রইল জয়া বচ্চন অভিনীত সেরা ১০টি IMDB রেটিংয়ের ছবি, জেনে নিন তালিকায় আছে কোন কোন ছবি

Published : Apr 09, 2025, 03:15 PM IST

মধ্যপ্রদেশের জবলপুরে জন্ম নেওয়া জয়া বচ্চন ৭৭ বছর বয়সে পা দিলেন। তাঁর জন্মদিনে, তাঁর আইএমডিবি-র সবচেয়ে বেশি রেটিং পাওয়া সিনেমাগুলি সম্পর্কে জানানো হল। 

PREV
111
৭৭ বছর বয়সেও জয়া বচ্চন একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন। তাঁর কিছু সিনেমা আজও দর্শকদের খুব পছন্দের। জন্মদিনে দেখে নিন IMDB রেটিং-এ সেরা ছবি।
211
১. IMDB রেটিং-এ জয়া বচ্চনের 'কৌশিশ' সিনেমাটি প্রথমে রয়েছে। এই সিনেমার রেটিং ৮.৪। এই সিনেমায় জয়া কোনো সংলাপ বলেননি।
311
২. IMDB রেটিং-এ জয়া বচ্চনের দ্বিতীয় সিনেমা হল 'চুপকে চুপকে'। এই সিনেমার রেটিং ৮.৩। সিনেমাটি দর্শকদের আজও খুব পছন্দের।
411
৩. IMDB রেটিং লিস্টে জয়া বচ্চনের 'শোলে' সিনেমাটিও রয়েছে। 'শোলে' সিনেমার রেটিং ৮.১। এই সিনেমা আজও সকলে খুব পছন্দ করে।
511
৪. IMDB রেটিং-এ জয়া বচ্চনের 'বাবর্চি' সিনেমাটিও রয়েছে। এই সিনেমার রেটিং ৮.১। এই সিনেমাটি দর্শকদের মন জয় করেছে।
611
৫. IMDB রেটিং-এ জয়া বচ্চনের 'কাল হো না হো' সিনেমাটিও রয়েছে। এই সিনেমার রেটিং ৭.৯। এটি একটি অন্যতম জনপ্রিয় সিনেমা।
711
৬. জয়া বচ্চনের 'অভিমান' সিনেমাটি IMDB রেটিং-এ ষষ্ঠ স্থানে রয়েছে। এই সিনেমার রেটিং ৭.৮। এটি একটি জনপ্রিয় সিনেমা।
811
৭. জয়া বচ্চনের 'শোর' সিনেমাটিও IMDB রেটিং লিস্টে রয়েছে। এই সিনেমার রেটিং ৭.৬। এটি একটি অন্যতম জনপ্রিয় সিনেমা।
911
৮. জয়া বচ্চনের 'পরিচয়' সিনেমাটি IMDB রেটিং-এ অষ্টম স্থানে রয়েছে। এই সিনেমার রেটিং ৭.৬। এটি একটি অন্যতম জনপ্রিয় সিনেমা।
1011
৯. IMDB রেটিং-এ জয়া বচ্চনের ব্লকবাস্টার সিনেমা 'জঞ্জির'-ও রয়েছে। এই সিনেমার রেটিং ৭.৫। এটি একটি অন্যতম জনপ্রিয় সিনেমা।
1111
১০. ব্লকবাস্টার সিনেমা 'কাভি খুশি কাভি গম'-ও IMDB রেটিং লিস্টে রয়েছে। জয়া বচ্চনের এই সিনেমার রেটিং ৭.৪।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories