
রবিবার আমেদাবাদে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ নিয়ে উৎসাহী সকলেই। এবার এই খেলা নিয়ে এক অদ্ভুত মন্তব্য করলেন অভিনেত্রী। বিতর্কিত মন্তব্য করেন তিনি। বিশ্বকাপে ভারত জিতলে তিনি নাকি নগ্ন হয়ে দাঁড়াবেন বিশাখাপত্তনমের সমুদ্র সৈকতে।
২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জেতে ভারত। তখন পুনম পান্ডে বলেছিলেন, ভারত জিতলে এমনই কান্ড করবে সে। কিন্তু, বাস্তবে তা যদিও করেননি। এবার এমনই প্রতিশ্রুতি দিলেন তেলুগু অভিনেত্রী রেখা বোজ।
এবার তেলুগু অভিনেত্রী রেখা বোজের কথা শুনে চমক পেয়েছেন সকলে। অধিকাংশই খারাপ মন্তব্য করেন। কেউ বলেন, নোংরা মানসিকতা। আবার কেউ বলেন, সবই প্রচারের আলোয় থাকা ফিকির। আবার কেউ বলেন, যদি আপনি এমনটা করেন, আমি আপনাকে নিয়ে পালিয়ে যাব। আবার কেউ লেখেন, আপনি এমনটা করলে লোকে আপনার গায়ে পাথর ছুড়বে। কেউ কেউ আবার মজা করে বলেন, সব ছেলেরা প্রস্তুত, ভারত অবশ্যই ফাইনাল ম্যাচ জিতবে। বিশাখাপত্তনম সমুদ্র সৈকতে টিকিট বুক করুন।
বরাবরই তেলুগু অভিনেত্রী রেখা বোজ বিতর্ক তৈরি করে। তিনি মঙ্গল্যম, স্বাথি চিনুকু, রঙ্গিলা, কালায়া তসময়া নামা-র মতো ছবিতে কাজ করেন রেখা। তবে, তেমন খ্যাতি পাননি তেলুগু অভিনেত্রী রেখা বোজ। চলচ্চিত্রে যে সুযোগগুলো পেয়েছিলেন, তা ধরে রাখতে পারেননি। আর এবার খবরে আসতে বা লাইম লাইট কাড়তে এমন অদ্ভুত মন্তব্য করেন তেলুগু অভিনেত্রী রেখা বোজ। নায়িকার সস্তা প্রচারের জন্য রেখা এমন সমালোচনা করেছেন বেশিরভাগ মানুষ।
সে যাই হোক, বিতর্কিত মন্তব্য করে খবরে এলেন তেলুগু অভিনেত্রী রেখা বোজ। বিশ্বকাপকে ঘিরে নোংরা মন্তব্য করলেন তেলুগু অভিনেত্রী। বললেন, ভারত জিতলে নগ্ন হয়ে নাচবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন
ফের বাড়ছে দূরত্ব? নাতনি আরাধ্যাকেও জন্মদিনে শুভেচ্ছা জানালেন না অমিতাভ বচ্চন
Amitabh Bachchan: বিশ্বকাপ ফাইনাল দেখতে যাবেন? দ্বিধায় অমিতাভ বচ্চন
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।