ফিল্ম বদলা ৬ বছর পূর্ণ করলো। সুজয় ঘোষের সিনেমা বদলার ৬ বছর হয়ে গেল। অমিতাভ বচ্চন ও তাপসী পান্নুর মার্ডার মিস্ট্রিতে ভরা এই সিনেমার ক্লাইম্যাক্স আজও চমকে দেয়। সিনেমাটি বক্স অফিস কাঁপিয়েছিল।
পরিচালক সুজয় ঘোষের সাসপেন্স থ্রিলার সিনেমা বদলার মুক্তির ৬ বছর পূর্ণ হল। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি একটি মার্ডার মিস্ট্রি।
27
বদলা সিনেমায় অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং তাপসী পান্নু (Taapsee Pannu) প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও সিনেমাটিতে অমৃতা সিং, টনি লিউক ও মানব কৌলও ছিলেন।
37
বদলা সিনেমায় অমিতাভ বচ্চন বাদল গুপ্ত নামক একজন উকিলের চরিত্রে অভিনয় করেছেন, যিনি নয়না শেঠ অর্থাৎ তাপসী পান্নুকে সাহায্য করতে চান।