
দক্ষিণী ছবির নজরকাড়া অভিনেতা হলেন সোনু সুদ। বলিউডেও কম পরিচিতি নেই। চিরকল অনস্ক্রিনে খলনায়ক তিনি। আর অফ স্ক্রিনে?
অফস্ক্রিনে কিন্তু হিরোদেরকেও টেক্কা দিতে পারেন সনু সুদ। সেই প্রমাণ তিনি কোভিডের সময় দিয়ে দিয়েছেন। বাস্তবের মাটিতে কারও কারও কাছে ভগবান সনু সুদ।
২০২০ সালের পরে যেন একেবারে জীবনের গ্রাফটাই পাল্টেই যায় তাঁর। পর্দায় শয়তানের চরিত্রে অভিয় করলেও বহু মানুষের কাছেই আজ ঈশ্বরের মতো সোনু।
করোনার সময় রাস্তায় আটকা পড়েছিলেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। ভগবানের মতো এসে তাঁদের বাড়ি ফিরিয়েছেন সনু। শুধু তাই নয় অসুস্থদের কাছে ওষুধ পৌঁছে দেওয়া, অক্সিজেনের ব্যবস্থা করা সবটাই করেছেন এই অভিনেতা।
অসহায়কে কিনে দিয়েছেন সেলাই মেশিন, বহু মানুষের রুটি রুজির ব্যবস্থা করেছেন তিনি। আজ রিল থেকে বেরিয়ে এসিয়ে মানুষের কাছে রিয়েল হিরো সনু সুদ।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।