মৌনিও। তিনি নিয়মিত যোগা করে থাকেন। তাঁর যোগাসনের ঝলক প্রায়শই মেলে সোশ্যাল মিডিয়ায়।
810
সোনম কাপুর
শরীর চর্চা নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করেন সোনমও। যতই ব্যস্ততা থাকুক না কেন, নিজের স্বাস্থ্যের দিকে সব সময় খেয়াল রাখেন। আর নিজেকে সুস্থ রাখার হাতিয়ার হল যোগা। নিয়মিত যোগা অনুশীলন করে খবরে আসেন সোনম কাপুর।
910
রকুল প্রীত সিং
ফিটানেস ফ্রিক নায়িকার তালিকায় আছেন রকুল প্রীত সিং। নিজেকে সুস্থ ও ফিট রাখতে যোগার ওপর ভরসা করেন। একথা জানিয়েছেন নিজেই। একাধিকবার নিজের যোগা অনুশীলনের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। শরীর ও মন উভয় সুস্থ রাখতে যোগাই তার কাছে একমাত্র অস্ত্র।
1010
অনুষ্কা শর্মা
এই তালিকায় আছেন অনুষ্কা। নিজেকে কীভাবে সুস্থ রাখেন, তা প্রায়শই জানিয়ে থাকেন ভক্তদের। নিজের জিমের ছবি যেমন পোস্ট করেন, তেমনই নিজের যোগা অনুশীলনের ছবি পোস্ট করেও বারে বারে খবরে এসেছেন অনু্ষ্কা শর্মা। গর্ভাবস্থাতেও সুস্থ থাকতে যোগা করতেন অনুষ্কা। তার ঝলক মিলেছে সোশ্যাল মিডিয়ায়।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।