রহস্য-ঐশ্বরিক শক্তির কাহিনি নিয়ে আসছে ‘কান্তারা ১’, প্রকাশ্যে প্রিক্যুয়েল ছবির ঝলক

সাতটি ভাষায় মুক্তি পাবে ‘কান্তারা ১’। কান্তারা- আ লিজেন্ড মুক্তি পায় ২০২২ সালে। সেপ্টেম্বর মাসে মুক্তি পায় ছবিটি।

Sayanita Chakraborty | Published : Nov 27, 2023 10:09 AM IST

খবরে কান্তারা ১। কান্তারা- আ লিজেন্ড ছবির ব্যাপক সাফল্যের পর আসছে কান্তারা ১। সদ্য প্রকাশ্যে এল প্রথম ঝলক। যেখানে অভিনেতা-পরিচালক ঋষভ শেট্টির দেখা মিলেছে। রহস্যে ভরা কয়টি ছবি এসেছে প্রকাশ্যে। সেখানে অন্ধকার ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে। তার হাতে ধারালো অস্ত্র। তিনি উপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। সেদিকে দড়ি বেয়ে উঠছে অনেকে।

সাতটি ভাষায় মুক্তি পাবে ‘কান্তারা ১’। কান্তারা- আ লিজেন্ড মুক্তি পায় ২০২২ সালে। সেপ্টেম্বর মাসে মুক্তি পায় ছবিটি। এই ছবিটি ব্যাপক মাত্রায় হিট করে। ছবিতে এক অজানা কাহিনি তুলে ধরা হয়। রহস্য-ঐশ্বরিক শক্তির এক বিশেষ কাহিনি উঠে আসে ছবিতে।

Latest Videos

 

 

কান্তারা ২০২২ সালে মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার ফিল্মস। ঋষভ শেট্টি দ্বারা লিখিত ও পরিচালিত এবং বিজয় কিরাগান্দুর প্রযোজিত এই ছবি। ছবিতে অভিনয় করেন ঋষভ শেট্টি, সপ্তমী গৌড়া, কিশোর, অচ্যুত কুমার, প্রমোদ শেটিট, প্রকাশ থুমিনাদ, নবীন ডি পাডিল, সুচন শেট্টি, দীপক রাই পানাজে-সহ আরও অনেকে। এক প্রচলতি ধারণার ওপর ভিত্তি করে ছবি নির্মাণ করা হয়। এক বিশেষ পুজোর তিথিতে ভগবান ভর করে। সেই ভরের দ্বারা তাঁর সকল ভক্তদের জীবনের কষ্ট দূর করে। দুষ্টের দমন করে। ঐশ্বরিক এই শক্তির ওপর ভিত্তি করে তৈরি ছবিটি।

এবার আসছে এই ছবির সিক্যুয়েল। এবারও থাকবে এক ভিন্ন কাহিনি। থাকবে এক প্রচলিত কথা। তেমনই উঠে আসবে এক অজানা সত্য। দেখা যাবে কোনও এক বিশেষ অঞ্চলের কাহিনি। এবার প্রকাশ্যে এল তারই ঝলক। রহস্য-ঐশ্বরিক শক্তির কাহিনি নিয়ে আসছে ‘কান্তারা ২’, প্রকাশ্যে প্রথম ঝলক। যা মুহূর্তে হল ভাইরাল।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

রশ্মিকা-ক্যাটের পর ডিপফেকের শিকার আলিয়া, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক অশ্লীল ভিডিও ক্লিপ

ছাদনাতলায় পরমব্রত চট্টোপাধ্যায়, পাত্রী টলিউডেরই এক গায়কের প্রাক্তন স্ত্রী, চিনে নিন অভিনেতার হবু বউকে

Share this article
click me!

Latest Videos

'তিলোত্তমা সঠিক বিচার না পেলে জনগণ বাকিটা বুজে নেবে' বিস্ফোরক Tapas Roy | R G Kar Case
'জমিদারি! TMC-এর ওই ডাক্তারগুলো আর মুখ্যমন্ত্রীকে, কেউ আর চায়না' বিস্ফোরক Bimal Shankar Nanda
'Mamata Banerjee-র বিপক্ষে গেলে থাকবে না প্রাণ' Nawsad Siddique-কে ফোনে হুমকি তৃণমূলের
Suvendu Adhikari Live: সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী, কী বার্তা, দেখুন সরাসরি
R G Kar-এর ঘটনার অভিনব প্রতিবাদ সুন্দরবনের মৎস্যজীবীদের, নৌকা থেকেই দোষীদের গ্রেফতারের দাবি