অভিষেক থেকে প্রিয়াঙ্কা- বলিপাড়ায় খ্যাতি পাওয়ার পর পুরনো সম্পর্ককে বিদায় জানিয়েছিলেন এরা, রইল দশ বলি তারকার কথা

সম্পর্কের ভাঙা গড়ার খেলা প্রতি মুহূর্তে চলছে বলিউডে। আজ রইল ১০ তারকা ও তাঁদের প্রেমের কথা। যারা বলিপাড়ায় খ্যাতি পাওয়ার পর পুরনো সম্পর্ককে বিদায় জানিয়েছিলেন। দেখে নিন তালিকায় কে কে আছেন।

Sayanita Chakraborty | Published : Jun 13, 2023 10:17 AM
110
দীপিকা পাড়ুকোন ও নিহার পান্ডে

২০০৬ সালে অভিনয় স্কুলের অভিনেতা ও মডেল নিহার পান্ডের সঙ্গে সম্পর্কে জড়ান দীপিকা। প্রায় ৩ বছর ডেটিং করেছিলেন তাঁরা। হিমেশ রেশমিয়ার জনপ্রিয় অ্যালবাম আপ কা সুরুরের দুটি গানে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোন ও নিহার পান্ডে দুজনকেই। কিন্তু, বলিউডে পাকাপাকি জায়গা তৈরি করার পর ইতি ঘটে এই সম্পর্কের।

210
প্রিয়াঙ্কা চোপড়া ও অসীম মার্চেন্ট

কেরিয়ারের স্ট্রাগেলে দিনগুলোতে মডেল অসীম মার্চেন্টের সঙ্গে সম্পর্কে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০০২ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জেতেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর তাঁর জীবনে একে একে পরিবর্তন আসতে শুরু করেন। এরপরই ভাঙে প্রিয়াঙ্কা চোপড়া ও অসীম মার্চেন্টের প্রেম।

310
ঐশ্বর্য রাই ও রাজীব মুলচান্দারি

মডেল রাজীব মুলচান্দারির সঙ্গে এক সময় ডেটিং করতেন ঐশ্বর্য রাই। তারপর ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড হন ঐশ্বর্য। এরপর তাঁর জীবনে একে একে পরিবর্তন আসতে শুরু করেন। এরপরই ভাঙে ঐশ্বর্য রাই ও রাজীব মুলচান্দারির সম্পর্ক।

410
অভিষেক বচ্চন ও দীপান্নিতা শর্মা

সেলেব হিসেবে নাম করার আগে দীপান্নিতা শর্মার সঙ্গে সম্পর্কে ছিলেন অভিষেক বচ্চন। বেশ কিছুদিন সম্পর্কে ছিলেন তারা। কিন্তু, বলিউডে সাফল্য পাওয়ার পর সেই সম্পর্ক ভেঙে যায়। পরে ঐশ্বর্য রাইকে বিয়ে করেন অভিষেক বচ্চন।

510
আলিয়া ভাট ও আলি দাদারকার

ছাত্র জীবনে সহপাঠী আলি দাদারকারের সঙ্গে সম্পর্কে ছিলেন আলিয়া। দুজনের মধ্যে বন্ধুত্ব ও প্রেম দুটোই ছিল বেশ গাঢ়। কিন্তু বলিউডে পা রাখার পর সেই সম্পর্কে ইতি টানেন আলিয়া। সাফল্য পাওয়ার পর ভাঙে আলিয়া ভাট ও আলি দাদারকারের প্রেম।

610
রণবীর কাপুর ও অবন্তিকা মালিক

অভিনেতা ইমরান খানের স্ত্রীর সঙ্গে এক সময় সম্পর্কে ছিলেন রণবীর কাপুর। প্রায় ৪ বছর একে অপরকে ডেট করেছিলেন। কিন্তু, শেষ সেই সম্পর্ক ভেঙে যায়। বলিউডে নাম করার পর অবন্তিকার সঙ্গে বিচ্ছেদ করেন রণবীর কাপুর।

710
অনুষ্কা শর্মা ও জোহেব ইউসুফ

বেঙ্গালুরুতে থাককালীন মডেল জোহেব ইউসুফের সঙ্গে ডেটিং করতেন অনুষ্কা শর্মা। তারপর দুজনেই অভিনয় জগতে নিজেদের ভাগ্য পরীক্ষা করার জন্য মুম্বই আসেন। জোহেন উইসুফ হার মেনে ফিরে যান। কিন্তু, এই লড়াইয়ে সফল হন অনুষ্কা শর্মা। এরপর অনুষ্কা শর্মা ও জোহেব ইউসুফের সম্পর্ক ভাঙে।

810
জ্যাকলিন ও হাসান বিন রাশিদ আল খালিফা

২০১১ সালে বলিউডে পার রাখেন জ্যাকলিন। বাহরাইনের যুবরাজ হাসান বিন রাশিদ আল খালিফার সঙ্গে সম্পর্কে ছিলেন জ্যাকলিন। কিন্তু, বলিউডে নাম করার পর ভাঙে সেই সম্পর্ক। জ্যাকলিন ও হাসান বিন রাশিদ আল খালিফাও মাঝ পথে ভেঙে গিয়েছিল জ্যাকলিনের কেরিয়ারের সাফল্যের কারণে।

910
অর্জুন কাপুর ও অর্পিতা খান

সলমনের বোন অর্পিতার সঙ্গে সম্পর্কে ছিলেন অর্জুন কাপুর। সে সময় বলিউডে ডেবিউ করেনননি অর্জুন। প্রায় ২ বছর ছিল তাঁদের সম্পর্ক। কিন্তু, পরে বলিউডে পা রাথার পর ভাঙে সেই প্রেম। বর্তমান মালাইকা আরোরার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অর্জুন কাপুর।

1010
সোনাক্ষী ও আদিত্য শ্রফ

পরিচালক আদিত্য শ্রফের সঙ্গে এক সময় ডেটিং করতেন সোনাক্ষী সিনহা। প্রায় ২ বছর সম্পর্কে ছিলেন তারা। কিন্তু, বলিউডে নাম করার পর ভাঙে সেই সম্পর্কে। সম্পর্ক থেকে বেরিয়ে যান সোনাক্ষী সিনহা। বর্তমানে অভিনেতা জাহির ইকবালের সঙ্গে সম্পর্কে আছেন সোনাক্ষী।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos