World Music Day: রইল ১০টি হিট ছবির তালিকা, গান ও গায়কের জীবন নিয়ে তৈরি এই সকল ছবি

পালিত হচ্ছে বিশ্ব সঙ্গীত দিবস। আজ এই বিশেষ দিনে রইল ১০টি হিট ছবির কথা। এই সব ছবির কেন্দ্রে রয়েছে গান ও গায়কের জীবনের উত্থান-পতন। দেখে নিন ছবির তালিকা।

Sayanita Chakraborty | Published : Jun 21, 2023 10:37 AM IST
110

রকস্টার (২০১১)

২০১১ সালে মুক্তি পায় রকস্টার। ছবিটি পরিচালনা করেন ইমতিয়াজ আলি। রণবীর কাপুর ও নার্গিস ফকসে অভিনয় করেছিলেন প্রধান চরিত্রে। ছবিতে উঠে এসেছিল এক গায়কের জীবনের লড়াই। সে সময় ছবি তো বটেই ছবির গানও বেশ হিট করেছিল।

210

আশিকি ২ (২০১৩)

২০১৩ সালে মুক্তি পাওয়া আশিকি ২ একটি হিট ছবি। ছবির গান থেকে গল্প সবই আকর্ষণ করেছিল দর্শকদের। এই ছবির প্রধান চরিত্রে দেখা যায় আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুরকে। এক শিল্পীর জীবনের ওপর তৈরি এই ছবি।

310

সাউন্ডট্র্যাক (২০১১)

২০১১ সালে সাউন্ডট্র্যাক মুক্তি। এক শিল্পীর কাহিনি বিশেষ ভাবে ফুটে উঠেছে ছবিতে। ছবির প্রধান চরিত্রে ছিলেন সোহা আলি খান ও রাজীব খান্ডেলওয়াল। এক মিউজিসিয়ানের জীবনের লড়াই বিশেষ ভাবে ফুটে উঠেছে ছবিতে। গল্পের কেন্দ্রে রয়েছে গায়কের জীবনের লড়াই।

410

বৈজু বাওয়া (১৯৫২)

১৯৫২ সালে মুক্তি পায় বৈজু বাওয়া। এক তরুণ শিল্পীর কাহিনি নিয়ে তৈরি ছবি। ছবি প্রযোজনা করে ছিলেন বিজয় ভাট। প্রধান চরিত্রে দেখা গিয়েছিল ভারত ভূষণ ও মীনা কুমারিকে। গল্পের কেন্দ্রে রয়েছে গায়কের জীবনের উত্থান-পতন।

510

কর্জ (১৯৮০)

১৯৮০ সালে মুক্তি পায় কর্জ। ঋষি কাপুর ও টিনা মুনিম অভিনীত এই ছবিটি বেশ সফল হয়েছিল। ছবির পরিচালনা করেছিলেন সুভাষ ঘাই। ছবিটি বেস্ট মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছিল সে সময়। ছবিটি বক্স অফিসে বেশ সফল হয়েছিল।

610

অভিমান (১৯৭৩)

১৯৭৩ সালে মুক্তি পায় অভিমান। অমিতাভ বচ্চন ও জয়া ভাদুরী অভিনীত অভিমীন একটি সফল ছবি। গল্পের কেন্দ্রে রয়েছে গায়কের জীবনের উত্থান-পতন। ছবির গান করেছিলেন এস ডি বর্মন। ছবিটি পরিচালনা করেছিলেন হৃষিকেশ মুখোপাধ্যায়।

710

লন্ডন ড্রিমস (২০০৯)

২০০৯ সালে মুক্তি পায় লন্ডন ড্রিমস। সলমন খান, আজয় দেবগণ, আশিন অভিনয় করেছিল ছবির প্রধান চরিত্রে। বিপুল শাহ পরিচালিত লন্ডন ড্রিমস ছবির মিউজিক করেছিল শঙ্কর-এশান-লয়। লিরিক্স দিয়েছিলেন প্রসুন জোশী।

810

সুর- দ্য মেলোডি অফ লাইফ (২০০২)

২০০২ সালে মুক্তি পাওয়া সুর- দ্য মেলোডি অফ লাইফ বলিউডের আরও একটি হিট ছবি। ছবির পরিচালনা করেছিলেন তনুজা চন্দ্র। লাকি আলি ও গৌরি কর্নিক অভিনয় করেছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে। একজন গায়কের জীবন উঠে এসেছিল ছবিতে।

910

দিল দে চুকে সনম

১৯৯৯ সালের হিট ছবি দিল দে চুকে সনম। সঞ্জয় লীলা বনসলি পরিচালিত ছহিটি একটি মিউজিকাল রোম্যান্টি ড্রামা। সলমন খান, ঐশ্বর্য রাই ও অজয় দেবগণ পরিচালিত ছবিটি কতটা হিট ছিল তা বলার অপেক্ষা রাখে না। গল্পে দেখা যায়, ক্লাসিক্যাল মিউজিক শিখতেই সলমন ঐশ্বর্যের বাবার কাছে আসেন। তারপর তাদের মধ্যে প্রেম হয়। ছবির গানহুলো আজও বলিউড হিট গানের তালিকায় স্থান পায়।

1010

রক অন (২০০৮)

২০০৮ সালে মুক্তি পায় রক অন। একটি মিউজিক গ্রুপের কাহিনি নিয়ে তৈরি এই ছবি। ছবি দিয়ে ডেবিউ করেন ফারহান আখতার ও প্রাচী দেশাই। ছবিটি সে সময় এতটাই হিট করেছিল যে আজও এর সাফল্য নজর কাড়ে সকলের।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos