Shreya Ghoshal Birthday: ভারতের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। ১২ মার্চ ৪০তম জন্মদিনে তাঁর প্রতি রইল শুভেচ্ছা। তাঁকে বর্তমানে ভারতীয় নাইটিঙ্গেল বলেও ডাকা হয়। তাঁর সুরেলা যাদুতে মুগ্ধ প্রচুর শ্রোতা।
ভারতের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। ১২ মার্চ ৪০তম জন্মদিনে তাঁর প্রতি রইল শুভেচ্ছা। তাঁকে বর্তমানে ভারতীয় নাইটিঙ্গেল বলেও ডাকা হয়। তাঁর সুরেলা যাদুতে মুগ্ধ প্রচুর শ্রোতা।
210
শ্রেয়া ঘোষালের সুরেলা সফর
শ্রেয়া ঘোষালের গানের গানের সফর শুরু হয় খুব ছোলবেলায়। মাত্র ১৪ বছর বয়সে রিয়্যালিটি শো সা রে গা মা পা-তে ভারতীয় দর্শকগের মন জিতে নেন। জয়ীও হন তিনি।
310
বলিউডে পা
২০০২ সালে বলিউডে পা রাখেন। সঞ্জয় লীলা বনসালির দেবদাস ছবিতে পাঁচটি গান গেয়েছিলেন।
বৈরি পিয়া গানটির জন্য প্রথম তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন।
510
শ্রেয়া ঘোষালের আয়
শ্রেয়া ঘোষাল গান গেয়ে প্রচুর টাকা আয় করেন। তিনি বিজ্ঞাপনেও জিঙ্গেল গান। বর্তমানে একাধিক রিয়ালিটি শোতে তাঁকে বিচারকের ভূমিকায় দেখা যায়।
610
শ্রেয়া ঘোষালের কাজ
এখনও পর্যন্ত শ্রেয়া ২০টি ভাষায় ৩০০০-এর বেশি গান গেয়েছেন। যার অধিকাংশই হিট।
710
শ্রেয়ার বাড়ি
লাইফস্টাইল এশিয়ার মতে শ্রেয়ার মুম্বই ও কলকাতায় বিলাশবহুল বাড়ি রয়েছে।
810
শ্রেয়ার গাড়ি
গাড়ির শখ রয়েছে শ্রেয়ার। তাঁর রয়েছে ১.৬৯ কোটি থেকে ২.৮০ কোটি টাকার একটি রেঞ্জ রোভার স্পোর্ট, ৬৫.৩৮ লক্ষ টাকার একটি বিএমডব্লিউ ৫ সিরিজ এবং ১.৭১ কোটি টাকার একটি মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাস।
910
সম্পদ
শ্রেয়ার প্রায় ২০০ কোটি টাকার সম্পদ রয়েছে। তাঁর বার্ষিক আয় ৩.৭ কোটি টাকা।
1010
পারিশ্রমিক
শ্রেয়া ঘোষাল প্রতিটি গানের জন্য পারিশ্রমিক হিসেবে নেন ২৫ লক্ষ টাকা।