জয়া বচ্চন থেকে ইমতিয়াজ আলি- উপস্থিত ছিলেন মুম্বইয়ের দুর্গাপুজোতে, রইল ছবি

Published : Oct 23, 2023, 08:15 AM IST

দেবীর বোধন থেকে দশমীর সিঁদুর খেলা- সব নিয়েই খবরে আসে মুম্বইয়ের মুখার্জ্জি বাড়ির পুজো। আর এবছরও হল না তার অন্যথা। ঐতিহ্য বজায় রেখে এবারের পুজোতেও মিলল ঝলক। দেখা মিলল একাধিক তারকার।

PREV
110

পুজোর সপ্তমীর দিন সেখানে হাজির হয়েছিলেন কিয়ারা আডবানি। তিনি পরেছিলেন সবুজ রঙের একটি চুরিদার। সেদিন রানি মুখোপাধ্যায়ের সঙ্গে দেবী প্রতিমার সামনে পোজ দিতে দেখা যায় তাঁকে। এদিন ভাইরাল হয়েছিল রানি ও কিয়ারার ভোগ খাওয়ার ছবি।  

210

পুজোতে প্রায় রোজই দেখা যাচ্ছে রানি মুখোপাধ্যায়কে। সপ্তমীর দিন এমন সাদা ও সোনালী শাড়িতে হাজির হন রানি। সঙ্গে পরেছিলেন ভারী গয়না। 

310

উত্তর মুম্বইয়ের সার্বজনীন দুর্গাপুজোয় হাজির হয়েছিলেন ইমতিয়াজ আলি। পরিচালক ইমতিয়াজ আলিকে এদিন দেখা যায় জিন্স ও চেক শার্টে। তিনি সেখানে উপস্থিত হওয়ার পর দেবী প্রতিমার সামনে দাঁড়িয়ে পোজ দেন।  

410

মুম্বইয়ের পুজোয় উপস্থিত হন জয়া বচ্চন। কমলা ও রানি রঙের কম্বিনেশন করা শাড়িতে দেখা গিয়েছিল জয়াকে। চুল ছিল বাঁধা আর মাথায় খোঁপে। সেদিন মন্ডপে পৌঁছে কাজলের সঙ্গে আলাপ চারিতায় নজর কাড়েন জয়া।

510

পুজোয় উপস্থিত ছিলেন টলিউড স্টার রূপালী গঙ্গোপাধ্যায়। ছোটপর্দার বেশ পরিচিত মুখ তিনি। তিনি এদিন কমলা ও সবুজের কাজ করা শাড়িতে উপস্থিত হন। 

610

পুজোর দিন কাজলকে দেখা গিয়েছিল সবুজ শাড়িতে। তার ছেলে পরেছিল সাদা পায়জামা ও পঞ্জাবি। বোন ও ছেলেকে নিয়ে জয়া বচ্চনের সঙ্গে পোজ দিতে দেখা যায় কাজলকে। 

710

পুজোয় উপস্থিত ছিলেন সোমন চতুর্ভেদী। লাল শাড়িতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর ধুনুচি নাচের ছবিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। এদিন লাল শাড়িতে নজর কেড়েছিলেন সোমন। 

810

মা তনুজা ও বোন তানিশা মুখার্জীর সঙ্গে পোজ দেন কাজল। তনুজা পরেছিলেন হালকা সবুজ রঙের শাড়ি। তানিশা মুখার্জী পরেছিলেন গোলাপী শাড়ি। আর কাজলের পরনে ছিল সবুজ সিফন। তিনজনে মিলে ক্যামেরার সামনে পোজ দেন।  

910

পুরনো সহকর্মী ও বন্ধুদের সঙ্গে উত্তর মুম্বইয়ের সার্বজনীন দুর্গাপুজোয় পোজ দিতে দেখা যায় জয়াকে। এদিক খোস মেজাজে ছিলেন তিনি। দেবীর প্রতিমার সামনে দাঁড়িয়ে ছবি তোলেন। তেমনই মায়ের কাছে প্রার্থনাও করতে দেখা যায় তাঁকে।  

1010

উপস্থিত হন টিনা দত্ত। সাদা শাড়িতে দেখা গিয়েছিল তাঁকে। ছোট পর্দার বেশ পরিচিত মুখ টিনা। বহু সিরিয়ালে কাজ করেছেন। বলিউডের সঙ্গে সম্পর্কও দীর্ঘদিনে। এদিন মুম্বইয়ের পুজোয় উপস্থিত হতে দেখা যায় তাঁকে।   

Read more Photos on
click me!

Recommended Stories