রিয়েল লাইফের হিরো সনু সুদ! কেন হাজার হাজার মানুষ তাঁকে ভগবান বলে মানেন জানেন?

রিয়েল লাইফের হিরো সনু সুদ! কেন হাজার হাজার মানুষ তাঁকে ভগবান বলে মানেন জানেন?

দক্ষিণী ছবির নজরকাড়া অভিনেতা হলেন সোনু সুদ। বলিউডেও কম পরিচিতি নেই। চিরকল অনস্ক্রিনে খলনায়ক তিনি। আর অফ স্ক্রিনে?

অফস্ক্রিনে কিন্তু হিরোদেরকেও টেক্কা দিতে পারেন সনু সুদ। সেই প্রমাণ তিনি কোভিডের সময় দিয়ে দিয়েছেন। বাস্তবের মাটিতে কারও কারও কাছে ভগবান সনু সুদ।

Latest Videos

২০২০ সালের পরে যেন একেবারে জীবনের গ্রাফটাই পাল্টেই যায় তাঁর। পর্দায় শয়তানের চরিত্রে অভিয় করলেও বহু মানুষের কাছেই আজ ঈশ্বরের মতো সোনু।

করোনার সময় রাস্তায় আটকা পড়েছিলেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। ভগবানের মতো এসে তাঁদের বাড়ি ফিরিয়েছেন সনু। শুধু তাই নয় অসুস্থদের কাছে ওষুধ পৌঁছে দেওয়া, অক্সিজেনের ব্যবস্থা করা সবটাই করেছেন এই অভিনেতা।

অসহায়কে কিনে দিয়েছেন সেলাই মেশিন, বহু মানুষের রুটি রুজির ব্যবস্থা করেছেন তিনি। আজ রিল থেকে বেরিয়ে এসিয়ে মানুষের কাছে রিয়েল হিরো সনু সুদ।

Share this article
click me!

Latest Videos

'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী | Asianet News Bangla
Hooghly News Today:পাসপোর্ট জালিয়াতির মামলায় ফের পুলিশের হাতে বড়সড় সাফল্য! চাঞ্চল্য Chandannagar-এ
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর