অন্তঃসত্বা ক্যাটরিনা! স্পষ্টই বোঝা যাচ্ছে বেবি বাম্প, কোথায় তারকা দম্পতি?

 অন্তঃসত্বা ক্যাটরিনা! স্পষ্ট বোঝা যাচ্ছে বেবি বাম্প, ভিডিও দেখে তাজ্জব নেট পাড়া

Anulekha Kar | Published : May 23, 2024 1:54 PM IST / Updated: May 23 2024, 07:34 PM IST

অন্তঃসত্ত্বা ক্যাটরিনা। লন্ডনেই নাকি সন্তানের জন্ম দেবেন তিনি। এমন জল্পনা ছড়িয়েছে চারিদিকে। ভিকি ও ক্যাটরিনার একটি ভিডিও প্রকাশ পেতেই এবার সেই জল্পনার আগুনেই ঘি পড়ল। ভাইরাল হওয়া ভিডিওতে চোখে পড়ছে ক্যাটরিনার বেবি বাম্প। তবে কি জল্পনায় সায় দিলেন এই তারকা দম্পতি।

অবশ্য মাস খানেক আগেও ক্যাটরিনার একটি ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। একটি ঘড়ির বিজ্ঞাপনের জন্য একটি ভিডিও পোস্ট করেন তিনি। এই ভিডিওতে একটি সবুজ রঙের চাপা পোশাকে দেখা গিয়েছে নায়িকাকে। সেই ভিডিওতেও স্পষ্ট বোঝা যাচ্ছে ক্যাটরিনার বেবি বাম্প। তাঁর অন্তঃসত্বা হওয়ার খবর প্রকাশ পেতেই এই ভিডিওতেও চোখ পড়েছে নেটিজেনদের। তবে কি নিজেই নিজের অন্তসত্বা হওয়ার খবর দিয়েছিলেন অভিনেত্রী?

মঙ্গলবার ভিকি ক্যাটরিনার একটি ভিডিও ভাইরাল হয়ে যায় নেট মাধ্যমে। ভিকির জন্মদিনে লন্ডনে পাড়ি দেন এই দম্পতি। লন্ডনের রাস্তায় তারকা দম্পতির এই ভিডিওই ভাইরাল হয়ে গিয়েছে নেট মাধ্যমে যেখানে ক্যাটরিনার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে। ওখানেই রয়েছে ক্যাটরিনার পরিবার তাই বোধহয় সন্তানের জন্ম দিতেই ভিনদেশে থাকবেন নায়িকা।

 

 

২০২১ সালের ডিসেম্বরে চার হাত এক হয় ক্যাটরিনা ও ভিকির। বিয়ের ঠিক ২ বছর পরে সন্তান জন্ম দেওয়ার খবর সাড়া ফেলে দিয়েছে নেট মাধ্যমে।

Share this article

Latest Videos

click me!

Latest Videos

Madan Mitra | 'দেব আমাকে ক্ষমা করে দিস ভাই' কেন ক্ষমা চাইলেন মদন মিত্র?
Suvendu Adhikari : রাজ্যপাল নিজে ডেকেছেন, পুলিশ আটকাল কেন? প্রশ্ন শুভেন্দুর
Suvendu Adhikari : 'ভালো হলে কৃতিত্ব নিজেদের, খারাপ হলে দায় শুভেন্দুর!' অভিমানী শুভেন্দুর প্রশ্ন!
আছে প্রমাণ, বড় পদক্ষেপ! রেখা, ববি, হিরণকে নিয়ে 'খেলা' ঘোরাবেন শুভেন্দু! দেখুন | Suvendu Adhikari
Acropolis Mall Fire | অ্যাক্রোপলিস মলে ভয়াবহ আগুন, যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ