Real Life Couples: আলিয়া-রণবীর থেকে করিনা-সইফ, ছবির পর্দায় রোম্যান্স করতে দেখা গিয়েছে এই সকল ‘রিয়েল লাইফ’ জুটিদের
চরিত্র সঠিক ভাবে ফুটিয়ে তুলতে অনস্ক্রিন রোম্যান্স করে থাকেন তারকারা। ছবির চাহিদার্থে কো স্টারের সঙ্গে ঘনিষ্ঠ হওয়াটা বর্তমানে স্বাভাবিক বিষয়। আজ রইল কয়টি রিয়েল লাইফ জুটির কথা, ছবির পর্দায় জমিয়ে রোম্যান্স করেছেন এরা।
সদ্য প্রকাশ্যে এসেছে লাস্ট স্টোরি ২-র ট্রেলার। যা দেখে বোঝা যাচ্ছে রিয়েল লাইফ জুটি তামান্না ভাটিয়া ও বিজয় বর্মা জমিয়ে অনস্ক্রিন রোম্যান্স করতে চলেছেন। সদ্য প্রকাশ্যে আসা ট্রেলার ঘিরে শুরু হয়েছে জল্পনাও। এই প্রথম চুম্বনের দৃশ্যে অভিনয় করলেন তামান্না।
210
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোণ
রামলীলা ছবিতে অনস্ক্রিন চুটিয়ে রোম্যান্স করেছে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোণ। শোনা যায়, সে সময় তারা সম্পর্কে ছিলেন। পরে সাত পাকে বাঁধা পড়েন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোণ। এই রামলীলা ছবিতে একাধিক ঘনিষ্ঠি দৃশ্যে অভিনয় করেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোণ।
310
আলিয়া ভাট ও রণবীর কাপুর
সদ্য আলিয়া ভাট ও রণবীর কাপুরের পরিবারে এসেছে নতুন সদস্য। মা হয়েছেন আলিয়া। দেখতে দেখতে ৬ মাসের বেশি পার করেছে মেয়ের বয়স। গত বছর বিয়ে করেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। এর আগে ব্রক্ষাস্ত্র ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল আলিয়া ভাট ও রণবীর কাপুরকে। সেই ছবিতে রোম্যান্টির দৃশ্যে অভিনয় করেন তারা।
410
রীতেশ দেশমুখ ও জেনেলিয়া
ছবির সেট থেকেই প্রেম। দীর্ঘদিন প্রেম করার পর বিয়ে করেন রীতেশ দেশমুখ ও জেনেলিয়া। একাধিক ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল রীতেশ দেশমুখ ও জেনেলিয়াকে। তেমনই তেনে নাল লাভ হো গ্যায়া ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন রিয়েল লাইফ জুটি রীতেশ দেশমুখ ও জেনেলিয়া।
510
কাজল-অজয় দেবগণ
একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেন কাজল-অজয় দেবগণ। পেয়ার তো হোনা হি থা, ইস্ক ও রাজু চাচা ছবিতে অনস্ক্রিন রোম্যান্স করতে দেখা গিয়েছিল রিয়েল লাইফ জুটি কাজল-অজয় দেবগণকে। তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি নজর কাড়ত সকলের।
610
করিনা কাপুর খান ও সইফ আলি খান
দীর্ঘদিনের পরিচয় থাকলেও ছবির সেটেই প্রেম শুরু করিনা কাপুর খান ও সইফ আলি খানের। একসঙ্গে কাজ করেছেন একাধিক ছবিতেও। কুর্বান, তাসান ও এজেন্ট বিনোদ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে করিনা কাপুর খান ও সইফ আলি খানকে। তেমনই ছবির পর্দায় রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করেছেন তাঁরা।
710
বিপাশা বসু ও করণ সিং গ্রোভার
২০১৬ সালে গাঁট ছড়া বাঁধেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। এক কন্যা সন্তানের অভিভাবক হয়েছেন তারা। বিয়ের আগে হরর ছবিতে দেখা গিয়েছি এই দুই-কে সেই ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার।
810
ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন
বলিউডের আরও এক হিট দুটি হল সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানি। শেরশাহ ছবিতে একসঙ্গে কাজ করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানি। ছবির চরিত্র ফুটিয়ে তুললেন রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে দেখা যায় সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানিকে।
910
ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন
একাধিক ছবিতে একসঙ্গে কাজ করছেন ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন। তালিকায় আছে গুরু থেকে উমরাও জান। ছবির পর্দায় রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতেও দেখা গিয়েছিল এই হিট জুটিকে।
1010
রিয়েল লাইফ জুটি
এমনই একাধিক রিয়েল লাইফ জুটিকে দেখা গিয়েছিল ছবির পর্দায়। একাধিক ছবিতে কাজ করেছেন তাঁরা। তেমনই ছবির চাহিদার্থে কো স্টারের সঙ্গে রোম্যান্টিক অথবা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ও করেছেন এই সকল তারকা জুগল।