হাসির জগত ছেড়ে ডেলিভারি বয় হয়ে গুরুগম্ভীর কপিল শর্মা, কমেডির দুনিয়া থেকে তাঁকে কোথায় নিয়ে গেল নন্দিতা দাসের জ়িগাটো?

নন্দিতার মতো একজন পরিচালক তাঁকে নায়ক হিসেবে ভাবতে পারেন, তা প্রথমে বিশ্বাসই করতে পারেননি জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। 

Web Desk - ANB | Published : Mar 1, 2023 5:34 PM IST

বর্তমান ভারতের কমেডি জগতের বিখ্যাত নাম কপিল শর্মা। তাঁর খ্যাতনামা হাসির শো-এর কথা কে না জানে? কিন্তু এবার তিনি মন বদলেছেন। হাসির দুনিয়া ছেড়ে পা রেখেছেন গুরুগম্ভীর মেজাজে। নতুন ছবি ‘জ়িগাটো’-য় (Zwigato) সিরিয়াস রোলে ভাবিয়ে তুলবেন দর্শকদের। একটি অ্যাপ নির্ভর খাবার-সরবরাহকারী সংস্থায় ডেলিভারি-ম্যানের চরিত্রে অভিনয় করছেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান। সম্প্রতি প্রকাশ পেয়েছে সেই ছবির ট্রেলার।

নন্দিতা দাস পরিচালিত ছবি জ়িগাটো-তে মানসের চরিত্রে দেখা যাবে কপিলকে। তাঁর চরিত্রটি আদতে ভুবনেশ্বরের বাসিন্দা এবং সে ফ্লোর ম্যানেজার হিসেবে এক কারখানায় কাজ করত। চাকরি হারানোর পর খাবার-সরবরাহকারী সংস্থায় ডেলিভারি-ম্যানের চাকরি করতে বাধ্য হয় সে। রেটিং নির্ভর কর্মজীবন ধীরে ধীরে যন্ত্রণাময় হয়ে ওঠে।

এর আগে ‘কিস কিসকো প্যায়ার করু’, ‘ফিরঙ্গি’ সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন কপিল শর্মা। কিন্তু, দুর্ভাগ্যবশত তাঁর দু’টি ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এবার অভিজ্ঞ পরিচালক নন্দিতা দাসের পরিচালনায় কাজ করছেন তিনি। ফলে, সাফল্যের ব্যাপারে একটু বেশিই আশাবাদী তাঁর ফলোয়াররা। ১৭ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জ়িগাটো সিনেমাটি। কপিল ছাড়াও এ ছবিতে গুরুত্বপূর্ণ রয়েছেন সাহানা গোস্বামী, গুল পনাগ, সায়নী গুপ্ত এবং স্বানন্দ কিরকিরে।

‘জ়িগাটো’-র ট্রেলার লঞ্চের সময় প্রধান অভিনেতা কপিল শর্মা বলেছেন, অভিনেত্রী এবং পরিচালক, দুই ভূমিকাতেই নন্দিতা দাসের আবির্ভাবে তিনি মুগ্ধ হয়েছেন। নন্দিতার মতো একজন পরিচালক তাঁকে নায়ক হিসেবে ভাবতে পারেন, তা প্রথমে বিশ্বাসই করতে পারেননি তিনি।

 


আরও পড়ুন-
Bypoll Results Update: পশ্চিমবঙ্গের সাগরদিঘিতে উপনির্বাচনের ভোটগণনা, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ুতেও হাড্ডাহাড্ডি লড়াই
উন্মুক্ত দেহে ঢেউ তুলে সমুদ্র-সৈকতে জোয়ার এনে দিচ্ছেন ঋতাভরী চক্রবর্তী, কখনও আবার বাদামি আবহে ঘোর লাগাচ্ছেন তপ্ত হৃদয়ে
বিধানসভা ভোটের গণনার জন্য প্রস্তুত ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড, বাংলাতে চলছে উপনির্বাচনের ফলাফলের প্রস্তুতি

Share this article
click me!