Sid-Kiara: বিয়ের দিন হয়েছিল তুমুল ঝগড়া, জেনে নিন কিয়ারার কোন কাজে আপত্তি ছিল সিডের

Published : Jul 14, 2023, 07:14 AM IST
Kiara Advani Sidharth Malhotra Holi

সংক্ষিপ্ত

বিয়ের দিন দুজনের মধ্যে বিস্তর বচসা হয়। কিয়ারা বলেন, ও একেবারেই চায়নি বিয়ের মুহূর্ত আমরা সোশ্যালে পোস্ট করি।

বলিউডের রিয়েল লাইফ হিট জুটির তালিকায় আছেন কিয়ারা আডবানি ও সিদ্ধার্থ মালহোত্রা। দীর্ঘদিন ডেটিং-র পর সাতপাকে বাঁধা পড়েন তারা। তবে, জানেন কি বিয়ের দিন এই দুই তারকার মধ্যে হয়েছিল বিস্তর অশান্তি। বিয়ের কয়েক মাস পার করতে সে কথা জানালেন নায়িকা।

বললেন, বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়া হোক তা একেবারে চানননি সিদ্ধার্থ। এই নিয়ে দুজনের মধ্যে বিস্তর বচসা হয়। কিয়ারা বলেন, ও একেবারেই চায়নি বিয়ের মুহূর্ত আমরা সোশ্যালে পোস্ট করি। যে ভিডিওটি পোস্ট করা হয়েছিল তা নিয়ে বিশাল তর্ক হয়েছিল। সিড খুবই প্রাইভেট মানুষ। মাঝেমধ্যে মনে হয় একটু বেশিই ব্যক্তিগত।

ছবির বিষয় বিয়ের পরই ঝগড়া হয়েছিল তাঁদের। তবে, পরে কিয়ারার কথা মেনেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন। বিয়েতে গোলাপী রঙের লেগেঙ্গা পরেছিলেন কিয়ারা। সঙ্গে ছিল পান্নার হার। তেমনই কিয়ারার পোশাকের সঙ্গে মিল রেখে শেরওয়ানি পরেছিলেন সিদ্ধার্থ। জয়সলমীরে বিয়ে সেরেছিলেন এই তারকা দম্পতি। বিয়ের পর তাদের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় বিয়ের মঞ্চে একে অপরকে ঘনিষ্ঠ চুম্বন করছেন। ওপর থেকে পড়ছে গোলাপের পাপড়ি। পুরো রাজকীয় ভাবে বিয়ে সেরেছিলেন কিয়ারা ও সিড। তারপর হয়েছিল গ্যান্ড রিসেপশন। সেই পার্টিতে কিয়ারার গলার হার নজর কেড়েছিল সকলের। জানা গিয়েছিল, তিনি গলায় যে দামি রত্নের হার পরেছিলেন তা দিয়ে মুম্বইয়ে তিন তলা বাড়ি তৈরি করা সম্ভব। সে যাই হোক, আপাতত সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছেন কিয়ারা ও সিড। সঙ্গে কাজও করছেন দুজন।

সদ্য মুক্তি পেয়েছে কিয়ারা অভিনীত সত্যপ্রেম কি কথা। এই ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে দ্বিতীয়বার জুটি বাঁধেন কিয়ারা। ছবিটি বেশ ভালোবাসা পেয়েছে দর্শকদের থেকে। ছবির আয়ও নেহাত কম হয়নি। এদিকে সিদ্ধার্থকে শেষ মিশন মজনু ছবিতে দেখা গিয়েছিল। রশ্মিকা মান্দানার সঙ্গে জুটি বেঁধেছিলেন সিদ্ধার্থ। বর্তমানে ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত নায়ক। শীঘ্রই ওটিটি-তে দেখা যাবে তাঁকে। অন্য দিকে কিয়ারা এবার পা রাখবেন দক্ষিণী ছবিতে। তেলেগু ভাষায় ছবি তৈরি করছেন নায়িকা। সে যাই হোক, বর্তনাবে দুজনেই নিজের কাজে ব্যস্ত। সংসার ও কাজ দুই সামলাচ্ছেন সুন্দর ভাবে। প্রায়শই একসঙ্গে দেখা য়ায় কিয়ারা ও সিডকে। বলিউডের এই লাভ বার্ডের প্রেম নজর কাড়ে সকলে।

 

আরও পড়ুন

Kick 2: ফের সিক্যুয়েল ছবিতে ভাইজান, ‘কিক ২’ নিয়ে আসছেন সাজিদ নাদিয়াদওয়ালা ও সলমন জুটি

'আমি যেখানে অরিজিৎ দাদা সেখানে,' জওয়ান নিয়ে বড় আপডেট দিলেন শাহরুখ

OMG 2: পরের পর ফ্লপ ছবি, এই কারণেই কি পারিশ্রমিক কমল খিলাড়ি কুমারের?

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?