Bollywood Love: বলিউডে চলছে এই সকল তারকাদের প্রেমের গুঞ্জন, এক নজরে দেখে নিন কার রয়েছেন সম্পর্কে

আর রইল ১০ তারকার কথা। বলিউডে চলছে এই নয় তারকার প্রেমের গুঞ্জন। দেখে নিন এক নজরে কার রয়েছেন সম্পর্কে। কাদের সম্পর্কের গুঞ্জনে সরগরম বলিপাড়া।

Sayanita Chakraborty | Published : Jul 24, 2023 7:05 AM IST / Updated: Jul 24 2023, 12:37 PM IST
19

পলক ও ইব্রাহিম

বলিউডে পলক তিওয়ারি ও ইব্রাহিম আলি খানের সম্পর্ক নিয়ে চলছে গুঞ্জন। বহুবার একাধিক জায়গায় দেখা গিয়েছে পলক তিওয়ারি ও ইব্রাহিম আলি খান।

29

জাহ্নবী ও শৈখর পাহাড়িয়া

বলিউডে চলছে জাহ্নবী ও শৈখর পাহাড়িয়ার সম্পর্কের গুঞ্জন। গোপনে ডেটে দেখা গিয়েছে জাহ্নবী ও শৈখর পাহাড়িয়াকে। বহুদিন ধরে চলছে সম্পর্কের গুঞ্জন। তবে, সম্পর্ক নিয়ে সেভাবে কিছু বলেননি জাহ্নবী ও শৈখর পাহাড়িয়া।

39

অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুর

বলিউডে চলছে অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুর সম্পর্কের কথা। বহুদিন ধরে শোনা যাচ্ছে অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুরের সম্পর্কের গুঞ্জন। সদ্য স্পেনে দেখা গিয়েছে অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুরকে গোপন ডেটে।

49

নব্যা নভেলি নন্দা ও সিদ্ধার্থ চতুর্বেদি

বলিউডে চলছে নব্যা নভেলি নন্দা ও সিদ্ধার্থ চতুর্বেদির সম্পর্কের কথা। বহুদিন ধরে চলছে নব্যা নভেলি নন্দা ও সিদ্ধার্থ চতুর্বেদির সম্পর্কের গুঞ্জন। প্রায়শই গোপনে ডেটে দেখা যাচ্ছে তাদের।

59

রশ্মিকা ও বিজয় দেবরাকোন্ডা

দক্ষিণী নায়িকা রশ্মিকা ও অভিনেতা বিজয় দেবরাকোন্ডা সম্পর্কে গুঞ্জন শোনা যাচ্ছে অভিনয় জগতে। এদের একাধিকবার গোপন ডেটিং-এ দেখা যায় তাঁদের। বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকার সম্পর্কের গুঞ্জন চলছে বহুদিন ধরে।

69

সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল

সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের সম্পর্কের গুঞ্জন চলছে বলিউডে। সোনাক্ষী সিনহার গোপন সম্পর্কের বহুদিন ধরে শোনা যাচ্ছে বলিউডে। সলমন ঘনিষ্ঠ জাহির ইকবালের সঙ্গে একাধিকবার গোপন ডেটিং-এ দেখা গিয়েছে তাঁদের।

79

শর্মিতা শেট্টি ও আমির আলি

শর্মিতা শেট্টি ও আমির আলির সম্পর্কের গুঞ্জন রয়েছে বলিউডে। শর্মিতা শেট্টির সম্পর্ক নিয়ে চলছে গুঞ্জন। একাধিকবার আমির আলির সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। তবে, প্রকাশ্যে প্রেমের কথা বলতে শুনা যায়নি তাদের।

89

ভূমি পডনেকর ও যশ কাটারিয়া

ভূমি পডনেকর ও যশ কাটারিয়ার সম্পর্ক নিয়ে চলছে গুঞ্জন। একাধিকবার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে এদের। বিভিন্ন স্থানে গোপন ডেটিং-এ দেখা গিয়েছে ভূমি পডনেকর ও যশ কাটারিয়াকে। তবে, প্রকাশ্যে সম্পর্কের কথা না বললেও তারা যে সম্পর্কে রয়েছেন তা শোনা গিয়েছে বলিপাড়ায়।

99

বিজয় বর্মা ও তমন্না

চলছে বিজয় বর্মা ও তমন্নার সম্পর্কের গুঞ্জন। একটি পার্টিতে দেখা গিয়েছে বিজয় বর্মা ও তমন্না। এদের কিস করার ছবি ভাইরাল হয়েছিল বক্স অফিসে। বিজয় বর্মা ও তমন্না সম্পর্কের কথা মুহূর্তে হয়েছিল ভাইরাল।

Share this Photo Gallery
click me!

Latest Videos