ক্যাটের বক্তব্য হল, নাচের সময় ভিকির হাত ও পায়ের অ্যাঙ্কেল অধিকাংশ সময় ভুল থাকে। ভিকি জানান, যে ছবিতেই তার নাচের শ্যুট থাকে, তার রিহার্সালের ভিডিও নিজে থেকে দেখতে চায় ক্যাট। এতে সে খুবই ভয় পায়। ভিকির এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পরই অনেকে ‘জরা হটকে, জরা বাঁচকে’ ছবির ব্যর্থতার জন্য ভিকিতে দায়ী করেন।