বার্মিংহামে গিয়ে নিজের জেল্লায় বিদেশের মাটি কাঁপিয়ে এলেন কারিনা কাপুর

Published : Sep 12, 2025, 07:40 PM IST

Kareena Kapoor Khan: সিলভার সিক্যুইনের শাড়ি পরে ব্রিটেনে একটি ইভেন্টে গিয়েছিলেন কারিনা কাপুর খান। কতটা নজর কাড়লেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
করিনা কাপুর

সম্প্রতি বিদেশের মাটিতে নিজের কারিশমা ছড়ালেন করিনা কাপুর। সিলভার সিক্যুইনের শাড়ি পরে ব্রিটেনে একটি ইভেন্টে গিয়েছিলেন তিনি। যুক্তরাজ্যের বার্মিংহামে একটি জুয়েলারি স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে কারিনা কাপুর খান উপস্থিত হয়েছিলেন এবং তার নৃত্যের মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তিনি তার পারফর্মেন্স দিয়ে নাচের মঞ্চে আগুন মাতিয়ে রাখেন। সেখানে তাঁকে দেখতে ভিড় জমায় অনুরাগীরা।

25
করিনা কাপুর

কারিনার গ্ল্যামার যে এখনও ফিকে হয়নি, সেদিকে কোনো সন্দেহ নেই।আরও একবার প্রমাণ করে দিলেন করিনা কাপুর যে তার জেল্লা এখনো কমেনি। বলিউডে পা রেখেছেন তার প্রায় ২৫ বছর পূর্তি হয়েছে। তবে এখনও নিজের গ্ল্যামার, অভিনয় ও ক্যারিশমা দিয়ে সকলকে সম্মোহিত করে চলেছেন করিনা। তার সেই জেল্লা দেখা গেল বিদেশের মাটিতেও। যেখানে স্টেজ শো পারফরমেন্স করে পুরো পুরি মাতিয়ে দিয়েছেন বেবো।

35
করিনা কাপুর

ব্রিটেনের বির্মিংহামে একটি জুয়েলারি স্টোরের উদ্বোধনে উপস্থিত গিয়েছিলেন করিনা কাপুর। তাকে সেখানে এক ঝলক দেখতে ভিড় উপচে পড়ছিল। ছিল প্রচুর অনুরাগীদের সমাগম। সকলের সামনেই মঞ্চে ‘ফেভিকল’ গানের নাচে ধামাকা করলেন বেবো। তারপরই করতালি ভেসে আসে। জনস্রোত দেখেই বোঝা যায়, এখনও তার জনপ্রিয়তা কমেনি।এই ইভেন্টে জন্য মণীশ মলহোত্রার ডিজাইন করা একটা শাড়ি পরেছিলেন বেবো। সিক্যুইনের কাজ করা এই রুপোলি শাড়িতে করিনাকে পুরো ঝলমলে দেখাচ্ছিল। শিফনের উপর সিক্যুইনের কাজ করা শাড়িটি কিন্তু ছিল এক কথায় অসাধারণ। হাই-নেক হল্টার ব্লাউজ দিয়েই শাড়িটি পরেছেন তিনি। এই ব্লাউজ তাঁর লুকে এনেছে আধুনিক ছোঁয়া এবং শাড়িটিকেও কমপ্লিমেন্ট দিয়েছে।

45
করিনা কাপুর

অভিনেত্রীর শাড়ির সঙ্গে ম্যাচিং একজোড়া হিরের ড্যাংলিং কানের দুল পরেছেন। এই কানের দুল তাঁর হাই-নেক ব্লাউজকে কমপ্লিমেন্ট করেছে। সেই সঙ্গে ডান হাতে ব্যাঙ্গেলস পরেছেন, যা লুকে ড্রামা ক্রিয়েট করেছে। এদিকে এই লুকের জন্য হালকার উপর ব্রঞ্জ বিউটি লুক ট্রাই করেছেন। সঙ্গে রয়েছে আর্দি টোন। সিলভার শাড়ির সঙ্গে এই মেকআপ সুন্দর মানিয়ে গিয়েছে।

55
করিনা কাপুর (ছবি সৌজন্য- সোশ্যাল মিডিয়া)

হালকা কাজলের রেখা এবং উইংগ আইলাইনার চোখে নাটনীয়তা যোগ করেছে। সঙ্গে ঠোঁটে রয়েছে নিউড গ্লসি লিপস্টিক। তাতেই ড্যাজলিং লাগছে বেবোকে।এই লুকের সঙ্গে চুল আবার খুলে রেখেছেন তিনি। হালকা ওয়েভি চুল কাঁধের কাছে পড়ে রয়েছে। সব মিলিয়ে ভীষণ সুন্দর দেখাচ্ছিল কারিনাকে। অনুরাগীরা তো তাঁকে দেখে নজরই ফেরাতে পারছিলেন না। করিনার নখ থেকে চুল পর্যন্ত এই টিপটপ লুকের পিছনে ছিলেন স্টাইলিস্ট লক্ষ্মী লেহর।

Read more Photos on
click me!

Recommended Stories