নিজেকে ভালোবাসো তুমি এবার, ভ্যালেনটাইন্স ডে-তে নিজেকে গাড়ি উপহার দিলেন অভিনেত্রী মহিমা মাকওয়ানা

Published : Feb 14, 2023, 06:20 PM IST
Mahima Makwana

সংক্ষিপ্ত

মহিমা বেশ কিছু দিন ধরেই গাড়িটি কেনার পরিকল্পনা করছিলেন। তবে তার সঠিক সময় খুঁজছিলেন মহিমা। অবশেষে ভ্যালেনটাইন্স ডে-এর সময়টিকেই উপযুক্ত সময় হিসেবে বেছে নেন অভিনেত্রী।

নিজেকে ভালোবাসো তুমি এবার। ভ্যালেনটান্স ডে তে অন্য কাউকে নয় নিজেই নিজেকে উপহার দিলেন অভিনেত্রী মহিমা মাকওয়ানা। ভালোবাসার দিনে নিজেকে ভালোবেসে একেবারে অন্য ভাবে উদযাপন করলেন দিনটি। নিজস্ব অভিনব ভঙ্গিমায় 'সেলফ লাভের' পাঠ পড়ালেন অভিনেত্রী। এই বছরের ভ্যালেনটান্স ডে অন্য কারোর সঙ্গে নয় উদযাপন করলেন নিজের সঙ্গেই। নিজেকে ভালোবেসে উপহার দিলেন প্রিয় গাড়িও। ২০২২ সালের ভ্যালেনটাইন্স ডে-তে অভিনেত্রী মহিমা মাকওয়ানা নিজের স্বপ্নের গাড়ি জিপ কম্পাস কিনলেন। এটাই ছিল তাঁর নিজেকে দেওয়া 'ভি ডে'-এর উপহার। ভ্যালেনটাইন্স ডে-এর আগেই গাড়ি কিনেছিলেন তিনি। প্রাক-ভালোবাসা দিবসের উপহার হিসেবেই এই গাড়ি কেনেন তিনি।

মহিমা বেশ কিছু দিন ধরেই গাড়িটি কেনার পরিকল্পনা করছিলেন। তবে তার সঠিক সময় খুঁজছিলেন মহিমা। অবশেষে ভ্যালেনটাইন্স ডে-এর সময়টিকেই উপযুক্ত সময় হিসেবে বেছে নেন অভিনেত্রী। নিজের এই অভিনব ভঙ্গিতে ভ্যালেনটাইন্স ডে পালন করে গোটা সমাজকে নিজেকে ভালোবাসতে শেখাচ্ছেন মহিমা স্ব-প্রেমের বিষয় জিজ্ঞেস করায় মহিমা জানান,'একটি এসইউভির মালিক হওয়া আমার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল এবং অবশেষে আমি সেরাটি পেয়েছিলাম। এই গাড়িটি কেনার এবং এই ভ্যালেন্টাইনস ডে-তে নিজেকে উপহার দেওয়ার এটাই উপযুক্ত সময় ছিল।' তিনি আরও বলেন,'গত কয়েক বছরে, আমি বুঝতে পেরেছি যে অন্য কিছুর আগে নিজেকে ভালবাসা কতটা গুরুত্বপূর্ণ, যার ফলে আমি নিজেকে কিছুটা হলেও ভালবাসাতে পেরেছি।'

২০২২ থেকে ২০২৩, দু'বছরই অভিনেত্রীর জন্য বেশ সুখকর ছিল বললে ভুল বলা হবে না। ২০২৩-এর শুরু থেকেই নিজেকে নিয়ে ব্যস্ত অভিনেত্রী। ব্যাক্তিগত জীবন ও কাজের দুনিয়া দু'দিকেই বেশ সফলতা পেয়েছেন তিনি। এই বছরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্ট রয়েছে অভিনেত্রীর সামনে। ইশওয়াক সিংয়ের সঙ্গে 'বাস করো আন্টি জি' ছবিতে দেখা যেতে চলেছে মহিমাকে। এছাড়া ধর্মা প্রডাকশনের সঙ্গেও কাজ করতে চলেছেন তিনি।

আরও পড়ুন - 

ভ্যালেন্টাইন্স স্পেশ্যাল রেড হট লুকে চমক উরফির, নিতম্ব উন্মুক্ত করে লাল বিকিনিতে উষ্ণতা বাড়ালেন ফ্যাশনিস্তা

জীবনের প্রথম ভ্যালেন্টাইন্স ডে-তে গৌরীকে কী উপহার দিয়েছিলেন শাহরুখ, ৩৪ বছর আগে ফিরে গেলেন কিং খান

বিয়ের আগেই নাকি অন্তঃসত্ত্বা কিয়ারা, রিসেপশনের দিন বোমা ফাটিয়ে এ কী বললেন কেআরকে, আসল সত্যিটা কী?

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?