জওয়ান থেকে দ্য নান ২- সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে একাধিক ছবি ও ওয়েব সিরিজ, রইল তালিকা

ওটিটি প্ল্যাটফর্ম থেকে সিনেমাহলে মুক্তি পাবে বিভিন্ন সিরিজ ও ছবি। রইল তারই তালিকা। দেখে নিন গোটা সেপ্টেম্বর জুড়ে মুক্তি পাবে কোন কোন ছবি ও ওয়েব সিরিজ।

সেপ্টেম্বর জুড়ে মুক্তি পেতে চলেছে একাধিক ওয়েব সিরিজ থেকে ছবি। ওটিটি প্ল্যাটফর্ম থেকে সিনেমাহলে মুক্তি পাবে বিভিন্ন সিরিজ ও ছবি। রইল তারই তালিকা। দেখে নিন গোটা সেপ্টেম্বর জুড়ে মুক্তি পাবে কোন কোন ছবি ও ওয়েব সিরিজ।

জওয়ান- শাহরুখ খান অভিনীত জওয়ান বহুদিন ধরে রয়েছে খবরে। চলতি মাসের ৭ তারিখ মুক্তি পাবেন জওয়ান। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম টিকিট বুকিং।

Latest Videos

সেক্স এডুকেশন সিজিন ৪- ২১ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সেক্স এডুকেশন সিজিন ৪। ২০১৯ সালে প্রথম সিরিজটি মুক্তি পেয়েছিল। কমেডি, থ্রিলার সব রয়েছে সিরিজে। সিজিন ৩-র ভিউয়ার্স হয়েছিল ৬৫ মিলিয়ন।

সলার- প্রভাস অভিনীত সলার মুক্তি পাবে ২৮ সেপ্টেম্বর। এই ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা আছে তুঙ্গে। ছবিটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল।

দ্য ভ্যাকসিন ওয়্যার- এই মাসের ২৯ তারিখ মুক্তি পাবে দ্য ভ্যাকসিন ওয়্যার। দ্য কেরালা স্টোরির পর ফের একবার ভিন্ন ধরনের গল্প নিয়ে আসছেন বিবেক অগ্নিহোত্রী। নানা পাটেকর, রাইমা সেন, অনুপম খেরের মতো তারকারা রয়েছে ছবি।

দ্য নান ২- প্রেক্ষা গৃহে মুক্তি পাবে হলিউড মুভি দ্য নান ২। এই ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। নান ছবির সাফল্যের পর আসছে সিক্যুয়েল। ৮ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।

ওয়ান্স আপন ও ক্রাইম- নেটফ্লিক্সে মুক্তি পাবে ইংরেজি ওয়েব সিরিজ ওয়ান্স আপন ও ক্রাইম। সিরিজের নাম শুনেই বোঝা যাচ্ছে খুন ও রহস্যের ভিন্ন স্বাদ নিয়ে রয়েছে সিরিজে। নেটফ্লিক্সে ১৪ সেপ্টেম্বর থেকে দেখতে পাবেন সিরিজটি।

দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি- ২২ সেপ্টেম্বর মুক্তি পাবে দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি। প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। ভিকি কৌশল, যশপাল শর্মা, মানসী চিল্লার, মনোজ পাওয়া-র মতো তারকারা আছে এই ছবিতে।

বার্নিং বডি- নেটফ্লিক্সে আসতে চলেছে ওয়েব সিরিজ বার্নিং বডি। ৮ সেপ্টেম্বর মুক্তি পাবে বার্নিং বডি ওয়েব সিরিজটি। একেবার ভিন্ন ধরনের গল্প নিয়ে আসছে সিরিজটি

লাভ অ্যাট ফাস্ট সাইট- লাভ অ্যাট ফাস্ট সাইট ছবিটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। ১৫ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি

টপ বয় সিজন ৩- সেপ্টেম্বর ৭-এ মুক্তি পাবে টপ বয় সিজন ৩। টপ বয় সিরিজটি বেশ হিট করেছিল। এবার আসছে তার তৃতীয় সিজন। সব মিলিয়ে গোটা সেপ্টেম্বর জুড়ে রয়েছে একাধিক চমক। 

 

আরও পড়ুন

কোনও ভক্তকে জানালেন ছোটবেলার স্মৃতি তো কাউকে জানালেন শ্যুটিং-র অভিজ্ঞতা, জওয়ান ঘিরে ভক্তদের নানান প্রশ্নের উত্তর দিলেন কিং খান

Bengali Movie: বাংলাদেশের চেয়ে ভারতীয় ছবিতে কাজ করেই বেশি খুশি নুসরত ফারিয়া?

Uorfi Javed : জলভরা পলিপ্যাকের মধ্যে রঙিন মাছ, তাতেই দুটি স্তন ঢেকে চমকে দিলেন উরফি

 

Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed