ছিঃ ছিঃ! পোশাকের সঙ্গে ন্যাপকিনের তুলনা, ছেলে আরহানের থেকেও রসিকতা জুটল মা মালাইকার

Published : Dec 21, 2022, 11:20 AM IST

পোশাাক বিতর্কে হামেশাই রয়েছে মালাইকার নাম। তাকে নিয়ে চর্চা থামবার নয়। বরং নিত্য-নতুন পোশাাক পরতেই ট্রোলের মুখে পড়েন মালাইকা। তবে ছেলে আরহানের থেকেও যে এমন রসিকতা শুনতে হবে মালাইকাকে, তা মনে হয় কল্পনাও করতে পারেননি নায়িকা। 

PREV
110

মালাইকা অরোরার নতুন শো'মুভিং ইন উইথ মালাইকা'-র জন্য শিরোনামে রয়েছেন বলি নায়িকা। বিতর্কে হামেশাই রয়েছে মালাইকার নাম। তাকে নিয়ে চর্চা থামবার নয়। বরং প্রতিনিয়ত পেজ থ্রি-র শিরোনামে উঠে আসে মালাইকার নাম।
 

210

বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরাকে নিয়ে চর্চা চলতেই  থাকে টিনসেল টাউনে। মালাইকা অরোরার নতুন শো'মুভিং ইন উইথ মালাইকা'-র জন্য শিরোনামে রয়েছেন বলি নায়িকা। বিতর্কে হামেশাই রয়েছে মালাইকার নাম। তাকে নিয়ে চর্চা থামবার নয়।

310

মালাইকার হাঁটাচলা থেকে পোশাক, সবকিছু নিয়েই ঠাট্টা, বিদ্রুপ লেগেই রয়েছে নেটদুনিয়ায়। তবে সমালোচনা পাত্তা দিতে মোটেই নারাজ। বরং সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি নিজের মতো থাকতেই বেশি ভালবাসেন।

410

পোশাাক বিতর্কে হামেশাই রয়েছে মালাইকার নাম। তাকে নিয়ে চর্চা থামবার নয়। বরং নিত্য-নতুন পোশাাক পরতেই ট্রোলের মুখে পড়েন মালাইকা। তবে ছেলে আরহানের থেকেও যে এমন রসিকতা শুনতে হবে মালাইকাকে, তা মনে হয় কল্পনাও করতে পারেননি নায়িকা।

510


রাখঢাক, লুকোছাপা না করেই মা-কে নিয়ে প্রকাশ্যেই  মন্তব্য করল ছেলে আরহান। ন্যাপকিনের সঙ্গে মায়ের পোশাকের তুলনা টানল ছেলে। মালাইকা অরোরার নতুন শো'মুভিং ইন উইথ মালাইকা' -তে মা ও ছেলে আড্ডার মুহূর্তে এমন মন্তব্য করলেন আরহান।

610


'মুভিং ইন উইথ মালাইকা' -তে অভিনেত্রীকে একটি সাদা রঙের ক্রপ টপ এবং তার সঙ্গে ম্যাচ করে বেইজ রঙের প্যান্ট পরতে দেখা যায়। মায়ের এই পোশাক দেখেই হেসে ফেলেন আরহান। তারপরেই মায়ের পোশাককে টেবিলের রাখা ন্যাপকিনের সঙ্গে তুলনা করলেন।

710

ন্যাপকিনের সঙ্গে তুলনা টেনেই ক্ষান্ত হননি আরহান। মায়ের এই পোশাক দেখে আরহান বলেন, তোমাকে পুরো জেলখানার কয়েদিদের মতো লাগছে। সমানেই মায়ের লেগপুল করতে থাকে আরহান। গোটা পর্ব জুড়েই ছেলে ও মায়ের খুনসুটি দেখা যাবে।
 

810


বলিউডের একসময়কার জনপ্রিয় জুটি মালাইকা-আরবাজ ১৮ বছর ধরে একসঙ্গে সংসার করলেও আজ তারা আলাদা। বিয়ে ভাঙলেও ছেলের কারণেই বন্ধুত্বটা রয়েছে তাদের। বর্তমানে ছেলে আরহানকে নিয়েই থাকেন মালাইকা। 

910

অন্যদিকে বলি ইন্ডাস্ট্রিতে পরিচালক হিসেবে নিজেক গড়ার প্রচেষ্টায় অনড় আরবাজ। তবে বিবাহবিচ্ছেদের পরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আরবাজ, যদি তা ছেলের কারণে। 
 

1010

আরহান এই মুহূর্তে আমেরিকায় সিনেমা নিয়ে পড়াশোনা করছেন। ইতিমধ্যেই করণ জোহরের সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন আরহান। তবে মালাইকা ও আরবাজের ছেলে কি বাবা ও মায়ের মতোই বলিউডে ডেবিউ করবে নাকি ক্যামেরার পিছনেই থাকবে তা সঠিক জানা যায়নি।
 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories