সংক্ষিপ্ত
আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার সরব শ্রেয়া ঘোষাল! কনসার্ট পিছিয়ে দিয়ে কী লিখলেন গায়িকা?
এবার আরজিকর কাণ্ডে সরব শ্রেয়া ঘোষাল। পিছিয়ে দিলেন নিজের কনসার্ট। শনিবার সকালে একটি বিবৃতি দিয়ে শ্রেয়া জানান, আগামী ১৪ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে কনসার্ট হওয়ার কথা ছিল তা বদলে অক্টোবরে হবে। তবে ঠিক কবে কনসার্টটি হবে তার দিনক্ষণ জানানি শিল্পী।
এই বিবৃতিতে শ্রেয়া জানিয়েছেন, "কলকাতায় সম্প্রতি যে নৃশংস ঘটনা ঘটেছে, আমাকে তা গভীর ভাবে প্রভাবিত করেছে। এক জন মহিলা হিসাবে ঘটনার নৃশংসতায় আমি শিউরে উঠছি। নির্যাতিতাকে কী ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছিল, তা ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমি এবং আমার প্রচারক এফএম সংস্থা এই পরিস্থিতিতে কলকাতার কনসার্টটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
১৪ সেপ্টেম্বর ওই কনসার্ট হওয়ার কথা ছিল। আগামী অক্টোবরে কনসার্টটি হবে। আমরা সকলেই এই কনসার্টের জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু এই পরিস্থিতিতে প্রতিবাদীদের পাশে দাঁড়ানো অপরিহার্য হয়ে উঠেছে। শুধু ভারত নয়, সারা বিশ্বের মহিলাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।"
কনসার্টটি পিছিয়ে দেওয়ার কারণে ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন শ্রেয়া ঘোষাল। তবে অক্টোবরে কবে কনসার্টটি হবে তার দিন এখনও জানানি শিল্পী।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।