বাড়ছে সম্পর্কের ফাটল, বিচ্ছেদের পথে ঐশ্বর্য-অভিষেকের সম্পর্ক, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে অভিযোগ

ঐশ্বর্যের সঙ্গে যে বচ্চন পরিবারের দূরত্ব বেড়েছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এবার প্রকাশ্যে এল আসল কারণ।

বহুদিন ধরেই চর্চায় ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য কাহিনি। বেশ কিছুদিন তাদের আর এক সঙ্গে দেখা যায়না। বর্তমানে কাজে মন দিয়েছেন ঐশ্বর্য। তেমনই বিভিন্ন স্থানে শুধু মেয়েকে নিয়ে যাচ্ছেন। ঐশ্বর্যের সঙ্গে যে বচ্চন পরিবারের দূরত্ব বেড়েছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

এবার প্রকাশ্যে এল আসল কারণ। জানা গেল কেন সম্পর্কে চিড় ধরেছেন ঐশ্বর্য রাই বচ্চন ও বচ্চন পরিবারের। অভিষেকের সঙ্গে বিয়ের পর থেকে বলিউড থেকে একপ্রকার সরে গিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। মেয়ের জন্মের পর আর সেভাবে কাজে করতে দেখা যায়নি তাঁকে। কিন্তু, শেষ কয় বছর ফের কামব্যাক করেছেন তিনি। অ্যায় দিল হ্যায় মুশকিল, সরবজিৎ থেকে দক্ষিণী ছবিতে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। আর এই নিয়েই নাকি দেখা দিচ্ছে জটিলতা। বচ্চন পরিবারের কেউ একেবারে পছন্দ করছেন না যে তাঁদের বউমা ফের কাজ করুক। যা থেকে শুরু অশান্তি।

Latest Videos

আবার অনেকের দাবি, ননদ শ্বেতার জন্য নাকি শ্বশুর বাড়িতে সমস্যা হচ্ছে ঐশ্বর্যের। অনেকেই বলেন, শ্বেতা বর্তমানে বচ্চন পরিবারের সঙ্গে থাকেন। আর এই কারণেই ননদ-বৌদির অশান্তি চূড়ান্ত পর্যায়। যার থেকে বচ্চন পরিবারের সকলের সঙ্গে বাড়ছে দূরত্ব।

এদিকে কদিন আগে ছিল আরাধ্যা এবং ঐশ্বর্য দুজনেরই জন্মদিন। কিন্তু, অমিতাভ বচ্চন কিংবা জয়া বচ্চন কাউকেই আরাধ্যা এবং ঐশ্বর্যের জন্মদিনে শুভেচ্ছা জানাতে দেখা যায়নি। তেমনই, অমিতাভ বচ্চনের জন্মদিনে মেয়ে আরাধ্যার সঙ্গে বিগ বি-র ছবি পোস্ট করেন ঐশ্বর্য। যা ছিল ফ্যামিলি ফোটো থেকে ক্রপ করা। এই সকল পারিবারিক সমস্যার নিয়ে খবরে ঐশ্বর্য ও বচ্চন পরিবার।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

 

আরও পড়ুন

ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচের মধ্যেই অনুষ্কা ও আথিয়াকে নিয়ে যৌনতাবাদী মন্তব্য হরভজনের , দেখুন ভিডিও

সত্যিই কি শ্রাবন্তীর সঙ্গে প্রেম করছেন জিতু? সোশ্যাল মিডিয়া পোস্টে খোলাসা হল সম্পর্কের কথা

Share this article
click me!

Latest Videos

Rekha Gupta: নারী দিবসে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ রেখা গুপ্তা, দেখুন কী বললেন
অ্যাকশনে দিল্লি পুলিশ, অবৈধ বাংলাদেশীদের খোঁজে ঘরে ঘরে তল্লাশি | Delhi News | Bangladeshi Migrant
'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
জলের জন্য হাহাকার! ৭০ বিঘা চাষ নষ্টের আশঙ্কায় বিক্ষোভ, স্যালো মালিককে ঘিরে তুমুল ধস্তাধস্তি