রিয়েল লাইফের হিরো সনু সুদ! কেন হাজার হাজার মানুষ তাঁকে ভগবান বলে মানেন জানেন?

Published : Jul 06, 2024, 04:11 PM IST
sonu sood,

সংক্ষিপ্ত

রিয়েল লাইফের হিরো সনু সুদ! কেন হাজার হাজার মানুষ তাঁকে ভগবান বলে মানেন জানেন?

দক্ষিণী ছবির নজরকাড়া অভিনেতা হলেন সোনু সুদ। বলিউডেও কম পরিচিতি নেই। চিরকল অনস্ক্রিনে খলনায়ক তিনি। আর অফ স্ক্রিনে?

অফস্ক্রিনে কিন্তু হিরোদেরকেও টেক্কা দিতে পারেন সনু সুদ। সেই প্রমাণ তিনি কোভিডের সময় দিয়ে দিয়েছেন। বাস্তবের মাটিতে কারও কারও কাছে ভগবান সনু সুদ।

২০২০ সালের পরে যেন একেবারে জীবনের গ্রাফটাই পাল্টেই যায় তাঁর। পর্দায় শয়তানের চরিত্রে অভিয় করলেও বহু মানুষের কাছেই আজ ঈশ্বরের মতো সোনু।

করোনার সময় রাস্তায় আটকা পড়েছিলেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। ভগবানের মতো এসে তাঁদের বাড়ি ফিরিয়েছেন সনু। শুধু তাই নয় অসুস্থদের কাছে ওষুধ পৌঁছে দেওয়া, অক্সিজেনের ব্যবস্থা করা সবটাই করেছেন এই অভিনেতা।

অসহায়কে কিনে দিয়েছেন সেলাই মেশিন, বহু মানুষের রুটি রুজির ব্যবস্থা করেছেন তিনি। আজ রিল থেকে বেরিয়ে এসিয়ে মানুষের কাছে রিয়েল হিরো সনু সুদ।

PREV
click me!

Recommended Stories

শীঘ্রই আসছে '৩ ইডিয়টস'-র সিক্যুয়েল, নতুন ছবির নাম বিরাট চমক, প্রকাশ্যে এল নয়া তথ্য
ট্রেলার জুড়ে ভরপুর প্রেম কাহিনী, মুক্তি পেল কার্তিক-অনন্যা অভিনীত 'তু মেরি ম্যায় তেরা' ছবির ট্রেলার