Valentine’s Day 2024: রইল বলিউডের সেরা সাত অনস্ক্রিন জুটির কথা, দেখে নিন তালিকায় কে কে আছেন

Published : Feb 14, 2024, 03:23 PM ISTUpdated : Feb 14, 2024, 03:24 PM IST

সর্বত্র এখন প্রেম প্রেম রব। পালিত হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। এই বিশেষ দিনে রইল বলিউডের সেরা সাত অনস্ক্রিন জুটির কথা, দেখে নিন তালিকায় কে কে আছেন।

PREV
17

বানি ও নয়না

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিতে বানি ও নয়না জুটি ব্যাপক হিট করে। রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোণের জুটি ব্যাপক হিট করেছিল।

27

রাহুল ও অঞ্জলি

কভি খুশি কভি খুশি ছবিতে নজর কেড়েছিলেন রাহুল ও অঞ্জলি। শাহরুখ খান ও কাজলকে দেখা গিয়েছিল এই ছবিতে। তেমনই শাহরুখ খান ও কাজলের জুটি একাধিক হিট উপহার দিয়েছেন দর্শকদের। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির রাজ সিমরনের জুটিও হিট করেছিল।

37

আদিত্য ও গীত

জব উই মিট ছবিতে আদিত্য ও গীতের জুটি ব্যাপক হিট করেছিল। করিনা কাপুর খান ও শাহিদ কাপুরকে দেখা গিয়েছিল এই চরিত্রে।

47

আরিয়ান ও সুনেরি

ধুম ২ ছবি থেকে হিট করেছিল আরিয়ান ও সুনেরি-র জুটি। হৃতিক রোশন ও ঐশ্বর্য রাইকে দেখা গিয়েছিল এই চরিত্রে। তেমনই যোধা আকবর ছবিতে হৃতিক রোশন ও ঐশ্বর্য রাই বচ্চনের জুটি ব্যাপক হিট করেছিল।

57

বিট্টু শর্মা ও শ্রুতি কক্কর

২০১০ সালে মুক্তি পায় ব্যান্ড বাজা বারাত। ছবিতে বিট্টু শর্মা ও শ্রুতি কক্করের জুটি নজর কেড়েছিল সকলের। বহু পুরস্কারও পেয়েছিল এই জুটি। রণবীর সিং ও অনুষ্কা শর্মাকে দেখা গিয়েছিল ছবির চরিত্রে।

67

হাম্পটি ও কাভিয়া

হাম্পটি শর্মা কি দুলহানিয়া ছবির হাম্পটি ও কাভিয়া জুটি ব্যাপক হিট করেছিল। আলিয়া ভাট ও বরুণ ধাওয়াকে দেখা গিয়েছিল এই দুই চরিত্রে।

77

প্রেম ও নিশা

হাম আপকে হ্যায় কউন ছবির সাফল্যের কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এই ছবির প্রেম ও নিশার জুটি সকলে মনে রেখেছেন। ছবিতে প্রেম ও নিশার চরিত্রে অভিনয় করেছিলেন সলমন খান ও মাধুরী।

click me!

Recommended Stories