Abhishek Banerjee on Pakistan:  বিশ্বমঞ্চে পাকিস্তানের মুখোশ খুলে দিতে বিদেশ সফরে সর্বদলীয় সাংসদরা। কী বললেন তাঁরা? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

Abhishek Banerjee on Pakistan: বিশ্বমঞ্চে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সন্ত্রাসবাদের মুখোশ খুলে দিতে ইতিমধ্যে ৭টি সর্বদলীয় প্রতিনিধি দল তৈরি করেছে কেন্দ্র। বিশ্বের মোট ৩৩টি দেশে যাবে এই প্রতিনিধি দলগুলি। শনিবার জাপানের মাটি থেকে পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জাপানের ভারতীয় দূতাবাসে পাাকিস্তানের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করেন তৃণমূল সাংসদ। ভারত যে কোনওরকম ভাবেই পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ মেনে নেবে না সেই বার্তায় পৌঁছে দেন অভিষেক।

তিনি বলেন, ''পাকিস্তানের জঙ্গিরা যদি পাগলা কুকুর হয়, তাহলে পাকিস্তান হল পাগলা কুকুর ভক্ত প্রভু। জঙ্গিদের সযত্নে লালন পালন করছে পাকিস্তান। পাকিস্তান হল জঙ্গিদের আঁতুরঘর। এই বিষয়ে বিশ্বে সকলকে একজোট হয়ে ওই লালন পালনকারীকে প্রতিরোধ করতে হবে। নইলে ওই লালন পালনকারী আরও পাগলা কুকুরের জন্ম দেবে। ভারত দায়বদ্ধ তাদের শিক্ষা দিতে।'' এখানেই শেষ নয়, পাকিস্তানের এই জঙ্গিকার্যকলাপ বন্ধ করতে সবাইকে একজোট হয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আরও প্রতিরোধ গড়ে তোলার কথাও জানিয়েছেন TMC সাংসদ।

Scroll to load tweet…

প্রসঙ্গত, সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের মুখোশ খুলতে এই মুহূর্তে বিদেশ ভ্রমণে রয়েছেন সংসদের সর্বদলীয় প্রতিনিধিরা। জাপান, ইন্দোনেশিয়া, কোরিয়া সফরে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ৯ জনের প্রতিনিধি দল। সঞ্জয় ঝাঁ রয়েছেন অভিষেকের দলের নেতৃত্বে। প্রতিনিধি দলে রয়েছেন রাষ্ট্রদূত মোহন কুমার, বিজেপি সাংসদ ডঃ হেমাং জোশী, সিপিআই (এম) সাংসদ জন ব্রিটাস, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপি সাংসদ অপরাজিতা সারঙ্গী, বিজেপি সাংসদ ব্রিজ লাল এবং বিজেপি সাংসদ প্রদান বড়ুয়া।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।