দেখে নিন গোটা সপ্তাহে কত আয় হল ছবির, সঙ্গে রইল AI নির্মিত 'আদিপুরুষ' ছবিতে প্রভাস-কৃতির লুক
ছবি মুক্তি পেয়েছে মাত্রা এক সপ্তাহ হল। এরই মাঝে প্রতিদিন কোনও না কোনও বিতর্কের কারণে খবরে এসেছে ছবিটি। দেখে নিন গোটা সপ্তাহে কত আয় করল ছবিটি। সঙ্গে প্রকাশ্যে এল AI-র ছবি।
সদ্য AI দেখিয়ে দিল কেমন সাজ হওয়া উচিত ছিল প্রভাস ও কৃতির। সঙ্গে প্রকাশ্যে এল হনুমানজী ও লক্ষণের লুক। আদিপুরুষ ছবিতে রাম, লক্ষণ ও সীতার সাজ নিয়ে নানান বিতর্ক উঠেছে। কখনও রামের পরনে পোশাক নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তো কখনও সীতার পরনে সাদা শাড়ির কারণে মামলা দায়ের হয়েছে।
আদিপুরুষ
আমরা রামায়ণে যা পড়েছি সেই অনুসারে কল্পনায় রাম, লক্ষ্মণ, সীতার সাজ হয়নি বলে দাবি করেছিলেন সকলে। কিন্তু, রামায়ণ অনুসারে রাম, লক্ষ্মণ, সীতার সাজ কেমন হওয়া উচিত তা জানানো হল AI -র পক্ষ থেকে। মিডজার্নির দ্বার ছবি তৈরি করা হয়েছে। যা প্রকাশ করতেই সকলেই জানিয়েছেন বাহবা।
আদিপুরুষ
এদিকে দীর্ঘ বিতর্কের পর ২০০ কোটির ঘরে প্রবেশ করেছে আদিপুরুষ। সাত দিনে আয় করেছে মাত্র ৪০ কোটি টাকা। প্রথম দিনে ছবির আয় ছিল ৮৬.৭৫ কোটি। দ্বিতীয় দিনে আয় ছিল ৬৫.২৫ কোটি। তৃতীয় দিনে আয় ছিল ৬৯.১০ কোটি। এর পর থেকেই কমেছে ছবির আয়। যা দেখে সকলেই স্তম্ভিত হয়েছে।
আদিপুরুষ
চতুর্থ দিনে আয় ছিল ১৬ কোটি। পঞ্চম দিনে আয় করেছে মাত্র ১০.৭০ কোটি। ষষ্ঠ দিনে ছবির আয় ছিল ৭.২৫ কোটি। সপ্তম দিয়ে ছবির আয় হয়েছে ৫.৫০ কোটি। এভাবে ক্রমে কমেছে ছবির আয়। তবে, এখনও পর্যন্ত সর্বমোট ২৬০ কোটি আয় করেছে ছবিটি।
আদিপুরুষ
হিন্দু ধর্মীয় পাঠ্য রামচরিতমানস থেকে চলচ্চিত্র তৈরি করছেন। ছবিতে উঠে এসেছে শ্রী রামের জীবন কাহিনি। তেলেগু, হিন্দি, তামিল, মালায়াম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। কিন্তু, ছবি মুক্তির পর নানান দৃশ্য থেকে সংলাপ নিয়ে আপত্তি উঠেছে। অধিকাংশই দাবি করেছেন, ছবির কারণে খুন্ন হচ্ছে শ্রী রামের ভাবমূর্তি।
আদিপুরুষ
ছবির সংলাপ নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। সে হনুমানজীর মুখে, কাপড় তোর বাবার. তেল তোর বাবার, আগুন তোর বাবার, জ্বলবেও তোর বাবার। এই সংলাপ পরিবর্তন করা হয়েছে। বাবার শব্দ পরিবর্তন করে লঙ্কা শব্দ ব্যবহার করা হয়েছে। হনুমানকে বলতে শোনা গেল, কাপড় তোর লঙ্কার। তেল তোর লঙ্কার। আগুনও তোর লঙ্কার। আর জ্বলবেও তোর লঙ্কা।
আদিপুরুষ
তারপর বিদেশী ছবি থেকে দৃশ্য টোকার অভিযোগ উঠল ছবির বিরুদ্ধে। সদ্য সোশ্যাল মিডিয়ায় শোরগোল উঠেছে আদিপুরুষ নিয়ে। একাধিক নেটজনতা দাবি করেছেন, ছবির দৃশ্য টোকা হয়েছে বিদেশী ছবি দ্য অ্যাভেঞ্জার্স থেকে।
আদিপুরুষ
হলিউড ছবির ‘দ্য অ্যাভেঞ্জার্স’ দেখেছেন অনেকেই। এই বিখ্যাত ছবির ‘দ্য ব্যাটেল অফ নিউ ইয়র্ক’ থেকে যুদ্ধের দৃশ্য হুবহু কপি করা হয়েছে। একাধিক নেট ব্যবহারকারী আদিপুরুষ ছবির সেই দৃশ্য ও ‘দ্য অ্যাভেঞ্জার্স’ ছবির দৃশ্য এক সঙ্গে পোস্ট করেছেন। যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে টোকা হয়েছে দৃশ্য।
আদিপুরুষ
এছাড়াও একাধিক দৃশ্য নিয়ে বিতর্ক হয়েছে। যেমন রাবণকে গোটা ছবিতে একবারও মুকুট পরতে দেখা যায়নি। তেমনই তার সোনার লঙ্কায় দেখা মেলেনি সোনার। তেমনই পুষ্পক রথের বদলে তিনি এক বিশেষ জন্তুর পিঠে ছড়েছেন।
আদিপুরুষ
ছবির একাধিক দৃশ্য, একাধিক সংলাপ থেকে শুরু করে চরিত্রগুলোর উপস্থাপনা নিয়ে বারে বারে প্রশ্ন উঠেছে। একাধিক মামলা হয়েছে ছবি বিরুদ্ধে। বারে বারে ছবি ব্যান্ড করার দাবি উঠেছে।