Bollywood News: সলমন খানের নায়িকাকে ফোন করলেন সইফ-পুত্র ইব্রাহিম, মিডিয়ার বিরুদ্ধে বেজায় ক্ষিপ্ত তরুণ হ্যান্ডসম

ফোনে তাঁকে যা বলতে শোনা যায়, তাতে বোঝা যায় যে, মিডিয়ার ক্রমাগত আলোর ঝলকানিকে একেবারেই পছন্দ করেন না পতৌদি বংশের রাজপুত্র। সলমনের নায়িকাকে ফোন করে বিশেষ আর্জি জানালেন তিনি।

 

Web Desk - ANB | Published : Jul 23, 2023 1:27 PM
110

বলি দুনিয়ায় পা রেখেছেন সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে। সেই ছবিতে প্রথম দেখা গেছে অভিনেত্রী শ্বেতা তিওয়ারির কন্যাকে।

210

শ্বেতা তিওয়ারি এবং রাজা চৌধুরীর কন্যা পলক তিওয়ারি-র ইতিউতি আনাগোনা এখং পাপারাৎজিদের কঠোর নজরে।

310

শুধু কি আর পলক তিওয়ারির স্বয়ং উপস্থিতি? নজরে রয়েছে তাঁর একটি কালো জ্যাকেট-ও।

410

সযত্নে সেই কালো জ্যাকেটটি নিজের হাতে মুড়ে রাখতে দেখা গেল আর এক তারকা-সন্তান ইব্রাহিম আলি খান-কে।

510

সম্পর্কে তিনি অভিনেতা সইফ আলি খান এবং অভিনেত্রী অমৃতা সিং-এর পুত্র এবং অভিনেত্রী সারা আলি খানের ভাই।

610

সম্প্রতি একটি সিনেমাহলের বাইরে সলমন খানের সিনেমার অভিনেত্রী পলক তিওয়ারি-র জ্যাকেট হাতে নিয়ে অপেক্ষা করতে দেখা গেল ইব্রাহিম আলি খান-কে।

710

ফোনে তাঁকে যা বলতে শোনা যায়, তাতে বোঝা যায় যে, মিডিয়ার ক্রমাগত আলোর ঝলকানিকে একেবারেই পছন্দ করেন না পতৌদি বংশের রাজপুত্র।

810

ফোনের ওপারের মানুষটিকে তিনি ক্রমাগত অনুরোধ জানাতে থাকেন, ‘তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি এসো। এখানে মিডিয়া রয়েছে। এরা আমার মুখের ভিতর ঢুকে যাচ্ছে!

910

যদিও প্রেক্ষাগৃহ থেকে তাঁর সাথে একসঙ্গে বেরোতে দেখা যায়নি অভিনেত্রী পলক তিওয়ারিকে।

1010
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos