জেসমিন ভাসিন কন্টাক্ট লেন্সের কারণে দৃষ্টি শক্তি হারাতে বসেছেন, জানুন কী করে যত্ন নেবেন কর্নিয়ার

জেসমিন ভাসিন তাঁর দুটি চোখই ক্ষতিগ্রস্ত। ব্যান্ডেজ করা অবস্থায় রয়েছে। তিনি দৃষ্টি শক্তি হারাতে বসেছেন।

 

জেসমিন ভাসিন,জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রীদের মধ্য একজন। কিন্তু বর্তমানে তিনি চর্চায় তাঁর ক্ষতিগ্রস্ত চোখ নিয়ে। দিল্লিতে একটি ইভেন্টে কন্টাক্ট লেন্স পরার কারণে তাঁর কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমানে তাঁর দুটি চোখই ক্ষতিগ্রস্ত। ব্যান্ডেজ করা অবস্থায় রয়েছে। তিনি দৃষ্টি শক্তি হারাতে বসেছেন। বিনোদন দুনিয়ার সকলেই চশমার বদলে কন্টাক্ট লেন্স বেছে নেন। কিন্তু সেটাই কাল হল জেসমিন ভাসিনের। এখনও তাঁর চিকিৎসা চলছে।

তবে এখনই জেনেনিন কী করে আপনি কন্টাক্ট লেন্সের বিপদ এড়াবেন।

Latest Videos

কর্নিয়াল ক্ষতিঃ

কর্নিয়া হল চোখের স্বচ্ছ গম্বুজ আকৃতির অংশ। যা পিউপিল বা সামনের চেম্বারকে ঢেতে রাখে। যে কোনও আঘাত বা ক্ষতি থেকে বাঁচতে সাহায্য করে। । দৃষ্টিকে ফোকাস করার ক্ষেত্রে কর্নিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এর যে কোনো ক্ষতি হলে অস্বস্তি, দৃষ্টি সমস্যা এবং চোখের সম্ভাব্য গুরুতর অবস্থা হতে পারে।

কর্নিয়ার ক্ষতির কারণঃ

সংক্রমণ- ব্যাকটেরিয়া, ভাইরাল বা ছত্রাকজনিত সংক্রনণ কর্নিয়ার আলসার বা কেরাটাইটিস হতে পারে।

আঘাত থেকেও কর্নিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে। কর্নিয়ার ক্ষতি হতে চোখ শুষ্ক হয়ে যেতে পারে। বা সর্বদাই চোখ দিয়ে সর্বদাই জল গড়িয়ে আসে। রাসায়নিক পদার্থের সংস্পর্শে এলেও কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়।

কর্নিয়ার ক্ষতির লক্ষণঃ

চেখে ব্যাথা বা অস্বস্তি, লাল হয়ে যাবে চোখ, চোখ জ্বালা, ঝাপসা দৃষ্টি, চোখ দিয়ে জল পড়া।

কন্টক্ট লেন্স ব্যবহারকারীদের সতর্কতা

কর্নিয়ার ক্ষতি রুখতে কন্টক্ট লেন্সের ব্যবহার সতর্ক হতে করতে হবে।

১। হাত ও লেন্স পরিষ্কার করতে হবে। কন্টক্ট লেন্সে হাত দেওয়ার হাতে নিজের হাত পরিষ্কার করুন। অন্যকে আপনার লেন্স ধরতে দেবেন না। লেন্স নিয়মিত জীবাণুমুক্ত করুন।

কন্টাক্ট লেন্সকে একটি পরিষ্কার আর শুকনো কেসে সর্বদা রাখুন। পরিষ্কার আর তাজা সলিউশন দিয়ে সংরক্ষণ করুন। লন্সে কখনই জল দেবেন না।

নির্ধারিত সময়ই লেন্স এ কেস পরিবর্তন করতে হবে। পুরনো লেন্স আর কেসে ব্যাকটরিয়া থাকে। যা চোখের জন্য ক্ষতিকর।

সুইমিং পুল, গরম জলের টাব, ঝর্নায় স্নানের সময় কখনই কন্টাক্ট লেন্স পরবেন না। তাতে লেন্সেরও ক্ষতি আর চোখেরও ক্ষতি হবে।

চোখের অস্বস্তি হলে লেন্সে দ্রুত খুলে ফেলুন।

যারা কন্টাক্ট লেন্স পরেন তাদের নিয়মিত চোখের ডাক্তারের কাছে গিয়ে চোখের চেকআপ করাতে হবে।

 

Share this article
click me!

Latest Videos

ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
অশোকনগরে ট্রেন অবরোধে তুলকালাম! কেন এই পরিস্থিতি হল? দেখুন | Ashoknagar News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News