এই পাঁচ ছবিতে বিগ বি-র কন্ঠস্বর নজর কেড়েছিল সকলের, জন্মদিনে রইল শহেনশার গুণের কথা

Published : Oct 11, 2023, 03:22 PM IST
Amitabh Bachchan Luxury Lifestyle

সংক্ষিপ্ত

আজ রইল এমনই ব্লকবাস্টার হিট পাঁচটি ছবির কথা। যে সকল ছবিতে ন্যারেশন বা ভয়েস ওভার দিয়েছিলেন তিনি।

বলিউডের শহেনশা হলেন তিনি। বয়স ৮০ পার করলেও তাঁর খ্যাতি সামান্য কমেনি। বরং, ক্রমে বেড়ে চলেছে বলা চলে। আজও এই বয়সে সিলভার স্ক্রিন দাপিয়ে কাজ করছেন বিগ বি। অভিনয় তো বটেই তেমনই অনেক ছবিত শোনা যায় তাঁর কন্ঠস্বর। ছবিতে তাঁর ন্যারেশন বা ভয়েস ওভার নজর কাড়ে সকলের। আজ রইল এমনই ব্লকবাস্টার হিট পাঁচটি ছবির কথা। যে সকল ছবিতে ন্যারেশন বা ভয়েস ওভার দিয়েছিলেন তিনি।

লগান- আশুতোষ গোয়ারিকর পরিচালিত লগান সব সময় রয়েছে হিট ছবির তালিকায়। ছবিটি অস্কারের মঞ্চে নমিনেশনও পেয়েছিল। এই ছবিতে শোনা গিয়েছিল বিগ বি-র কন্ঠস্বর।

কাহিনি- বিদ্যা অভিনীত কাহিনি ব্যাপক হিট করেছিল সে সময়। সুজয় ঘোষ পরিচালনা করেছেন ছবিটি। ৮ কোটি বাজেটের এই ছবি আয় করেছিল ১০৪ কোটি। ছবিতে শোনা গিয়েছিল অমিতাভ বচ্চনের কন্ঠস্বর।

যোধা আকরব- ঐশ্বর্য রাই বচ্চন ও হৃতিক রোশন অভিনীত যোধা আকরব ব্যাপক হিট করেছিল। এই ছবিতেও শোনা গিয়েছিল অমিতাভ বচ্চনের কন্ঠস্বর।

কৃষ ৩- হৃতিক অভিনীত ছবিও রয়েছে এই তালিকায়। কৃষ ৩ ছবিতে শোনা গিয়েছে অমিতাভ বচ্চনের কন্ঠস্বর। ৪০০ কোটি আয় করেছিল ছবিটি।

ব্রক্ষাস্ত্র- সদ্য মুক্তি পেয়েছে ব্রক্ষাস্ত্র। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। তবে, অভিনয় ছাড়াও ছবিতে ন্যারেশন বা ভয়েস ওভার দিয়েছেন বিগ বি।

এদিকে, আজ ৮১ বছরে পা দিলেন বিগ বি। গত রাত থেকে শুরু হয়েছে অমিতাভ বচ্চনের জন্মদিন। সেই সকল ছবি এসেছে প্রকাশ্যে। যা মুহূর্তে হয়েছে ভাইরাল। যেখানে দেখা মিলেছে তাঁর পরিবারের সদস্যদের। 

 


আরও পড়ুন

পুলিশের দারস্থ অভিনেত্রী দিব্যা প্রভা, বিমানে হেনস্থার শিকার মালয়ালম অভিনেত্রী

National cinema day: মহালয়ার আগের দিন মাল্টিপ্লেক্সে সিনেমা দেখুন মাত্র ৯৯টাকায়, কীভাবে? জানুন এক ক্লিকে

১৯ অক্টোবর বাংলায় মুক্তি পাবে 'বাঘা যতীন', প্রকাশ্যে এল ছবির ট্রেলার

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে