Tejas Trailer: বিমান বাহিনী দিবস উপলক্ষ্যে ৮ অক্টোবর মুক্তি পেল ‘তেজস’-এর ট্রেলার, কেমন পারফর্মেন্স দিলেন কঙ্গনা?

Published : Oct 08, 2023, 12:55 PM ISTUpdated : Oct 08, 2023, 12:59 PM IST
tejas

সংক্ষিপ্ত

যোদ্ধা পাইলট তেজস গিল-এর চরিত্রে ধামাকাদার পারফর্মেন্স দিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। জঙ্গি দমনের এক দুর্দান্ত প্রতিচ্ছবি তুলে ধরেছে তাঁর প্রযোজিত এই সিনেমা।

বলিউড ‘কুইন’ কঙ্গনা রানাউত আবার একই সঙ্গে একই ছবি প্রযোজক এবং প্রধান অভিনেত্রীর ভূমিকায়। সুরবেশ মেভারা পরিচালিত ছবি ‘তেজস’-এ যোদ্ধা পাইলট তেজস গিল-এর চরিত্রে দুর্দান্ত পারফর্মেন্স দিলেন অভিনেত্রী। 

বিমান বাহিনী দিবস উপলক্ষ্যে ৮ অক্টোবর মুক্তি পেল ‘তেজস’ সিনেমার ট্রেলার। জঙ্গি দমনের এক দুর্দান্ত প্রতিচ্ছবি তুলে ধরেছে তাঁর প্রযোজিত এই সিনেমা। আকাশ থেকে শত্রুদের উপর হামলার রণহুঙ্কার দিলেন কঙ্গনা।

২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন নিজের নতুন ছবি ‘তেজস’-এর টিজার প্রকাশ্যে এনে দেশভক্তিকে উসকে দিয়েছিলেন কঙ্গনা। তেজস লিখেছেন ও পরিচালনা করেছেন সর্বেশ মেওয়ারা এবং প্রযোজনা করেছেন রনি স্ক্রুওয়ালা। মুখ্য ভূমিকায় রয়েছেন কঙ্গনা রানাউত । ছবিটি মুক্তি পেতে চলেছে ২৭ অক্টোবর।

 

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

গোল্ডেন গ্লোবসের মঞ্চে নজর কাড়লেন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া, নিক ঘরণীর পোজে আপ্লুত অনুরাগীরা
ফের শিশু পাচারকারের বিরুদ্ধে লড়াই করবেন রানি, প্রকাশ্যে এল মার্দানি ৩-র ঝলক