হাতে আর মাত্র কয়েকদিন, এই বিশেষ দিনেই বসতে চলেছে আথিয়া-রাহুলের বিয়ের আসর
বলিউডের গ্র্যান্ড ওয়েডিংয়ের দিকে সকলেই তাকিয়ে। গত কয়েকমাস ধরেই আথিয়া শেট্টি ও কে এল রাহুলের বিয়ের চর্চা জোরকদমে চলছে। কবে বাজবে বিয়ের সানাই। আপাতত তা জানার জন্যই মুখিয়ে রয়েছেন সকলে। সূত্রের খবর, এই বিশেষ দিনেই বসতে চলেছে রাহুল ও আথিয়ার বিয়ের আসর।
Web Desk - ANB | Published : Dec 13, 2022 4:22 AM IST / Updated: Dec 13 2022, 10:53 AM IST
গত কয়েকমাস ধরেই সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি ও কে এল রাহুলের বিয়ের চর্চা জোরকদমে চলছে। ভারতীয় ক্রিকেট দলের ডান হাতি ব্যাটসম্যান ও উইকেট কিপার কে এল রাহুলের সঙ্গেই দীর্ঘদিন ধরে রিলেশনশিপে রয়েছেন বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি।
বলিউডের গ্র্যান্ড ওয়েডিং নিয়ে চর্চার শেষ নেই। টি২০ ওয়ার্ল্ডকাপের সফর শেষ হতে না হতেই ফের রাহুল ও আথিয়ার বিয়ে নিয়ে শোরগোল শুরু হয়েছে। তিন বছরের প্রেম শীঘ্রই পরিণতি পেতে চলেছে। আর মাত্র কয়েকদিন, তারপরেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন আথিয়া ও রাহুল।
সূত্রের খবর,জানুয়ারির ২১ থেকে ২৩ তারিখ বসতে চলেছে আথিয়া ও রাহুলের বিয়ের আসর। প্রথমে শোনা গিয়েছিল, বাংলাদেশের টেস্ট সিরিজের পর জানুয়ারির প্রথম সপ্তাহটা ছুটি চেয়েছিলেন বিসিসিআইয়ের কাছে। তবে ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে ডিসেম্বরের শেষ থেকেই নিমন্ত্রণপত্র পাঠানো শুরু করবেন এবং জানুয়ারির ২১ ও ২৩ তারিখ ফাঁকা রাখার কথা বলা হয়েছে।
যদি আথিয়ার পরিবারের পক্ষ থেকে কোনওরকম শিলমোহর পাওয়া যায়নি। এই মুহূর্তে বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত দুই পরিবার। সূত্র বলছে, দক্ষিণী মতেই বিয়ে সারবেন আথিয়া ও রাহুল। জাঁকজমক করেই বসবে হলদি-মেহেন্দি-সংগীতের আসর।
সম্প্রতি এক প্রথমসারির সংবাদমাধ্যমকে সুনীল জানিয়েছেন,খুব শীঘ্রই আথিয়া ও রাহুল বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। জোরকদমে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। রাহুল টি২০ ওয়ার্ল্ডকাপের সফর শেষ কে মুম্বই ফিরতেই বিয়ের কেনাকাটাও শুরু করে দিয়েছেন।
বিয়ের জন্য পাঁচতারা কোনও হোটেল নয়, বরং নিজের বাংলোতেই মেয়ের বিয়ে দিতে চান সুনীল। এবং পরিবারের সকল মানুষদের নিয়েই বিয়ের অনুষ্ঠান করতে চান রাহুল ও আথিয়া। সূত্রের খবর ইতিমধ্যেই ওয়েডিং প্ল্যানাররা সেই বাংলো গিয়ে ঘুরেও দেখেছেন। এবং ডেকোরেশনের প্রস্তুতিও শুরু হয়ে গেছে।
ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, মুম্বইয়ের বান্দ্রার সাগরমুখী ফ্ল্যাটে নয়া সংসার পেতেছেন আথিয়া ও রাহুল। দুজনে নাকি চুটিয়ে লিভ-ইন করছেন। শোনা যাচ্ছে ওয়ার্ক শিডিউলের মধ্যেই ফাঁকা সময় বার করে সময় কাটাচ্ছেনএই জুটি। এমনকী বিয়ের পরও নাকি এখানেই থাকতে পারেন বলে জানা গেছে।
আথিয়ার বিয়ে নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে সুনীল শেট্টিকে। বরাবরই নিজের মতো করে তার জবাবও দিয়েছেন সুনীল। ফের আবার মেয়ের বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে অভিনেতাকে। তিনি আবারও হ্যাঁ না বলছেন। কিছুদিন আগেই আথিয়ার বিয়ের জল্পনায় জল ঢেলে মুখ খুলেছিলেন সুনীল শেট্টি। ওয়েব শো ধারাভি ব্যাঙ্ক-এর লঞ্চ ইভেন্টে সুনীলকে প্রশ্ন করা হয় তার মেয়ে আথিয়া আর সুনীলের বিয়ে কবে হবে। যার জবাবে অভিনেতা জানান জলদি হোগি, জলদি।