Kick 2: ফের সিক্যুয়েল ছবিতে ভাইজান, ‘কিক ২’ নিয়ে আসছেন সাজিদ নাদিয়াদওয়ালা ও সলমন জুটি

Published : Jul 14, 2023, 06:40 AM IST
KICK

সংক্ষিপ্ত

‘টাইগার ৩’-র কাজ শেষ হলে হাত দেবে ‘কিক ২’ ছবির কাজে। চিত্রনাট্য লেখা হয়ে গিয়েছে ছবির। চলছে চিত্রনাট্য আরও উন্নত করার কাজ।

ফের বলিপাড়া সরগরম ভাইজানের নতুন ছবির খবরে। শীঘ্রই আসছেন ভাইজান। শোনা যাচ্ছে, ‘টাইগার ৩’-র কাজ শেষ হলে হাত দেবে ‘কিক ২’ ছবির কাজে। ভাইজানের কেরিয়ারের আরও একটি হিট ছবি হল ‘কিক’। শোনা যাচ্ছে এই ছবির সিক্যুয়েল তৈরি করবেন ভাইজান।

বর্তমানে চলছে সিক্যুয়েল ছবির ট্রেন্ড। পরিচালক থেকে প্রযোজক- সকলেই হিট ছবির সিক্যুয়েল তৈরিতে ব্যস্ত। শীঘ্রই মুক্তি পাবে ‘OMG 2’। ১১ বছর পর তৈরি হল ‘OMG’ ছবির সিক্যুয়েল। তেমনই কাজ চলছে ‘টাইগার ৩’ ছবির। এটি সলমনের আরও এক সিক্যুয়েল ছবি। তেমনই বলিউডে তৈরি হবে ‘ডন ৩’, ‘হাউসফুল ৫’, ‘জলি এলএলবি ৩’-সহ একাধিক সিক্যুয়েল ছবি। বর্তমানে সকল হিট ছবির সিক্যুয়েল তৈরিতে মগ্ন তারকারা। সে যাই হোক, এবার খবরে এল ‘কিক ২’ ছবির কথা।

সদ্য এক সাক্ষাৎকারে সাজিদ নাদিয়াদওয়ালা বলেন, কিক ছবি দিয়ে হাতেখরি হয়েছিল তাঁর। ছবিটি সে সময় ২০০ কোটির ওপর ব্যবসা করেছিল। তাঁর কথাতেই ইঙ্গিত মেলে আসছে ‘কিক ২’। জানা গিয়েছে, চিত্রনাট্য লেখা হয়ে গিয়েছে ছবির। চলছে চিত্রনাট্য আরও উন্নত করার কাজ। তিনি জানান, ছবির কাজ শুরু হবে দেরি আছে। বাকি কিছু কাজ শেষ করে তবেই শুরু হবে শ্যুটিং। এদিকে ছবির প্রধান চরিত্রে যে ভাইজান থাকছে তা পরিচালকের কথাতেই স্পষ্ট। তবে, নায়িকা হিসেবে কাকে দেখা যাবে, তা এখনও জানা যায়নি।

এদিকে বর্তমানে ‘টাইগার ৩’ ছবির কাজে ব্যস্ত ভাইজান। ছবির শ্যুটিং শেষ। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। শোনা গিয়েছে, দিওয়ালি-তে আসছে ‘টাইগার ৩’। টাইগার ছবিতে সলমনের বিপরীতে ক্যাটের দেখা মিলবে বলেই আশা সকলের। এর আগে টাইগার সিরিজের বাকি ছবিতে সলমনের সঙ্গে জুটি বেঁধেছিলেন ক্যাট। এবারও আশা করা যায় তার অন্যথা হবে না।

সে যাই হোক, ‘টাইগার ৩’-র পর আসছে ‘কিক ২’। তবে, কবে থেকে ছবির কাজ শুরু হবে তা জানা যায়নি। পরিচালকের কথায় স্পষ্ট ‘কিক ২’-এ হাত দেওয়ার আগে অন্য কোনও কাজ সেরে নেবেন। সবে লেখা হয়েছে স্ক্রিপ্ট। তা নিয়ে এখন চলছে পরীক্ষানিরীক্ষা। স্ক্রিপ্টের কাজ পুরো শেষ হলে কাস্ট নির্বাচন হতে পারে। কারণ ছবিতে নায়িকা হিসেবে কে থাকছেন তা এখনও জানা যায়নি। সে যাই হোক, এখন ছবি মুক্তির অপেক্ষা। 

 

আরও পড়ুন

রাম সেতু থেকে লক্ষ্মী বম্ব- অক্ষয় অভিনীত এই আট ছবি জড়িয়েছে বিতর্কে

'আমি যেখানে অরিজিৎ দাদা সেখানে,' জওয়ান নিয়ে বড় আপডেট দিলেন শাহরুখ

OMG 2: পরের পর ফ্লপ ছবি, এই কারণেই কি পারিশ্রমিক কমল খিলাড়ি কুমারের?

 

 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত