নিজের জীবনের এক তরফা প্রেম থেকে উদ্বুদ্ধ হয়ে বানিয়েছিলেন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, প্রেম নিয়ে অকপট করণ জোহর

করণ জোহরের জীবনের প্রেম নিয়ে সকলের আগ্রহ সব সময় থাকে তুঙ্গে। এবার সেই প্রেম নিয়ে মুখ খুললেন করণ।

করণের ছবি মানেই ভরপুর রোম্যান্স। এক অন্যরকম প্রেমের কাহিনি। নিজের ছবি দিয়ে সব সময় সম্পর্কের নতুন নতুন দিক তুলে ধরতে চান তিনি। কখনও তার ছবিতে উঠে আসে ত্রিকোণ প্রেম কিংবা কোনও পাগল প্রেমিকের কাহিনি। কিংবা কোনও ব্যর্থ প্রেম। জানেন কি, সম্পর্কের এই সকল বাস্তবতা তুলে ধরতে কোনও কাহিনি বা উপন্যাস নয়, বরং নিজের চারপাশের ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে থাকেন। কিংবা নিজের জীবনে কাহিনি তুলে ধরেন ছবিতে। সদ্য এমনই প্রকাশ পেল করণের কথায়।

করণ জোহরের জীবনের প্রেম নিয়ে সকলের আগ্রহ সব সময় থাকে তুঙ্গে। এবার সেই প্রেম নিয়ে মুখ খুললেন করণ। জানালেন, তিনি এক ব্যক্তির প্রেমে পড়েছিলেন। তিনি বললেন, সেই ব্যক্তি তাঁর ও তাঁর পরিবারের ওপর অনেক সংবেদনশীল ছিল। তিনি এখনও তাঁর পরিবারের প্রিয় বন্ধু বলে জানান। তেমনই জানা যায়, নিজের জীবন থেকে উদ্বুদ্ধ হয়ে বানিয়েছিলেন অ্যায় দিল হ্যায় মুশকিল। এই ছবিতে এক তরফা প্রেমের কাহিনি ছিল। তিনি নিজেই বহুবার বলেন, একতরফা ভালোবাসা তাঁকে উদ্বুদ্ধ করেছিল অ্যায় দিন হ্যায় মুশকিল বানাতে।

Latest Videos

এরপরই নানান মন্তব্য শোনা যায় সোশ্যাল মিডিয়ায়। করণের সাক্ষাৎকার ভাইরাল হতেই নেটিজেনরা নানান মন্তব্য করেন। অনেকেই বলেন, মনীশ মালহোত্রার সঙ্গে সম্পর্কের কথা তোলেন। মনীশের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জনের কথা বহুদিন শোনা যায়। আর মনীশ মালহোত্রা করণের পরিবারের ঘনিষ্ঠ বন্ধু। ফলে, করণ যে মনীশের কথাই বলছিল তা আন্দাজ করেছেন অনেকে। আবার অনেকে বলেন শাহরুখ খানের সঙ্গে সম্পর্ক ছিল করনের। সেই সম্পর্কও আধুরা থেকে গিয়েছে। ফলে, শাহরুখের সঙ্গে সম্পর্কের কথাও। অনেকে আন্দাজ করেন এই সম্পর্ক থেকে উদ্বুদ্ধ হয়েও তিনি হয়তো বানিয়েছিলেন অ্যায় দিল হ্যায় মুশকিল। সে যাই হোক, এক সাক্ষাৎকাতের দৌলতে দীর্ঘদিন পর ফের শোনা গেল করণের ব্যক্তিগত জীবনের কথা।

এদিকে দীর্ঘ সাত বছর পর পরিচালক হিসেবে দেখা গেল করণকে। সদ্য মুক্তি পেয়েছে কার পরিচালিত রকি অউর রানি কি প্রেম কাহিনি। এই ছবিতে আলিয়া ভাট ও রণবীর সিং রয়েছেন ছবির প্রধান চরিত্রে। তেমনই ছবিতে ছিলেন ধর্মেন্জ্র, সাবানা আজমি, জয়া বচ্চন, টোটা রায় চৌধুরী, চূর্ণি গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকে। এই ছবিটিও ভালোই আয় করেছেন বক্স অফিসে

 

আরও পড়ুন

শরিফুল রাজকে বিচ্ছেদের নোটিশ পাঠালেন পরীমনি, ভাঙছে নায়িকা পঞ্চম বিয়ে

Dev Anand: বিক্রি হয়ে গেল দেব আনন্দের বসতবাড়ি, টাকার অঙ্কটা নেহাতই কম নয়

Jawan Box Office Income: ১৩ দিনে পার করল ৫০০ কোটির গন্ডি, দেখে নিন মোট কত আয় করল ছবিটি

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury