খুশি কাপুরের নাকে সার্জারি! ভিডিও প্রকাশ্যে আসতেই তুমুল হইচই, নেটিজেনের মন্তব্যের পাল্টা উত্তর দিলেন অভিনেত্রী

Published : Aug 18, 2024, 11:04 PM IST
khusi kapoor

সংক্ষিপ্ত

খুশি কাপুরের নাকে সার্জারি! ভিডিও প্রকাশ্যে আসতেই তুমুল হইচই, নেটিজেনের মন্তব্যের পাল্টা উত্তর দিলেন খুশি

এবার কসমেটিক্স সার্জারি নিয়ে মুখ খুলে বসলেন অভিনেত্রী খুশি কাপুর। এরপরেই তুমুল বিতর্ক শুরু হয়ে যায় নেট মাধ্যমে। খুশি নিজের সার্জারির কথা সকলকে জানিয়েছেন। জানা গিয়েছে, যে বিনোদন জগতে পা দেওয়ার আগেই সার্জারি করান শ্রীদেবী কন্যা। তবে সেই কথা কোনও দিনই প্রকাশ্যে আনেননি। তবে শনিবার ফের ভাইরাল হয়েয়েছে অভিনেত্রীর পুরান একটা ভিডিও। সেই ভিডিওতে এক অনুরাগীর মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়েই বেফাঁস কথা বলে ফেলেন খুশি।

ভিডিওতে একটি ইভেন্টে ছোটবেলার খুশিকে দেখা গিয়েছে অন্যদিকে পাশে চলছে আরও একটি ভিডিও যেখানে তাকে আর্চিজের প্রিমিয়ারে দেখা গিয়েছে। দুই ভিডিওতে নায়িকার চেহারাতে তুমুল পার্থক্য দেখা গিয়েছে।

খুশির চেহারা দেখে এক নেটিজেন লেখেন, "আমি সত্যি বলছি, খুশিকে দেখতে আগের মতোই আছে। কিন্তু এটা সত্যি মনে হচ্ছে যে তিনি কিছুটা হলেও ওজন কমিয়েছেন।’

অন্য আরও একজন নেটিজেন লেখেন, "ধন্যবাদ। খুশি এখানে ১২ বছর বয়সী একটি মেয়ে, তবে এখনের যে ভিডিয়োটি উনি পোস্ট করেছেন সেখানে তিনি যে ঠোঁটে ফিলার করিয়েছেন তা বোঝা যাচ্ছে। আর এই মন্তব্যের পাল্টা জবাব দেন খুশি। তিনি লেখেন, “ঠোঁট ফিলার এবং (নাকের ইমোজি) হাহাহা।” নায়িকার এই সহজ স্বীকারোক্তি দেখে মন গলে গিয়েছে নেট পাড়ার বাসিন্দাদের। এত সাবলীল ভাবে সার্জারির কথা সকলের সামনে স্বীকার করে নেওয়ায় খুশির প্রতি আপ্লুত সকলেই।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

গোল্ডেন গ্লোবসের মঞ্চে নজর কাড়লেন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া, নিক ঘরণীর পোজে আপ্লুত অনুরাগীরা
ফের শিশু পাচারকারের বিরুদ্ধে লড়াই করবেন রানি, প্রকাশ্যে এল মার্দানি ৩-র ঝলক