ভূমি পডনেকর ও যশ কাটারিয়া
ভূমি পডনেকর ও যশ কাটারিয়ার সম্পর্ক নিয়ে চলছে গুঞ্জন। একাধিকবার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে এদের। বিভিন্ন স্থানে গোপন ডেটিং-এ দেখা গিয়েছে ভূমি পডনেকর ও যশ কাটারিয়াকে। তবে, প্রকাশ্যে সম্পর্কের কথা না বললেও তারা যে সম্পর্কে রয়েছেন তা শোনা গিয়েছে বলিপাড়ায়।