Love Life: এই নয় বলিউড তারকার প্রেম ভাগ্য বেশ কঠিন, সহজে মেলেনি ভালোবাসার মানুষ

সহজে কেউ মনের মানুষ খুঁজে পান তো কেউ পান দেরি করে। আজ রইল ১০ বলিউড তারকার কথা। এদের প্রেম ভাগ্য বেশ কঠিন, সহজে মেলেনি ভালোবাসার মানুষ। এদের মধ্যে অনেকে এখনও একা জীবন কাটান।

Sayanita Chakraborty | Published : Jul 25, 2023 11:20 AM
19

রেখা

অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার সম্পর্কের কথা সকলের জানা। অমিতাভ বচ্চন, রেখা ও জয়া বচ্চনের ত্রিকোণ প্রেমের কাহিনি এক সময় ছিল বলি গসিপের শীর্ষে। এখনও আলোচনা হয় তাদের সম্পর্ক নিয়ে। রেখার প্রেম প্রেম ভাগ্য বেশ কঠিন। অমিতাভের সঙ্গে সম্পর্ক বিয়ে পর্যন্ত পৌঁছায়নি। তারপর মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন। কিন্তু, তিনি আত্মহত্যা করেন।

29

সলমন খান

একাধিক মেয়ের সঙ্গে নাম জড়ালেও এখনও সিঙ্গেল সলমন খান। সঙ্গীতা বিজলানী থেকে ঐশ্বর্য রাই, ক্যাটরিনা থেকে লুলিয়া ভান্টুর- একাধিক সম্পর্কে জড়িয়েছেন সলমন। তাও কারও সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়াননি সলমন খান।

39

শাহিদ কাপুর

মীরা রাজপুতকে বিয়ে করলেও তার আগে দীর্ঘদিন করিনা কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন শাহিদ কাপুর। করিনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বিচ্ছেদ হয়। শাহিদের প্রেম জীবন বেশ জটিল। তবে, বর্তমানে মীরা রাজপুতকে বিয়ে করে সুখে রয়েছেন শাহিদ কাপুর।

49

সুস্মিতা সেন

সুস্মিতা সেনের প্রেম জীবনও বেশ কঠিন। একাধিক সম্পর্কে জড়ালেও এখনও তাঁর জীবনে আসেনি আসল মানুষ। কেরিয়ারের শুরু থেকে নানান সম্পর্কে জড়িয়েছেন সুস্মিতা সেন। তবে, বিয়ে করেননি তিনি। অল্প বয়সে তিনি দুই কন্যা সন্তানকে দত্তক নেন।

59

কার্তিক আরিয়া

বলিউডের হ্যান্ডসম হাঙ্ক কার্তিক আরিয়ানের প্রেম জীবন বেশ জটিল। নানান তারকার সঙ্গে নাম জড়িয়েছে কার্তিক আরিয়ানের। তবে, এখনও কোনও নায়িকার সঙ্গে সেভাবে সম্পর্কে জড়াননি কার্তিক। এখনও তাঁর জীবনে আসেনি মনের মানুষ।

69

টাববু

সাজিদ নদিয়াদওয়ালার সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন টাব্বু। তেমনই নাগার্জুনা বিবাহিত হওয়ার পরও টাব্বুর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ান। দীর্ঘদিন সম্পর্কে থাকলেও পরে তা ভেঙে যায়। আবার অনেকে বলেন অজয় দেবগণের সঙ্গে সম্পর্কে আছেন টাব্বু। তাঁর প্রেম জীবন বেশ কঠিন। তবে, এখনও বিয়ে করেননি টাব্বু।

79

পরবিন বেবি

পরবিন বেবি-র প্রেম জীবন বেশ কঠিন। একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ান পরবিন বেবি। তবে, কোনও সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি। মহেশ ভাটের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন পরবিন বেবি। তবে, সে সম্পর্কে টেকেনি।

89

কঙ্গনা রানাওয়াত

আদিত্য পাঞ্চোলি, হৃতির রোশন-সহ আরও তারকার সঙ্গে নাম জড়ায় কঙ্গনা রানাওয়াতের। তবে, এখনও বিয়ে করেননি নায়িকা। নানান সম্পর্কে জড়ালেও কোনও স্থায়ী সম্পর্কে আসেনি কঙ্গনার জীবনে।

99

সানি দেওল

ডিম্পল কাপাডিয়ার সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন সানি দেওল। তবে, সেই সম্পর্ক পরিণতি পায়নি। শেষে পূজা দেওলকে বিয়ে করেন সানি। বর্তমানে দাম্পত্য জীবনে সুখী সানি দেওল।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos