Bombay High Court: দিনেদুপুরে ভরা আদালতে বোম মেরে ঐতিহাসিক বিল্ডিং উড়িয়ে দেওয়ার হুমকি। ঘটনার খবর চাউর হতেই আতঙ্ক ছড়াল কোর্ট চত্বরে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Bombay High Court: দিনের ব্যস্ত সময়। তার ওপর একই দিনে দেশের দুই প্রান্তের দুই আদালতে বোমাতঙ্কের হুমকি। বোম মেরে আদালত উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিতে আতঙ্ক ছড়াল আদালত চত্বরে। ঘটনায় তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় কোর্টের কাজকর্ম। বোমাতঙ্কের হুমকি ঘিরে আদালতের বিচারপতি, কর্মী সহ অন্যান্যদের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। সূত্রের খবর, শুক্রবার দুপুরে মুম্বই হাইকোর্টে একটি হুমকি মেইল আসে। যা নিয়ে শুরু হয় তীব্র হইচই।

সূত্রের খবর, হুমকি মেইলে জানানো হয় যে, দক্ষিণ মুম্বইয়ের হাইকোর্টের ঐতিহাসিক ভবন বোমার আঘাতে উড়িয়ে দেওয়ার কথা। যদিও এই হুমকি মেইল আসার কয়েক ঘন্টা আগেই দিল্লি হাইকোর্টেও একই ধরনের হুমকি বার্তা দিয়ে একটি মেইল পাঠানো হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় হাইকোর্ট চত্বরে বোমাতঙ্কের চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুর ১টা নাগাদ ইমেইল মারফত এই হুমকির বার্তা আসে। সেখানে বোম মেরে আদালত উড়িয়ে দেওয়ার কথা জানানো হয়।

Scroll to load tweet…

কখন বোমাতঙ্কের হুমকি আসে?

এরপরই বিষয়টি হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। তিনি দ্রুত বার অ্যাসোসিয়েশনের সদস্যদের বিষয়টি জানান। পুলিশের তরফে কোর্টের কর্মী সহ সাধারণ মানুষদের আদালত চত্বর দ্রুত ফাঁকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তারপর শুরু হয় চিরুনী তল্লাশি। যদিও পুলিশের তরফে তল্লাশি অভিযান শুরু হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি।

Scroll to load tweet…

কী বলছে মুম্বই পুলিশ? 

মুম্বই হাইকোর্টে বোমাতঙ্ক! বিষয়টি জানাজানি হতেই দ্রুত আদালতে পৌঁছান ডেপুটি পুলিশ কমিশনার প্রবীণ মুন্ডে-সহ অন্যান্য পুলিশ কর্তারা। ঘটনাস্থল পরিদর্শন করতে আসে বম্ব স্কোয়াড (বিডিডিএস)। আজাদ ময়দান থানা এবং দক্ষিণ অঞ্চল থেকে পুলিশের অতিরিক্ত দল এই অভিযানে যোগ দিয়েছে। এখনও চলছে তল্লাশি অভিযান।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।