বিদেশিনীকে ভুলে কী দেখে ২৪ বছরের ছোট পূজার প্রেমে পড়লেন সলমন, ফাঁস হল আসল কারণ

সলমন খান ও পূজা হেগড়েকে নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে দিনকয়েক ধরেই। বলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে,বয়সে ২৪ বছরের ছোট পূজার সঙ্গেই রিলেশনশিপে রয়েছেন ভাইজান। হঠাৎ কেন বিদেশিনীকে ছেড়ে হাঁটুর বয়সী প্রেমিকাকে মন দিলেন ভাইজান, ফাঁস হল আসল কারণ।

 

Web Desk - ANB | Published : Dec 12, 2022 8:33 AM IST
19

বলিউডের ব্যাচেলর-এর তকমা আজও  মোছেনি তার থেকে। বহু নায়িকার সঙ্গে গুঞ্জন শোনা গেলেও ৫০ পেরিয়েও তিনি বলিউডের মোস্ট পপুলার 'চিরকুমার'। একাধিক সম্পর্ক থেকে বিচ্ছেদ সবেতেই যেন তিনি শীর্ষে রয়েছেন। বি-টাউনের মোস্ট পপুলার  লাভারবয়ের প্রেমে হাবুডুবু খেয়েছেন তাবড় তাবড় অভিনেত্রীরাও।
 

29

একের পর এক অভিনেত্রীর সঙ্গে প্রেমের লীলায় মেতে উঠেছিলেন বলিউডের এই লাভার বয়। ঐশ্বর্য থেকে ক্যাটরিনা, সংগীতা বিজলানি, সোমি আলি,  ইউলিয়া, জ্যাকলিন কেউই বাদ যায়নি ভাইজানের তালিকা থেকে। তবে কি এবার  সিঙ্গল তকমা ঘুচতে চলেছে বলিউডের ভাইজানের।
 

39

বিদেশিনীদের প্রতি যে কতটা দুর্বল ভাইজান তা সকলেরই জানা। ক্যাটরিনা থেকে জ্যাকলিন শেষে ইউলিয়ার সঙ্গে সম্পর্কে নাম জড়িয়েছে ভাইজানের।  তবে এবার কোনও বিদেশিনী নয় বরং দক্ষিণী সুন্দরীর প্রতি মন পড়েছে সলমনের।

49

 বলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, বয়সে ২৪ বছরের ছোট নায়িকার সঙ্গে প্রেম করছেন সলমন খান। কে এই দক্ষিণী সুন্দরী,  কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন ভাইজান, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তিনি হলেন কিসি কা ভাই কিসি কি জান -কো স্টার পূজা হেগড়ে। শোনা যাচ্ছে পূজাই  এখন সলমনের নয়নের মণি।

59

ইউলিয়ার সঙ্গে সলমনের ঘনিষ্ঠতার কথা সকলেরই জানা। তবে হঠাৎ কেন বিদেশিনীকে ছেড়ে হাঁটুর বয়সী প্রেমিকাকে মন দিলেন ভাইজান, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। সলমনের আপকামিং ছবি কিসি কা ভাই কিসি কি জান-এর নায়িকা পূজা সামিল হয়েছিলেন দাবাং ট্যুরে। তবে কি সেখান থেকেই সম্পর্কের শুরু।
 

69

বলিউডের অন্দরের এক ব্যক্তি টুইটারে দাবি করেছিলেন, সলমন খান নাকি পূজার সঙ্গে সম্পর্কে রয়েছে। ভাইজানের ঘনিষ্ঠ সূত্র থেকে এমনটাই জানা গিয়েছে। ফিল্ম সমালোচক উমের সান্ধু আরও দাবি করেন, ভাইজান মন দিয়েছেন পূজা হেগড়েকে। সলমন খানের প্রোডাকশন হাউসের আগামী ছবির নায়িকাও পূজা। বর্তমানে পূজার সঙ্গেই সময় কাটাচ্ছেন সলমন খান।
 

79


সলমনের কাছের বন্ধু তথা খ্যাতনামা পরিচালক সলমনের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি নিউজ পোর্টালকে তিনি জানিয়েছেন,  যে সমস্ত লোক এই ধরনের খবর ছড়ায়, তাদের লজ্জা থাকা উচিত। ওই মেয়েটা  সলমনের মেয়ের বয়সী। একটা ছবি করেছেন মানে ওরা প্রেম করছে। তবে এটা কিন্তু অস্বস্তিকর খবর।

89

সলমনের এই বন্ধু পরিচালক আরও জানান, যদিও ভাইজানের সঙ্গে একাধিকবার বলি ডিভাদের নাম জড়ায়। সলমন নিজেও এসব খবর গায়ে মাখায় না, ওর কিছু যায় আসে না। সুদীর্ঘ কেরিয়ারে একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে সলমনের।
 

99

কিছুদিন আগে পর্যন্ত ইউলিয়ার সঙ্গে সব জায়গায় দেখা যেত সলমনকে। এককথায় নারীদের দিয়ে সর্বদাই চর্চায় থাকেন বলি স্টার। তবে প্রেমের গুঞ্জনে স্পিকটি নট সলমন ও পূজা। তবে কি সারাজীবন ব্যাচেলর থাকবেন ভাইজান, এই প্রশ্ন করছেন ভক্তরা।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos