Janhvi Kapoor: IFS আধিকারিকের চরিত্রে অভিনয় করবেন জাহ্নবী, প্রকাশ্যে এল নতুন ছবির খবর

ছবির নাম উলজ। স্পাই থিলার ছবি এটি। ছবিটি প্রযোজনা করেছেন জঙ্গলি পিকচার্স। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর।

ফের খবরে জাহ্নবী কাপুর। তবে, সাজপোশাক নিয়ে নয়। বেশ কিছুদিন পর নতুন পোশাক নিয়ে খবরে এলেন জাহ্নবী। জানা গিয়েছে আইএফএস-র চরিত্রে অভিনয় করবেন জাহ্নবী কাপুর। সদ্য প্রকাশ্যে এসেছে একটি ছবি। যেখানে শাড়ি পরে দেখা যাচ্ছে জাহ্নবীকে। তাঁর পরে নীল রঙের শাড়ি। খয়েরি রঙের মোটা পার। সঙ্গে পরেছেন ফুল স্লিভ ব্লাউজ। তাঁর পিছেন দাঁড়িয়ে কালো কোট পরে চারজন পুরুষ। সকলের বয়স বিভিন্ন।

এই ছবি প্রকাশ করেই নতুন ছবির কথা প্রকাশ্যে আনলেন জাহ্নবী। ছবির নাম উলাজ। স্পাই থিলার ছবি এটি। ছবিটি প্রযোজনা করেছেন জঙ্গলি পিকচার্স। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। ছবিতে জাহ্নবীর সঙ্গে অভিনয় করছেন গুলশান দেবাইয়া, রোশান ম্যাথিউ-সহ আরও অনেকে। ছবিটি পরিচালনা করছেন সুধাংশু সারিয়া। আর তাঁর পরিচালনায়ই আইপিএস-র ভূমিকায় অভিনয় করছেন তিনি। ২০২৩ সালে মে মাসে ফ্লোরে যাবে ছবিটি। এমনই জানা গিয়েছে।

Latest Videos

নিজের অভিনীত চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে দেখা গিয়েছে জাহ্নবীকে। প্রথম ধড়ক-এ ঘরোয়া একটি মেয়ের চরিত্রে দেখা যায়। এর পর গুঞ্জন সাক্সেনা দ্য কারগিল গার্ল ছবিতে দেখা যায় জাহ্নবীকে। ধর্মা প্রোডাকশন প্রযোজিত এই ছবিতে জাহ্নবী অভিনয় করেছিলেন বিমান বাহিনীর সদ্য হিসেবে। পাইলট গুঞ্জনের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এরপর মুক্তি পায় রুহি, গুড লাক জেরি, মিলি-র মতো ছবিতে দেখা যায় জাহ্নবীকে।

এদিকে গতকাল শরীরচর্চা নিয়ে খবরে এলেন জাহ্নবী। কমলা রঙের পোশাকে দেখা গেল জাহ্নবীকে। শরীর চর্চায় ব্যস্ত ছিল সে। কমলা টু পিস পরে দেখা গিয়েছে তাঁকে। এই ছবি মুহূর্তে ভাইরাল হয়। এছাড়াও মাঝে মধ্যে নিজের ফ্যাশন নিয়ে খবরে আসেন জাহ্নবী। যে কোনও ইভেন্টে তাঁর পোশাক নজর কাড়ে সকলের। তেমনই অনেক সময় তাঁর পোশাক নিয়ে তাঁকে কটাক্ষ শুনতে হয়। সদ্য একটি পোশাক পরে কটাক্ষ শুনতে হয়। অনেকে তাঁকে বলে উরফি মতো সাজগোজ করেছে সে। সে যাই, শীঘ্রই আসছে তাঁর নতুন ছবি। আইএফএস -র চরিত্রে অভিনয় করবেন জাহ্নবী, প্রকাশ্যে এল নতুন ছবির খবর। যেখানে শাড়ি পরে দেখা গিয়েছে তাঁকে। যিনি প্রস্তুতি নিচ্ছেন দুষ্টের দমে। সমাজের কালো দিক বেরিয়ে আসতে চলেছে ছবি দিয়ে। এমনই আন্দাজ করছেন সকলে। সে যাই হোক, আইপিএস-র ভূমিকায় জাহ্নবীকে দেখতে আগ্রহী সকলে।

 

 

 

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia