খুশি কাপুরের নাকে সার্জারি! ভিডিও প্রকাশ্যে আসতেই তুমুল হইচই, নেটিজেনের মন্তব্যের পাল্টা উত্তর দিলেন অভিনেত্রী

Published : Aug 18, 2024, 11:04 PM IST
khusi kapoor

সংক্ষিপ্ত

খুশি কাপুরের নাকে সার্জারি! ভিডিও প্রকাশ্যে আসতেই তুমুল হইচই, নেটিজেনের মন্তব্যের পাল্টা উত্তর দিলেন খুশি

এবার কসমেটিক্স সার্জারি নিয়ে মুখ খুলে বসলেন অভিনেত্রী খুশি কাপুর। এরপরেই তুমুল বিতর্ক শুরু হয়ে যায় নেট মাধ্যমে। খুশি নিজের সার্জারির কথা সকলকে জানিয়েছেন। জানা গিয়েছে, যে বিনোদন জগতে পা দেওয়ার আগেই সার্জারি করান শ্রীদেবী কন্যা। তবে সেই কথা কোনও দিনই প্রকাশ্যে আনেননি। তবে শনিবার ফের ভাইরাল হয়েয়েছে অভিনেত্রীর পুরান একটা ভিডিও। সেই ভিডিওতে এক অনুরাগীর মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়েই বেফাঁস কথা বলে ফেলেন খুশি।

ভিডিওতে একটি ইভেন্টে ছোটবেলার খুশিকে দেখা গিয়েছে অন্যদিকে পাশে চলছে আরও একটি ভিডিও যেখানে তাকে আর্চিজের প্রিমিয়ারে দেখা গিয়েছে। দুই ভিডিওতে নায়িকার চেহারাতে তুমুল পার্থক্য দেখা গিয়েছে।

খুশির চেহারা দেখে এক নেটিজেন লেখেন, "আমি সত্যি বলছি, খুশিকে দেখতে আগের মতোই আছে। কিন্তু এটা সত্যি মনে হচ্ছে যে তিনি কিছুটা হলেও ওজন কমিয়েছেন।’

অন্য আরও একজন নেটিজেন লেখেন, "ধন্যবাদ। খুশি এখানে ১২ বছর বয়সী একটি মেয়ে, তবে এখনের যে ভিডিয়োটি উনি পোস্ট করেছেন সেখানে তিনি যে ঠোঁটে ফিলার করিয়েছেন তা বোঝা যাচ্ছে। আর এই মন্তব্যের পাল্টা জবাব দেন খুশি। তিনি লেখেন, “ঠোঁট ফিলার এবং (নাকের ইমোজি) হাহাহা।” নায়িকার এই সহজ স্বীকারোক্তি দেখে মন গলে গিয়েছে নেট পাড়ার বাসিন্দাদের। এত সাবলীল ভাবে সার্জারির কথা সকলের সামনে স্বীকার করে নেওয়ায় খুশির প্রতি আপ্লুত সকলেই।

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?