এত কিসের তাড়া, রাতের বেলা কেন তাড়াতাড়ি বিছানায় যেতে চান কিয়ারা, সিক্রেট জানলে ঘুম উড়বে আপনার

Published : Dec 21, 2022, 01:36 PM IST

বলিউডে প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে ইতিমধ্যেই সমানে সমানে টক্কর চালাচ্ছেন কিয়ারা আদবানি। অভিনয় দক্ষতা, স্টাইল স্টেটমেন্ট দিয়ে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন কিয়ারা আদবানি। এবার কপিলের শো-তে হাজির হতেই গোপন কীর্তি ফাঁস হল কিয়ারার।

PREV
110

গ্ল্যামার হোক ফিগার, কিংবা ফ্যাশন স্টেটমেন্টে সর্বদাই ঝড় তুলছেন কিয়ারা আদবানি। বলিউডে প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে ইতিমধ্যেই সমানে সমানে টক্কর চালাচ্ছেন কিয়ারা আদবানি।  অভিনয় দক্ষতা, স্টাইল স্টেটমেন্ট দিয়ে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন কিয়ারা।

210


সম্প্রতি দ্য কপিল শর্মা-শোতে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন গোবিন্দা নাম মেরা-র পুরো টিম। ভিকি কৌশল, রেনুকা সাহানে, কিয়ারা আদবানি সহ পরিচালক শশাঙ্ক খৈতান সকলেই উপস্থিত ছিলেন।
 

310


কপিল-এর শো-তেই কিয়ারার গোপন তথ্যা ফাঁস হয়ে গেল, যা নিয়ে সকলের সামনেই মজা করলেন কপিল। সোনির পক্ষ থেকে কপিল শর্মা শো-এর নতুন প্রোমো ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে।  এবং প্রোমেতেই কিয়ারার তাড়াতাড়ি ঘুমের কথা ফাঁস হয়ে গেল।

410

কপিল শর্মা শো-তে জানা গেল, খুব নিয়মমেনে চলেন কিয়ারা আদবানি। রাত ১০ টা বাজতেই তিনি নাকি বিছানায় চলে যান। এবং এই কারণের জন্যই অনেক ফিল্মি পার্টিতেও যোগ দেন না  কিয়ারা।

510


কিয়ারার এই ঘুমোতে যাওয়া নিয়েই প্রকাশ্যেই খিল্লি করেন কপিল। তিনি বলেন, কেন এত তাড়াতাড়ি শুয়ে পড়ো। আপনাকে কি সকাল সকাল ঘুম থেকে উঠে অক্ষয়পাজিকে ডেকে দিতে হয়। তারপরই শুরু হয় মস্করা।

610

একের পর এক বিয়ের খবর। বলিউডের গ্র্যান্ড ওয়েডিংয়ের দিকে তাকিয়ে রয়েছে সকলেই। বলিপাড়ার গুঞ্জনে শোনা যায়,চলতি বছরের শুরুতেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই জুটি। বিয়ের জায়গাও চূড়ান্ত হয়ে গিয়েছে, কারা নিমন্ত্রিত থাকবেন  সেই তালিকাও রেডি, এবার শুধু ছাদনাতলায় যাওয়ার অপেক্ষা।

710


সিদ্ধার্থ ও কিয়ারার প্রেম কাহিনি গত কয়েক বছর ধরেই চর্চায় রয়েছে। ইতিমধ্যেই বলিপাড়ার অন্দরে কান পাতলেই সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। প্রথমসারির সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে বিয়ের আগেই নাকি লিভ-ইন করবেন সিদ্ধার্থ ও কিয়ারা।
 

810

বিয়ের মরশুমে একাধিক তারকার বিয়ের খবর প্রকাশ্যে আসছে। সেই তালিকায় রয়েছেন সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আদবানি। শোনা যাচ্ছে, চলতি বছরেই ছাদনাতলায় যাচ্ছেন বলিউডের জনপ্রিয় জুটি। যা নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে।
 

910

কিয়ারার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে,  এখনই মানসিকভাবে প্রস্তুত নন অভিনেত্রী। আপাতত নিজের কেরিয়ারে ফোকাস করতে চান অভিনেত্রী। একাধিক ছবি রয়েছে অভিনেত্রীর ঝুলিতে। যার জন্যই নাকি কোনও দায়িত্ব নিতে রাজি নন অভিনেত্রী।

1010

 সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের জল্পনার মধ্যেই ঘি ঢেলে অভিনেতা বলেন, এই বছরেই বিয়ে করতে চলেছেন অভিনেতা। মিশন মজনু-ছবির প্রচারে এসেই এমন মন্তব্য করেন অভিনেতা, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। আপাতত তাদের বিয়ের খবরে মাতোয়ারা বি-টাউন।শোনা যাচ্ছে, ২০২৩ সালে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন  সিদ্ধার্থ ও কিয়ারা। এবার  সেই খবরেই শিলমোহর দিলেন অভিনেতা।
 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories