Yearender 2022: হলি থেকে বলি, ২০২২ সালের বহুল বিতর্কিত পোশাকে শিরোনামে রয়েছেন এই ডিভারা, রইল ছবি

অর্ধনগ্ন থেকে পুরো নগ্ন, কিংবা সারা শরীরে কাটা লাগিয়ে সাহসী পদক্ষেপ নিতে পিছপা হননি তারকারা। কারোর আবার পোশাক বলতে গায়ে কিছুই নেই। ২০২২ সালে হলি থেকে বলি জুড়ে রয়েছে এমন কিছু তারকারা, যা বিতর্কিত পোশাক পরে নিমেষে ঝড় তুলেছেন নেটদুনিয়ায়।

 

Web Desk - ANB | Published : Dec 21, 2022 7:23 AM IST / Updated: Dec 23 2022, 11:02 AM IST
19

হলিউড অভিনেত্রী বেলা হাদিদও বিতর্কিত পোশাকের জন্য শিরোনামে উঠে এসেছেন। প্যারিস ফ্যাশন উইকে  বেলা হাদিদের পোশাক নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল।  রেড কার্পেটে স্প্রে-ড্রেস পরে তাক লাগিয়ে দিয়েছিলেন হলিউড নায়িকা।  অভিনেত্রীর ফ্যাশন সেন্স নিয়ে জোরদার সমালোচনা হয়েছিল এবং অতিরিক্ত শরীর দেখাতে গিয়ে চরম কটাক্ষের মুখে পড়েছিলেন হলিউড অভিনেত্রী বেলা হাদিদ।
 

29

আমেরিরান ব়্যাপার মেশিন গান কেলি বরাবরই ফ্যাশন স্টেটমেন্টের জন্য বিখ্যাত। তার উদ্ভট ফ্যাশন সেন্স দেখে রীতিমতো আঁতকে ওঠেন ভক্তরা।  কেলি তারো স্পাইকড স্যুটে সকলকে চমকে দিয়েছিলেন। সারা পোশাকে কাটা ভর্তি, এই স্যুট পরেই সকলকে হতবাক করে দিয়েছিলেন কেলি, যা নিয়ে তরম বিতর্ক তৈরি হয়েছিল।

39


বিতর্কিত পোশাকে শিরোনামে উঠে এসেছেন হলিউড নায়িকা জুলিয়া ফক্স। ভ্যানিটি ফেয়ার লুকে সকলকে চমকে দিয়েছিলেন জুলিয়া। কালো রঙের পোশাকে বক্ষের একাংশ উন্মুক্ত করে সকলের নজর কেড়েছিলেন জুলিয়া ফক্স।

49

হলিউড তারকা কিম কার্দাশিয়ান সর্বদাই চর্চায় রয়েছেন। সেক্সি ফিগারে বক্ষযুগল উন্মুক্ত করে শরীরী প্রদর্শনের সংজ্ঞটাই বদলে দিয়েছেন কিম। বিতর্কিত পোশাকে নামে উঠে এসেছে কিমের। হলিউড তারকা কিম কার্দাশিয়ান মার্লিন মনরোর আইকনিক গাউনের ইমেজ ভেঙে দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল।

59


শর্ভরীও পোশাকে বিতর্কে শিরোনামে রয়েছে। কালো রঙের গাউন পরে হট পোজ দিতেই চরম ট্রোলের মুখে পড়েছিলেন অভিনেত্রী। গ্রাজিয়ার রেড কার্পেটে হাই থাই স্লিট গাউনে সমালোচনার শিকার হয়েছিলেন শর্ভরী। স্কিনফিট বডিকনে শরীরের একাংশ উন্মুক্ত হতেই ধেয়ে এসেছে কটাক্ষ।

69

 বাদশা-র আপকামিং ছবি'পাঠান' ঘিরে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়। হবে নাই বা কেন, এই ছবির হাত ধরেই দীর্ঘ ৪ বছর পর বড়পর্দায় ফিরছেন বলিউডের বাদশা শাহরুখ খান। ছবির প্রথম গান 'বেশরম রং'-এ বাজিমাত করেছেন শাহরুখ ও দীপিকা। সমুদ্রের মাঝে ইয়টের মধ্যে শাহরুখের সঙ্গে চরম ঘনিষ্ঠতায় মজে দীপিকা। তারকা যুগলের বোল্ডনেসে কুপোকাত হয়েছেন ভক্তরা। একাধিক সুইমস্যুট পরে সেক্সি অবতারে নিজেকে মেলে ধরেছেন দীপিকা। তবে কমলা রঙের সুইমস্যুটের জন্য চরম বিতর্কের মুখে পড়েছেন দীপিকা পাড়ুকোন। যা নিয়ে বিতর্ক কোনওভাবেই থামছে না।

79

বলিউডের কুসু কুসু গার্ল নোরা ফতেহি,যার হট মুভসে কাঁপে আসমুদ্র হিমাচল। তার হটনেসের দাপটে রাতের ঘুম উড়ে যায় পুরুষ ভক্তদের। বি-টাউনের হট ডিভা-কে নিয়ে সর্বদাই চর্চা চলছে। তার চাবুক ফিগার, কার্ভি কোমরের ভাঁজে সকলেই যেন ঘায়েল হন নিমেষে। সাদা পোশাকে সেক্সি  ক্লিভেজ দেখিয়ে ঝড় তুলেছিলেন নোরা ফতেহি। ছবি ভাইরাল হতেই জোর চর্চা শুরু হয়েছিল নেটদুনিয়ায়।

89

ভূমি পেডনেকর শুধু অভিনয়ে নয়,হট ফোটোশ্যুটেও নজর কেড়েছেন বলি অভিনেত্রী। ১০০ কেজির ওজন ঝরিয়ে ভূমি এখন সুপারহট। সেক্সি বিকিনি লুকে নজর কাড়া ভূমি সম্পূর্ণ নগ্ন হয়েও অন ক্যামেরায় আগুন জ্বালিয়েছেন। সেই ছবিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তবে দিওয়ালি লুকে চরম ট্রোলড হয়েছিলেন ভূমি। ফ্যাশন ডিজাইনার আবু জানি সন্দীপ খোলসার ডিজাইনার সাদা পোশাক পরে সমালোচনার মুখে পড়েছিলেন ভূমি।
 

99

উরফি জাভেদকে নিয়ে চর্চার শেষ নেই নেটদুনিয়ায়।সর্বদাই শরীরী উষ্ণতায় পারদ চড়িয়ে  শিরোনামে থাকেন উরফি। হট অ্যান্ড বোল্ড অবতারে সবসময়েই যেন চর্চায় রয়েছেন উরফি। উন্মুক্ত নাভি থেকে বক্ষযুগল, কাটাছেড়া পোশাকে  সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে সিদ্ধহস্ত উরফি। এমনকী পোশাকের কারণে একাধিকবার ট্রোলের মুখেও পড়েন উরফি। যদিও সমালোচনাকে পাত্তা দেন না উরফি, তবুও বিতর্ক পিছু ছাড়ে না ফ্যাশনিস্তার।

Share this Photo Gallery
click me!

Latest Videos