কী দেখে আপ নেতা রাঘবের প্রেমে পড়লেন পরিণীতি? সত্যিই কি বিয়ে পাকা হয়ে গেল প্রিয়ঙ্কার বোনের

রাজনীতির সঙ্গে ফের কি এক হতে চলেছে বলিউড। বলিপাড়ার অন্দরে কান পাতলেই আপ নেতা রাঘব ও পরিণীতির প্রেমের কেচ্ছা শোনা যাচ্ছে। তবে স্বরার মতো রাজনৈতিক প্রেমিক খুঁজে পেলেন পরিনীতি চোপড়া।

 

Web Desk - ANB | Published : Mar 27, 2023 5:22 PM
111

বলিউডের 'পরি'। পুরোনো ইমেজে ভেঙে সেক্সি মারকাটারি ফিগারে শরীরী উষ্ণতায় রীতিমতো ঝড় তুলেছেন পরিণীতি চোপড়া। ছবির থেকে প্রেম নিয়ে বেশি চর্চায় রয়েছেন পরিণীতি চোপড়া।

211

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে আপ নেতা রাঘব চাড্ডার সম্পর্ক নিয়ে জোর জলঘোলা শুরু হয়েছে। দুজনকে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে। মুম্বইয়ের রেস্তোরাঁয় বাইরেও হাসিমুখে পোজ দিয়েছেন অভিনেত্রী।

311

পরিণীতির প্রেমের জল্পনা শুনেই অনেকেই মনে করছেন স্বরার পথেই হাঁটতে চলেছেন বলি নায়িকা। ফের রাজনীতি ও বলিউডের এক হতে চলেছে। যুব নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করে যেমনটা করেছেন স্বরা ভাস্কর।

411

পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট রাঘবকেই নাকি মন দিয়েছেন পরিণীতি, তেমনটাই শোনা যাচ্ছে। বিলেত থেকে পড়াশোনা করে দেশে ফিরেছিলেন। অন্না হাজারের হাত ধরে মাত্র ২৩ বছর বয়সে রাজনীতির ময়দানে পা রাখেন।

511

পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট রাঘবকেই নাকি মন দিয়েছেন পরিণীতি, তেমনটাই শোনা যাচ্ছে। বিলেত থেকে পড়াশোনা করে দেশে ফিরেছিলেন। অন্না হাজারের হাত ধরে মাত্র ২৩ বছর বয়সে রাজনীতির ময়দানে পা রাখেন।

611

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে পঞ্জাবের ভোটেও জেতেন। ২০ হাজারের বেশি ভোটে জিতে বিধায়ক পদে নির্বাচিত হন এই যুব নেতা। ২০২২ সালে ২১ মার্চ মাত্র ৩৩ বছর বয়সে রাজ্যসভার কনিষ্ঠতম সাংসদ হিসেব শপথগ্রহণ করেন তিনি।

711

এতটা অল্প বয়সে রাজনীতিতে এসে সকলের মন জয় করে নিয়েছেন রাঘব। শুধু তাই নয় তারকাদের মতোই জনপ্রিয়তা রয়েছে রাঘবের। বর্তমানে টুইটারে প্রায় ৮ লক্ষ মানুষ ফলো করে রাঘবকে।

811

উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান রাঘব। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পাশ করে ফিরে রাজনীতিতে যোগ দেন রাঘব। তেমনই পরিণীতি চোপড়াও বিদেশে পড়াশোনা করেন।

911

তবে কি বিদেশে পড়াশোনার সূত্র ধরেই দুজনের আলাপ। ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিজনেস স্কুল থেকে পাশ করেছেন পরিণীতি। জানা যাচ্ছে, রাঘবের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব পরিণীতির। রাঘবের সঙ্গে বন্ধুত্ব থেকেই প্রেম হয়েছে।

1011

সূত্র বলছে, বিয়ের কথাবার্তাও নাকি পাকা হয়ে গিয়েছে। পরিবারে বিয়ের আলোচনা শুরু হয়েছে। খুব শীঘ্রই নাকি গাটছড়া বাঁধবেন। প্রেম নিয়ে প্রশ্নের মুখেও পড়েছেন আপ নেতা রাঘব।

1111

সূত্র বলছে, বিয়ের কথাবার্তাও নাকি পাকা হয়ে গিয়েছে। পরিবারে বিয়ের আলোচনা শুরু হয়েছে। খুব শীঘ্রই নাকি গাটছড়া বাঁধবেন। প্রেম নিয়ে প্রশ্নের মুখেও পড়েছেন আপ নেতা রাঘব।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos