‘ওয়ার ২’ নিয়ে জল্পনা তুঙ্গে, দক্ষিণী সুপার স্টারকে দেখা যাবে ছবিতে, থাকতে পারেন আলিয়া

টাইগার স্রফ হৃতিক রোশন পরিচালিত ‘ওয়্যার’ পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। এবার তৈরি হচ্ছে সেই ছবির সিক্যোয়েল। সেখানে অভিনয় করতে দেখা যাবে হৃতিককে। আর এই ‘ওয়্যার ২’ পরিচালনা করবেন অয়ন মুখোপাধ্যায়। তেমনই এটি যশরাজ ফিল্মসের ৭ নম্বর ছবি এটি।

বেশ কিছুদিন ধরে খবরে রয়েছে ‘ওয়ার ২’। শোনা যাচ্ছে, রণবীর ও আলিয়ার পর এবার হৃতিকের ছবি পরিচালনা করবেন অয়ন মুখোপাধ্যায়। ব্রক্ষ্মাস্ত্র ছবিতে নাগার্জুনা থেকে অমিতাভ বচ্চনের মতো হেভি ওয়েট স্টারদের পরিচালনা করেছিলেন অয়ন। এবার, হৃতিক রোশনকে পরিচালনায় দায়ভার পড়ল অয়ন মুখোপাধ্যায়ের কাঁধে। টাইগার স্রফ হৃতিক রোশন পরিচালিত ‘ওয়্যার’ পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। এবার তৈরি হচ্ছে সেই ছবির সিক্যোয়েল। সেখানে অভিনয় করতে দেখা যাবে হৃতিককে। আর এই ‘ওয়্যার ২’ পরিচালনা করবেন অয়ন মুখোপাধ্যায়। তেমনই এটি যশরাজ ফিল্মসের ৭ নম্বর ছবি এটি।

এই খবরের মাঝে ‘ওয়্যার ২’ নিয়ে এল এক আরও এক চমক। শোনা যাচ্ছে, এই ছবিতে দেখা যাবে জুনিয়ার এনটিআরকে। শুধু তাই নয়, ছবিতে জুটি বাঁধবেন হৃতিক রোশন ও আলিয়া ভাট। অর্থাৎ ছবিতে রয়েছে এক নয় একাধিক চমক।

Latest Videos

শোনা যাচ্ছে, নারী চরিত্র হিসেবে প্রধান ভূমিকার জন্য যে তিনটি নাম উঠে আসছে, ‘তা নিয়ে যশরাজ ফিল্মের অন্দরেও আলোচনা চলছে বলে জোর গুঞ্জন তৈরি হয়েছে।’ সে যাই হোক, হৃতিক রোশন, আলিয়া ভাট, জুনিয়ার এনটিআরকে এক সঙ্গে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন সকলে।

এর আগে ‘ওয়ার’ ছবিতে হৃতিকের সঙ্গে দেখা গিয়েছিল টাইগার শ্রফকে। সঙ্গে ছিলেন বাণী কাপুর। ছবিতে জমিতে অ্যাকশন করেছিলন হৃতিক ও টাইহার। ২০১৯ সালের ২ অক্টোবার মুক্তি পায় ‘ওয়ার’। ২০১৭ সালে যশ চোপড়ার জন্মবার্ষিকীতে যশ রাজ ফিল্মস হৃতিক ও টাইগার শ্রফকে নিয়ে নতুন ছবি নির্মানের কথা ঘোষণা করে। এরপর ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে শুরু হয় ছবির কাজ। ২০১৯ সালে মুক্তি পায় ‘ওয়ার’। সিদ্ধার্থ আনন্দ পরিচালনা করেছিলেন ছবিটি। সেই ছবির সাফল্যের পর আসছে ‘ওয়ার ২’। সিক্যোয়েল এই ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা আছে তুঙ্গে। আবার শোনা যাচ্ছে, এই ছবিতে কাজ করবে দক্ষিণী সুপারস্টার। শোনা যাচ্ছে, জুনিয়ার এনটিআরকে দেখা যাবে এই ছবিতে। সঙ্গে থাকবেন হৃতিক রোশন ও আলিয়া ভাট। ছবি পরিচালনা করবেন অয়ন মুখোপাধ্যায়।

এদিকে অয়ন মুখোপাধ্যায়ের হাতে রয়েছে তিনটি বিগ বাজেটের ছবি। ওয়্যার ২, ব্রক্ষ্মাস্ত্র ২ এবং ব্রক্ষ্মাস্ত্র ৩। সব মিলিয়ে বেশ ব্যস্ত তিনি। এখন দেখার তাঁর পরিচিতি ছবি ফের দর্শক মনে স্থান পায় কিনা। তিনি আদৌ কতটা সাফল্য পান তা দেখার অপেক্ষায় হয়েছেন সকলে।

 

আরও পড়ুন

রিয়া চক্রবর্তীকে যৌনকর্মী বললেন সুশান্তের দিদি, জেনে নিন কেন করলেন এমন মন্তব্য

সেলাই মেশিনের তলায় বসে মিটিমিটি হাসছেন বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী, ছবি দেখে কি চিনতে পারছেন তাঁদের?

স্বস্তিকার সঙ্গে বিচ্ছেদের প্রসঙ্গে মুখ খুললেন শোভন, জেনে নিন কার জন্য হল বিচ্ছেদ

Share this article
click me!

Latest Videos

খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ