কোনও ভক্তকে জানালেন ছোটবেলার স্মৃতি তো কাউকে জানালেন শ্যুটিং-র অভিজ্ঞতা, জওয়ান ঘিরে ভক্তদের নানান প্রশ্নের উত্তর দিলেন কিং খান

ছবি ঘিরে ভক্তদের একাধিক প্রশ্নের উত্তর দিলেন শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে কথা বললেন বাদশা। যা নজর কাড়ল সকলের।

৩১ অগস্ট মুক্তি পেয়েছে জওয়ান। সেই ছবি মুক্তি থেকে খবরে আছেন কিং খান। এবার ছবি ঘিরে ভক্তদের একাধিক প্রশ্নের উত্তর দিলেন শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে কথা বললেন বাদশা। যা নজর কাড়ল সকলের।

শাহরুখ খানের ভক্তের সংখ্যা নেহাত কম নয়। ট্রেলার মুক্তির পর সকলেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রতিক্রিয়া দিয়েছেন। আর এখন সোশ্যাল মিডিয়ায় দৌলতে প্রিয় সেলেবের সঙ্গে যোগাযোগ করা আরও সহজ হয়েছে। এবার সোশ্যাল মিডিয়ায় ভক্তের টুইটের উত্তর দিলেন বাদশা।

Latest Videos

তাঁর এক ভক্ত জওয়ান সিনেমার একটি বিশাল কাট আউটের ছবি শাহরুখকে ট্যাগ করে প্রশ্ন করেছেন, এটি তাঁর কেমন লাগছে। উত্তরে মজা করে বাদশা বলেন, তাঁর মনে হচ্ছে তিনি অনেক বড় হিল পড়েছে। তেমনই তাঁর এক ভক্ত প্রশ্ন করেন জওয়ান ২ কবে আসবে। উত্তরে বাদশা বলেন, আগে এই জওয়ান ছবি দেখতে। তেমনই ছবিতে পুলিশের চরিত্রে দেখা গিয়েছে বাদশাকে। সেই নিয়ে এক ভক্ত প্রশ্ন করেন তাঁর পুলিশের পোশাক পরে কেমন লাগছে। উত্তরে তিনি বলেন, খুবই ভালো। পুলিশের কাজ ভীষণ গর্বের ও প্রশংসা করার মতো। তেমনই এখ ভক্ত তাঁর ছোট বেলার স্মৃতি জানতে চান। তা নিয়ে বাদশা লেখেন, অনেক ছোট ছিলাম তখন মনে নেই ঠিক। খালি মনে আছে, চারমিনার যেতাম। আর বাড়িতে খুব ভালো ভালো রান্না হত।

এদিকে মুক্তি পেল ট্রেলার। ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে জওয়ান। পাঠান ছবির পর এই জওয়ান ছবি দিয়ে বক্স অফিসে পা রাখবেন বাদশা। ছবিটি হিন্দি, তামিল. তেলেগু ভাষায় মুক্তি পারে। বহুরূপী শাহরুখকে দেখে মুগ্ধ সকলে। দেখা মিলেছে বিজয় সেতুপতির। তেমনই দেখা মিলেছে, দীপিকা পাড়ুকোণ, প্রিয়ামণি ও সানা মালহোত্রার। রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিয়েছেন নয়নতারা।

কিডন্যাপ, হত্যা, মারপিঠ, প্রতিশোধ থেকে শুরু করে রহস্য। জওয়ান ছবির কেন্দ্রে যে রয়েছে একেবারে অন্যরকম কাহিনি তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ছবি নিয়ে বেশ কিছুদিন ধরেই দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। ২ মিনিট ১২ সেকেন্ডের ট্রেলার বাড়িয়ে দিয়েছে এই উন্মাদনা। ট্রেলার জুড়ে শুধু রয়েছে অ্যাকশন। ট্রেলারের শাহরুখের একাধিক লুক দেখা গিয়েছে। আর কিছুদিনের অপেক্ষা। তারপরই মুক্তি পাবে ছবিটি। বক্স অফিসে পা রাখবেন বাদশা।

 

 

আরও পড়ুন

Bengali Movie: বাংলাদেশের চেয়ে ভারতীয় ছবিতে কাজ করেই বেশি খুশি নুসরত ফারিয়া?

Urfi Javed: একি টপলেস উরফি জাভেদে? স্তন ঢাকলেন কতগুলি লাল রঙের মাছ আর জল দিয়ে

Bollywood News: আলিয়া ভাটকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন অনুরাগ কাশ্যপ! ফের 'স্পষ্টবক্তা' পরিচালক

Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed